হ্যালো বন্ধুরা, আজকে আমি যে App টা নিয়ে কথা বলব, যার সাহায্যে আপনি মোবাইলে কোন ছবি তুললে তাতে অটোমেটিক টাইম,ডেট,বার এর স্ট্যাম্প লেগে যাবে নিচের ছবির মত।
এরকম সিস্টেম অনেক মোবাইলেই বিল্ট ইন থাকে, কিন্তু যাদের মোবাইলে এরকম সিস্টেম নেই এবং আপনি চান যে আপনার ছবিটা কত তারিখে তুলেছেন তা সহ লেখা থাকুন তাদের জন্য আমার আজকের পোস্ট।
তো বন্ধুরা প্রথমে নিচের লিংক থেকে সফ্টওয়্যারটা ডাউনলোড করে নিন। এটা প্রো ভার্শন এতে কোন এডস নেই।
ডাউনলোড করার পর ইনষ্টল করুন। তারপর ওপেন করার পর কিছু পার্মিশন চাইবে, পার্মিশন গুলো দিয়ে দিন।
এটা চালু করার পর আপনি ছবি তুললেই তাতে অটোমেটিক টাইম স্ট্যাম্প লেগে যাবে। আপনি ইচ্ছা করলে এটা আপনার পছন্দমত কাস্টোমাইজ করে নিতে পারবেন। তাছাড়া এটা Pro Version হওয়ার কারনে ইচ্ছামত Font Style, Date Format, Text Position সিলেক্ট করতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন, আজকের মত এখানেই শেষ করছি। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পোস্ট টি ফেসবুকে শেয়ার করুন।
6 thoughts on "মোবাইলের যেকোন ছবিতে অটোমেটিক Time Stamp লাগান খুব সহজে"