আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
আশা করি, আজকে কেউ তেমন একটা ভালো নাই… থাকবেই বা কিভাবে… কিছু সামান্য ভূলের মাসুল হিসেবে টিম বাংলাদেশের তীরে এসে তরী ডোবা… স্বাভাবিকভাবে সকলের মন একটু খারাপই হতে পারে।
যাক ব্যাপার না, খেলাধুলায় হারজিত হয়.. দোয়া করি সামনের ম্যাচ গুলোতে যেন আমাদের টাইগাররা সাফল্য বজাই রাখতে সক্ষম হয়।
চলুন মূল টপিকে ফিরে আসি।
BigFour কি? এবং তা নিয়ে আমাদের মধ্যকার ভুল ধারণাঃ
বিগফোর হলো, একটি ক্রিপ্টো ওয়ালেট। যেখানে ব্যবহারকারীরা চাইলে তাদের ক্রিপ্টোকারেন্সি জমিয়ে রাখতে কিংবা গচ্ছিত রাখতে পারেন। বিগফোর নতুন একটা ওয়ালেট, যারা মাত্রই যাত্রা শুরু করেছে। এবং তারা এই যাত্রা শুরু উপলক্ষ্যে তাদের গ্রাহকদের কিছু ডলার কন্ট্রিবিউট করে দিচ্ছেন, যা মূলত আমাদের দেশে নতুন দোকান উদ্ভোদন হলে মিষ্টি-জিলাপি বিতরণের মতো।
বিগফোর মূলত পথচলার শুরুতে ঘোষণা করেছিলেন যে তারা মাত্র ৭ ইথারিয়ার কন্ট্রিবিউট করবেন। কিন্তু ইউজার বেশি হওয়ায় তারা এখন ৩১ দশমিক সামথিং কন্ট্রিবিউট করছেন। তারা সকল ইউজারদেরকে লাকি ব্যাগ প্রদান করছেন, যার মূল্য প্রতি লাকি ব্যাগ = ০.০০১ ইথার। যার ইউএসডি মূল্য প্রায় ০.৩০ ডলারের কাছাকাছি। এবং তারা ৭ রাউন্ড শেষ হলেই মূলত টাকাটা প্রত্যেক গ্রাহককে পে করবে। খুব সম্ভব জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে তাদের রাউন্ড শেষ হবে, তারপর তারা কন্ট্রিবিউট করা শুরু করবে।
আগে অনেকে পোস্ট করেছিলেন, যেখানে বলা হইয়েছিলো, প্রত্যেক লাকি ব্যাগ ১০-১৫ ডলার। অনেকেই তোহ বলেছেন ২০ ডলার হবে। আসলে তা ভুল বা গুজব মূলত এক লাকি ব্যাগ = ০.০০১ ইথার।
আবার অনেকে বলেছেন প্রতি সপ্তাহে প্রদান করবে, এটিও ভুল তথ্য। সঠিকটা হলো এরা ৭ রাউন্ড শেষ করে তারপরে তারা ৭ বিজন্যাস ডে এর মধ্যে সকল ইউজারদের কন্ট্রিবিউট করবেন।
উইথড্র প্রসেসঃ
সাধারণত কন্ট্রিবিউট শেষে আপনাদের সবার ওয়ালেটে লাকিব্যাগ প্রতি ০.০০১ ইথার করে এড হবে। ধরা যাক, আপনার লাকি ব্যাগ আছে, দুইটি। তাহলে আপনাকে মোট ইথার দেওয়া হবে ০.০০২ ইথার। যার ইউএসডি ভ্যালু মাত্র ০.৬০ ডলার বা বাংলাদেশি টাকায় মাত্র ৫০ টাকা।
আপনার ওয়ালেটে যখন ইথার প্রদান করবে, তখন আপনি ওয়ালেট থেকে “Transfer” এ যাবেন।
এরপরে Wallet Address এ আপনার কয়েনবেস ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিবেন।
তারপর “Transfer” অপশনে ইথারের পরিমান উল্লেখ করবেন।
“Gas Fee” ০.০০০৩ ইথার দিবেন, তাহলে তারাতারি উইথড্র প্রসেস হবে।
এইবার নেক্সটে ক্লিক করেন।
এইবার কনফার্ম করতে বলবে, কনফার্ম করবেন।
আশা করি, ৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে আপনার কয়েনবেস ওয়ালেটে ইথার চলে আসবে।
যারা নতুন, তাদের জন্য সাইন আপ প্রসেসঃ
প্রথমে প্লে স্টোর কিংবা এই লিংক থেকে BigFour অ্যাপসটি ডাউনলোড করে নিন।
এইবার “ETH” সিলেক্ট করে “I dont have Wallet” করবেন।
এইবার আপনি শুধু পাসওয়ার্ড দিয়ে একাউন্ট ক্রিয়েট করে নিবেন।
কতগুলো ওয়ার্ড দিবে। আপনি ওয়ার্ড গুলো কোনো একটা নোটখাতায় সঠিক ভাবে সিরিয়ালি লিখে নিবেন। কিংবা আরেকটা ফোন দিয়ে ছবি তুলে নিবেন। এখানে স্ক্রিনশট উঠেনা।
এইবার আপনাকে এখানে সেই ওয়ার্ডগুলো এলোমেলো করে দিবে, আপনি একদম একের পর এক বিন্যস্ত আকারে সাজিয়ে সিলেক্ট করবেন।
এইবার লাকিব্যাগ আইকনে ক্লিক করবেন।
নিচে নেমে দেখবেন, আপনি অলরেডি একটা লাকি ব্যাগ পেয়েছেন। আমার পোস্ট যদি আপনার ভালো লাগে, তাহলে ” 016202 ” কোডটা ইউজ করবেন। তাহলে আমি আর আপনি ১ টা করে লাকি ব্যাগ বোনাস পাবো
বোনাস পেলে এইবার আপনার লাকি ব্যাগ হবে ২ টি। এইবার রেফার করেন, প্রতি রেফারে উভয়ে ১ টি করে লাকি ব্যাগ জমাতে থাকুন।
সময় কিন্তু খুবই কম, জুলাই এর মাঝামাঝি কিংবা শেষের দিকের যেকোনো তারিখে হয়তো রাউন্ড শেষ হবে তাদের। তখন উইথড্র দিতে পারবেন। তবে তাদের ভাষ্যমতে, রাউন্ড শেষ হওয়ার ৭ বিজন্যাস ডে এর মধ্যে এরা সব কন্ট্রিবিউট করবে, তখন উইথড্র দিতে পারবেন।
বুঝতে সমস্যা হলে এই ভিডিও দেখুন। (কালো অংশটা মূলত সিকিউরিটি অংশ, যেটির স্ক্রিনশট উঠেনা কিংবা স্ক্রিন রেকর্ডে ভিডিও হয় না)
আজ এইটুকু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। পোস্টে উপকৃত হলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শুভ কামনা রইলো সবার প্রতি।
প্রোমোশনাল লিংকঃ
রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী ডলার (BTC/ETH/BAT) কেনা বেচা করতে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।
ধন্যবাদ।
4 thoughts on "[আপডেটেড] আসুন জেনে নিই BigFour অ্যাপ সম্পর্কিত কিছু ভুল ধারনা এবং উইথড্র পদ্ধতি"