আসসালামু আলাইকুম

আশা করি সকল ট্রিকবিডি ভিজিটররা ভালো আছেন।৬ মে ২০১৯ এ সারাদেশে একসাথে SSC Result 2019 পাবলিশ হতে যাচ্ছে। ট্রিকবিডি ভিজিটরদের মধ্যে যারা এবার SSC পরীক্ষার্থী তারা হয়তো একটু চিন্তাতেই আছেন যে রেজাল্টের অবস্থা কি হয় এই নিয়ে।
এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো আগামী ০৬ তারিখের এসএসসি রেজাল্ট সহজে কিভাবে দ্রুত হাতে পাবেন..
এককথায় কোন ঝামেলা ছাড়া দ্রুত রেজাল্ট হাতে পেতে আপনাকে যেকোন টেলিটক সিম দিয়ে ০৬ তারিখ ১২.৩০ এর পর ম্যাসেজে করতে হবে.. (অন্য সিম অপারেটর দিয়ে ম্যাসজে করলে আসবে তবে টেলিটকে দ্রুত আসে)
ম্যাসেজ করার নিয়মঃ
SSC {SPACE} 1st 3Letter of Board Name {SPACE} Student Roll {SPACE} 2019
যেমনঃ SSC DHA 12345 2019
লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে (২.৫০ টাকার মত ব্যালেন্স কাটবে)

আর যারা অনলাইনে SSC 2019 এর রেজাল্ট দেখতে চান তাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি অ্যাপ যেখানে SSC পরীক্ষার রেজাল্ট ছাড়াও বাংলাদেশের সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন দ্রুত। এই অ্যাপটিতে ২টি করে সার্ভার এড করা আছে যার ফলে একটি সার্ভার সমস্যা হলে অন্য সার্ভার ব্যবহার করে দ্রুত রেজাল্ট হাতে পেতে পারেন।

অ্যাপের কিছু স্কিনসটঃ



অ্যাপ সাইজ মাত্র ৪.৫ এমবি
প্লেস্টোর ডাউনলোড লিংক –

অ্যাপটির ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন

আর যারা সরাসরি ওয়েব সাইট থেকে রেজাল্ট দেখতে যান ঃ
সার্ভার ১| https://eboardresults.com/app/stud/

সার্ভার ২| http://www.educationboardresults.gov.bd/

তো যারা SSC পরীক্ষার্থী আছেন তাদের ভালো রেজাল্টের জন্য দয়া ও শুভকামনা রেখে আজকের পোস্ট এখানেই শেষ করছি..

4 thoughts on "SSC 2019 পরীক্ষার রেজাল্ট দ্রুত পাওয়ার উপায় (সাথে রেজাল্ট দেখার জন্য অসাধারণ একটি অ্যাপ যা দিয়ে সার্ভার সমস্যা থাকলেও রেজাল্ট দেখতে পারবেন)"

  1. Member Trickbd Subscriber says:
    বালের এপ। পোস্ট লিখছে সারভার সমস্যা থাকলে রেজাল্ট দেখা যাবে আর এপের ভিতর লেখছে সার্ভার সমস্যা থাকলে দেখা যাবেনা।
  2. Ajman Shah Contributor says:
    সার্ভার সমস্যা হলে এই এ্যাপ রেজাল্ট কই থেকে দিবে?
    1. The Miz Author Post Creator says:
      ২টা সার্ভার আছে একটা সমস্যা হলে অন্যটা আছে
  3. Shuvo Hasan Contributor says:
    Vai bittir result dekhbo ki vhabe ? Aktu help koren please….

Leave a Reply