আমাদের মধ্যে যাদের একটা ওয়েবসাইট বানানোর শখ বা ইতিপূর্বে বানিয়েছেন, সাইটের হেডে একটা সুন্দর লগো বসাতে হয়।
একটা সাইটের লগো যতো সুন্দর হবে ভিজিটরদের সাইটে প্রবেশ করার আগ্রহ ও ততোবেশী বৃদ্ধি পাবে, আর আপনার সাইটে যদি ভিজিটররা ভিজিট করে একটা সাদামাটা লগো দেখে তাহলে ভিজিটররা ভাবে ধুর এই লোমবার সাইট দুইদিন পর বন্ধ হয়ে যাবে যে এডমিন একটা লগোই বানাতে পারেনা সে কি করে সাইট কন্ট্রোল করবে।
কিছু স্কিনসট
(১) এ্যাপটি ওপেন করুন
(২) ক্রিয়েট এ নিউতে ক্লিক করুন
(৩) এই ফিচার গুলো আছে, এদের একেকটির মধ্যে আবার তিন চারটি করে।
(৪) ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এইরকম কালার, গ্যালারি এগুলো দেখতে পাবেন
(৫) লগোতে ক্লিক করলে আবার থ্রিডি লগো, এনিমলস এগুলো দেখতে পাবেন
(৬) অনেক গুলো থ্রিডি লগো আছে যা দেখে অবাক হয়ে যাবেন
(৭) এনিমলস লগো আছে তাও অনেক গুলো
(৮) ব্যাকগ্রাউন্ড লগোও অনেক আছে।
আমি দেখাবো না, কি করে লগো বানাবেন, লগো বানানোর সব ইলিমেন্ট গুলো এখানে আছে একটু চেষ্টা করলেই নিজেই বানিয়ে ফেলতে পারবেন।
একটা সাইটের মালিক হবেন আর মাথার বুদ্ধি একটুও খাটেবেন না এটা হয় না।
এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
পকেট খরচের টাকা উপার্জন করবেন ১০মিনিট কাজ করেই।
সৌরভ ভাই একটা ওয়াপফোর ডলার সাইটকে কাজে লাগিয়ে ইনকামের একটা পদ্ধতি তৈরী করেছেন, যেখানে আপনার কোনো দক্ষ্যতার প্রয়োজন হবেনা, শুধু লিংকে ক্লিক করলেই হবে।
দু তিনদিন আগে বিস্তারিত পোস্ট করেছেন সৌরভ ভাই, চাইলে অনলাইন ইনকাম ক্যাটাগরিতে গিয়ে পোস্টটি দেখতে পারেন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
কি কোনো শত্রুতা আছে নাকি???
সাইবার প্রিন্স ভাইয়ের পোস্ট কি আপনার চোখে পড়ে না?? তার সব স্কিনসটেইতো এবং থাম্বনাইলে সাইটের নাম লেখা।
ওহো তাতে দোষ নাই, শুধু আমি লিখলেই দোষ।
আপনার ফোন নাম্বারটা দিবেন????
Message den
০ বাদে দিলাম।