আসসালামু আলাইকুম।
আজকে নিউ একটা টিউন নিয়ে উপস্থিতি হলাম।
আশা করি টিউনটি ভালো লাগবে আপনার কাছে, এবং উপকৃতও হবেন।
তো টিউনটি কি নিয়ে লিখতে বসেছি তার একটা ধারনা হয়তো পেয়ে গেছেন আর্টিকেলটির টাইটেল দেখেই।
আচ্ছা বুঝেই যখন গেছেন সোজাসুজি পোস্টের টপিকে যাই।
যারা এন্ড্রোয়েড ফোন ব্যবহার করেন তারা তাদের ফোনটিকে রুট করে এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য রুট করে থাকেন, এই রুট কি সফল ভাবে হয়েছে নাকি হয় নাই এটা পরীক্ষা করে দেখার জন্যই এ ট্রিক।
আবার অনেকের ফোনে বিকাশ এ্যাপ ব্যবহার করতে পারেন না, বিকাশ এ্যাপে প্রবেশ করতে গেলেই লেখা আসে আপনার ডিভাইস টি বিকাশ এ্যাপ সমর্থিত না।
আচ্ছা এই সমস্যা টি হয় যখন ফোন রুট করা থাকে।
তাহলে এখনি আপনার ডিভাইস টি কি রুট করা কিনা চেক করতে পারেন Root Chaker Basic
এ্যাপ দিয়ে।
কোনো ডাটাকানেকশন বা ওয়াইফাই কানেকশন লাগবে না সম্পুর্ন অফলাইনে দেখতে পাবেন।
তাই বলে ভাইবেন না যে এ্যাপটি ডাউনলোড করতেও মেগাবাইট লাগবেনা।
কিছু স্কিনসট দেখুনঃ
ইনস্টল করে ওপেন করুন
ফেরিভাই রুট স্টাটাসে ক্লিক করুন
এখন দেখুন, নিচে নোটিফিকেশন এসেছে।
এ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
11 thoughts on "আপনার এন্ড্রোয়েড ফোনটি রুট করা কিনা জেনে নিন খুব সহজেই।"