হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সিক্রেট ফাইল গুলোকে তালাবন্ধ করে রাখতে ৩৫০ টাকা মূল্যের App নিয়ে তো চলুন শুরু করা যাক।

Folder Lock Pro Apk Review:

হ্যালো বন্ধুরা আমরা সবাই স্মার্ট দুনিয়ায় বসবাস করছি কারন আমাদের স্মার্ট মোবাইল দিয়ে করা যায় অনেক ধরনের কাজ , যেমন ধরুন ছবি তোলা ,ভিডিও করা,  সোশ্যাল কিংবা ইন্টারনেট এর সাথে যুক্ত থাকা,  লেনদেন , নোট কিংবা ডকুমেন্ট ইত্যাদি জিনিস গুলো মোবাইলের মাধ্যমে সম্পাদনা করে থাকি ।
তবে আমরা সকল গোপনীয়তা রক্ষার দিকে তেমন একটা মনযোগ দেই?  ধরুন এমন কিছু আপনার মোবাইলে রয়েছে যা অন্য কেউ দেখলে আপনার ক্ষতি কিংবা মানহানি হতে পারে আপনি নিশ্চই তা চাইবেন না,  তাই যদি সকল কিছু নিরাপদে রাখতে চান তবে ভালো মানের App ব্যবহার করে Lock করে রাখুন কারন একটি ভুলে হতে পারে মারাত্মক ক্ষতি।
তাই আমি হাজির হয়েছি Play Store এ থাকা একটি দামী App যার নাম Folder Lock Pro এবং দাম ৩৫০টাকা তবে এখান থেকে ডাউনলোড করলে সম্পূর্ন ফ্রি। তবে দেখে নেই এতে কি সুযোগ বা সুবিধা থাকছে।

প্রথমত Apk টি চালু করতে পাসওয়ার্ড নির্বাচন এবং Set করতে হবে যাতে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ না করতে পারে। এছাড়াও অনেক ধরনের লক করতে পারবেন আপনার ইচ্ছামত।

এখানে আপনি উপরের ছবিতে দেখতেই পারছেন Photo,  Video, Gallery , Wallet , Cloud,  App Lock, Social Media,  Documents , Contact ফাইল লক করে রাখতে পারবেন এছাড়াও নিচের চিত্র দেখুন।

এছাড়াও আপনি চাইলে Note , Audio , Miscellaneous,  Stealth Mode এবং Secure Browser ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

তাহলে এক App আপনাকে দিবে সর্বোচ্চ নিরাপত্তা ।

ডাউনলোড করতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Folder Lock Pro Apk Download:

তাহলে ডাউনলোড ইন্সটল এবং লক করে নিরাপদে থাকুন । 

 এবার নিজেই হয়ে যান বস জেনে নিন ঔষধের দাম সহ সকল তথ্য আর বাচুন প্রতারনার হাত থেকে যা দিয়ে আপনি জানতে পারবেন ঔষধের দাম ছাড়াও হরেক রকমের তথ্য চলুন শুরু করা যাক।

ফার্মেসী চিনে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর কারন হলো ফার্মেসী আমাদের ঔষধের চাহিদা মিটিয়ে থাকে।
আর কম বেশী সবাই অসুস্থ হই আমরা আর তখন শরণাপন্ন হই ডাক্তারের আর সেও অসুখ ভালো করবার জন্য লিখে দেয় অনেক ধরনের ঔষধ প্রেসক্রিপশনে আর তা সংগ্রহ করতেই হয়তো আপনি ফার্মেসীতে প্রবেশ করেন তাই না।

তো আসল কথা হলো বর্তমান যুগে অনেক হাসপাতালে দালালের অভাব হয়না যারা সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত দামে ঔষধ এর সাপ্লাই দিয়ে থাকে শুধু হাসপাতাল বললে ভুল হবে এমনটা অনেক ফার্মেসীতেই ঘটে থাকে দাম বেশী রাখার ব্যাপারটা ।

কারন বক্সে দাম লিখা থাকে যা আমরা সহসা দেখতে পাইনা তাই তারা যে দাম বলে সে দাম দিয়েই ক্রয় করতে হয় না পারতে।
তবে স্যার আপনি কিন্তু চাইলে নিজেই জেনে নিতে পারবেন ঔষধের নাম দাম সহ বিভিন্ন দরকারী তথ্য ছোট্ট একটি App ব্যবহার করে।

তাহলে চলুন জেনে নেই App টি সম্পর্কেঃ

প্রথমত App চালানোর জন্য আপনাকে Registration করতে হবে আর তা হয়ে গেলে উপরের মত আসবে। এখানে আপনি অনেক ধরনের তথ্য পাবেন।

তবে যেহেতু ঔষধের দাম জানা নিয়ে কথা তাই প্রথনে Search Icon এ ক্লিক করুন।

এবার আপনার কাংখিত ঔষধের নাম লিখুন এবং পেয়ে গেলে সেই ঔষধের নামে ক্লিক করে বিস্তারিত দেখুন।

আপনি এবার ঔষধের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন।

দেখুন সিরাপটির দাম দেখাচ্ছে 100ml = 40 Taka

তাহলে এভাবেই আপনি নিজেই দাম চেক করে প্রতারনার হাত থেকে বাচতে পারবেন আশা করি অনেকের কাজে আসবে ।

তাহলে ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে

Download Link

Facebook থেকে ভিডিও ডাউনলোড করার একটি সস্তা ট্রিক নিয়ে চলুন শুরু করা যাক।

আমরা সবাই ফেসবুক প্লাটফর্মের সাথে জড়িত আছি আর এটাও সবাই জানি ফেসবুক এ মজার অথবা দরকারী কিছু ভিডিও পাওয়া যায় তবে অনেকেই জানেনা কিভাবে ডাউনলোড করতে হবে কারন তারা শুধু ফেসবুকিং নিয়েই খুশী।

যাই হোক মূল বিষয় হলো এই যে যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য একটি Apk শেয়ার করছি যার মাধ্যমে আপনি চাইলে ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Video Downloader For FB:

? আপনি শুধু মাত্র ফেসবুক ভিডিও টির Copy Link এ ক্লিক করলে যে লিংক পাবেন তা এখানে Url Download এ গিয়ে Paste করে দিন এবং Download এ ক্লিক করে সহজেই ডাউনলোড করে নিন।

? facebook লগিন করা ছাড়া সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন না তাই লগিন করতে পারেন আর আমাকে যদি জিজ্ঞাসা করেন অনেক দিন ধরে ব্যবহার করছি আইডিতে কোন সমস্যা হয় নাই তাই আমার পক্ষ থেকে Green Signal.

আর যদি আপনি চান তবে Browse Facebook এ গিয়ে ফেসবুক চালাতে পারবেন + সহজেই ডাউনলোড করতে পারবেন ।

Video Downloader For FB 

তাহলে আশা করি যারা জানেন না তাদের উপকারে আসবে ।
চাইলে আমার ছোট্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন।
DarkMagician.Xyz
আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ DarkMagician

6 thoughts on "যে তিনটি Apps মোবাইলে থাকা অত্যন্ত জরুরী দেখে নিন এক নজরে"

  1. A M Contributor says:
    valo 🙂
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত পোষনের জন্য
  2. FAIHAD Contributor says:
    Good post
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ FAIHAD ভাইয়া।
  3. Md Himul Contributor says:
    good shere
  4. JonyKar2 Contributor says:
    Fb video downloadr thaka drkr haha ?. dark magician er kotha aji para protibesider phone ? rakhar jonno bolvo. Noyto kobiraj bod doya dibe.

Leave a Reply