আসসালামু আলাইকুম বন্ধুরা!!
কেমন আছেন?.
আশা করি, আমরা সকলেই ভালো আছি। এবং সকলের দোয়ায়, আল্লাহর রহমতে ভালো থাকবো সবসময়।

টাইটেল দেখে আসলে বুঝে গেছেন, আজ আমাদের টপিক্সটি মূলত কিসের উপর ভিত্তি করছে!
তারপরও ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক!

আমরা অনেকেই ক্যাশ (Cache) এর সাথে পরিচিত। ক্যাশ হলো আপনার ফোনের যাবতীয় সফটওয়ারের Temporary Files! ক্লিয়ার হোননি?
চলুন আরো বিস্তারিত ভাবে জেনে নিই।

ক্যাশ (Cache) কিঃ

ক্যাশ (Cache) হলো আপনি যখন কোন অ্যাপ ব্যবহার করেন তখন সেই অ্যাপ সাময়িক ভাবে কিছু ডাটা আপনার ফোনে জমা করে রাখে। সেই ডাটাসমূহই মূলত ক্যাশ।

মনে করুন আপনি ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ব্যবহার করলেন। এখন ম্যাপে অনেক জায়গাতে জুম ইন বা জুম আউট করে রাখলেন অথবা আপনি কিছু লোকেশন অ্যাক্সেস করে রাখলেন। এখন আপনার এই কার্যক্রম গুলো আপনার ফোনে টেম্পোরারি ভাবে ক্যাশ হিসেবে জমা হয়ে থাকে। এর সুবিধা হচ্ছে আপনি যখন পরবর্তীতে ম্যাপ ওপেন করবেন এবং সেই জায়গা গুলোতে জুম ইন বা আউট করবেন তবে আপনার নতুন করে ইন্টারনেট ডাটা ক্ষয় হবে না, বরং অ্যাপটি টেম্পোরারি ক্যাশ থেকে লোকেশন এবং আপনার পূর্ববর্তী কার্যক্রম গুলো অ্যাক্সেস করবে।

তো এভাবেই অনেক অ্যাপস থাকে ফোনে যারা আপনার কার্যক্রম গুলোকে টেম্পোরারি ক্যাশ হিসেবে জমা করে রাখে ফোনে যাতে আপনি যখন পরবর্তী ব্যবহার করবেন তখন তা দ্রুত ফলাফল দেখাতে সক্ষম হয়। কিন্তু অনেক সময় টেম্পোরারি ক্যাশে অনেক বেশি টেম্পোরারি ফাইলস জমা হয়ে যায় ফলে আপনার ফোনের স্টোরেজ কমে যায়। তো এই অবস্থায় ক্যাশ ক্লিয়ার করার প্রয়োজন পড়ে। এজন্যই আপনার ফোনের অ্যাপস সেটিংসে গেলে ক্যাশ ক্লিয়ার নামক একটি অপশন দেখতে পাওয়া যায়। সেটি পরিষ্কার করে দিলে ঐ অ্যাপটির জন্য ফোনে সংরক্ষিত থাকা টেম্পোরারি ফাইল গুলো মুছে যায়। 

আমরা অবগত হয়েছি ক্যাশ সম্বন্ধে। আমরা আরো অবগতি হয়েছি এর মাধ্যমে আমরা কিরূপ বিড়ম্বনায় পড়তে পারি।

আসুন দেখে নিই কি করে এই ঝামেলা থেকে মুক্ত থাকা যায়ঃ

গত কয়েকদিন যাবৎ আমার ফোন খুব অতিরিক্ত স্লো কাজ করতেছিলো আর ফোন মেমরি নিল শো করতেছিলো। ৮ জিবি (গরীবের ফোন) স্টোরেজের এই ফোনে আমি সাধারণত টুকিটাকি কয়েকটা ছোট অ্যাপস আর দুয়েকটা বড় অ্যাপস (হোয়াটস অ্যাপ-মেসেঞ্জার) ব্যবহার করে থাকি। স্টোরেজের জন্য ফেসবুক অ্যাপসও ব্যবহার করিনা। ফোনের রিয়ার ক্যামেরা নষ্ট, আবার আমি সেলফি প্রেমীও নয়। তারপরও কেন যে আমার ফোন এত্তো স্লো কাজ করতেছে সেটা কোনভাবেই বুঝে উঠতে পারতেছিলাম না।
এরমধ্যে অনলাইনে কয়েকটা টিউটোরিয়াল দেখলাম। একজনের টিউটোরিয়াল থেকে ক্যাশ সম্বন্ধে ধারণা নিয়েছি। তার কথা মতো, সব অ্যাপসের সেটিংস এ ঢুকে ঢুকে ক্যাশ ডিলেট করলাম।

আলহামদুলিল্লাহ, ফোন আমার ফকফকা!!! :ডি

সেই আগের স্পীড, জায়গাও অফুরন্ত।
এইভাবে প্রতিদিন ক্যাশ ডিলেট করি, আর শান্তিময় জীবণ চালিয়ে যাচ্ছিলাম।
ইতোমধ্যে এই ডিলেটিং ব্যাপারটা আমার জন্য বিরক্তের কারণ হইয়ে দাঁড়ালো। প্রতিদিন সময় নিয়ে প্রত্যেকটা অ্যাপসে ঢোকা, তারপর ক্যাশ ডিলেট করা… বড্ড বিরক্তিকর কাজ।
এখন উপায়?
পরে গুগলে ক্যাশ ডিলেটিং নিয়ে একটা জরিপ চালালাম… কিছু কিছু অ্যাপস ভালো লাগলো, আবার কিছু অ্যাপস বিরক্তিকর।
যেগুলো ভালো লেগেছে সেগুলো আবার বড় সাইজের, কোনটি আবার ফোনে আপনার অজান্তে ব্যাটারি ড্রেইনসহ মারাত্মক সমস্যারও সৃষ্টি করে। আবার কোনটি মারাত্মক অ্যাডস রোগে জর্জরিত।
শেষ মেস, এই অ্যাপসটিতে থামলাম।
যা চেয়েছি, সবই আছে এরমধ্যে। আসলে মানুষ ছোট, চাওয়াটাও ছোট।
এই অ্যাপসের মাধ্যমে সব অ্যাপসের ক্যাশ ফাইল একই সাথে কয়েক সেকেন্ডে ডিলেট করা সম্ভব। অ্যাপসটির অ্যালগরিদম অনুযায়ী, অ্যাপসটি সরাসরি ফোনের সেটিংস ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করে।
তাছাড়া, ফোনের সেটিংস থেকে রিমাইন্ডার “Always Show” করে দিলে এটি আপনার নোটিফিকেশন প্যানেলে কত পরিমাণ ক্যাচ জমেছে, তা শো করবে। আপনি চাইলে ওখান থেকে মাত্র দুইটি ক্লিকেই আপনার ক্যাশ ফাইল ক্লিয়ার করতে পারবেন তাও কয়েকসেকেন্ডে।
তাছাড়া অ্যাপসের সাইজও ছোট, মাত্র ৩ এমবির কাছাকাছি।

অ্যাপসটির ডাউনলোড লিংকঃ Cache Clear

অ্যাপসটি প্রথমবার একটু সেটিংস করা লাগে। ওপেন করার পর, “One Click Clear” Select করবেন।

এরপরের বক্সে “Ok” দিবেন।

এরপরে আপনার ফোনের Administration সেটিংসে নিয়ে যাবে।

এখানেও ওকে করে দিন।

এরপরে আবার অ্যাপসে ঢুকুন।


সেটিংসে যান, Reminder Setting -> Always Show করে দিন।


আশা করি এখন আপনার নোটিফিকেশন প্যানেলে শো করবে কি পরিমাণ ক্যাশ ফাইল জমেছে তার ক্যালকুলেটিরিং হিসেব।
অ্যাপসটি পেয়ে খুবই আরামে আছি! মাত্র দুই ক্লিকে ফোনে স্টোরেজ বৃদ্ধি, ফোনও স্পীডি!! আহা কি গেবন!!

বিশেষ দ্রষ্টব্যঃ অ্যান্ড্রয়েড ৬ এর উপরের ভার্সন গুলোতে সমস্যা হতে পারে। তাও চেষ্টা করে দেখবেন। দুঃখিত এই সমস্যার জন্য।

যাই হোক, আজ এখানেই সমাপ্তি টানছি। দেখা হবে অন্য কোনো পোস্টে, অন্য কোনো দিনে।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ্য থাকুন, ভালো রাখুন প্রিয়জনদের।

আমার ব্লগ লিংকঃ https://tushmibd.blogspot.com

প্রোমাশনাল লিংকঃ

ব্রেইভ ব্রাউজার রেফারে ভালো পেমেন্ট করছে। এইপর্যন্ত ৫০+ ডলার ইনকাম করেছি ব্রেইভ থেকে। যদিও এক ভাই পোস্ট করেছে বিধায় আমি আর এই বিষয়ে পোস্ট করছি না।
তাও, কেউ যদি ব্রেভে একাউন্ট করে না থাকেন, যদি একাউন্ট করার প্রক্রিয়া না বুঝেন , তাহলে ভাইয়ার পোস্ট নাহলে আমার এই ভিডিও দেখে একাউন্ট করে আয় করা শুরু করে দিন।
আবার চাইলে আমার করা BigFour (ভিডিও) এর প্রসেস দেখে আসতে পারেন। এটিও ইনকাম করার সবচেয়ে সহজ আর লেজিট প্লাটফর্ম।

পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করে রাখুন। এই চ্যানেল নিয়ে আমার একটা কিছু করার চিন্তা আছে , যা পরবর্তীতে বিস্তারিত জানাবো।

ধন্যবাদ সাথে থাকার জন্য!



4 thoughts on "[Hot] আসুন এইবার Cache ফাইল ক্লিয়ার করি আরো সহজে মাত্র দুই ক্লিকে, ফোন হবে পাঙখার ন্যায় দ্রুত!!!"

  1. jahid71 Contributor says:
    এটা শুধুমাত্র Android 6.0 এবং 7.0 তে সাপোর্ট করে।
    আমার মোবাইল আগে ৭.০ ছিলো।
    কিন্তু ৮.০ তে আপডেট দেয়ার পর থেকে এ্যাপটা আর কাজ করছে না। এরপর খোঁজ খবর নিয়ে দেখলাম এটা শুধু 6.0 & 7.0 তে সাপোর্টেড
    1. Tushan Author Post Creator says:
      আমার জানামতে, অ্যান্ড্রয়েড ৪ সংস্করণের ফোনেও কাজ করে
  2. Tangible Belal Contributor says:
    8 a koj korena
    1. Tushan Author Post Creator says:
      আপডেট আনার চেষ্টা করছি। সাথে থাকুন ভাই।
      ধন্যবাদ।

Leave a Reply