আসসালামু আলাইকুম।


আজকে নিউ একটা টিউন নিয়ে উপস্থিতি হলাম।
আশা করি টিউনটি ভালো লাগবে আপনার কাছে, এবং উপকৃতও হবেন।
তো টিউনটি কি নিয়ে লিখতে বসেছি তার একটা ধারনা হয়তো পেয়ে গেছেন আর্টিকেলটির টাইটেল দেখেই।

আচ্ছা বুঝেই যখন গেছেন সোজাসুজি পোস্টের টপিকে যাই।
যারা এন্ড্রোয়েড ফোন ব্যবহার করেন তারা তাদের ফোনটিকে রুট করে এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য রুট করে থাকেন, এই রুট কি সফল ভাবে হয়েছে নাকি হয় নাই এটা পরীক্ষা করে দেখার জন্যই এ ট্রিক।
আবার অনেকের ফোনে বিকাশ এ্যাপ ব্যবহার করতে পারেন না, বিকাশ এ্যাপে প্রবেশ করতে গেলেই লেখা আসে আপনার ডিভাইস টি বিকাশ এ্যাপ সমর্থিত না।
আচ্ছা এই সমস্যা টি হয় যখন ফোন রুট করা থাকে।
তাহলে এখনি আপনার ডিভাইস টি কি রুট করা কিনা চেক করতে পারেন Root Chaker Basic
এ্যাপ দিয়ে।

কোনো ডাটাকানেকশন বা ওয়াইফাই কানেকশন লাগবে না সম্পুর্ন অফলাইনে দেখতে পাবেন।
তাই বলে ভাইবেন না যে এ্যাপটি ডাউনলোড করতেও মেগাবাইট লাগবেনা।

কিছু স্কিনসট দেখুনঃ
ইনস্টল করে ওপেন করুন

ফেরিভাই রুট স্টাটাসে ক্লিক করুন

এখন দেখুন, নিচে নোটিফিকেশন এসেছে।

এ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

11 thoughts on "আপনার এন্ড্রোয়েড ফোনটি রুট করা কিনা জেনে নিন খুব সহজেই।"

  1. 444mdzahid Contributor says:
    এই পোস্টটা না করলেও চলতো। আমার মনে হয় না, কেউ এই পদ্ধতির কথা জানে না। আশা করি আপনার কাছ থেকে এর থেকে ভালো কিছু পাবো।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ইনশাআল্লাহ ভাই, ভালো কিছু দেওয়ার চেষ্টায় থাকবো
  2. স্বপ্ন Author Post Creator says:
    ইনশাআল্লাহ ভাই, ভালো কিছু দেওয়ার চেষ্টায় থাকবো
  3. MD Biplop Hossain Author says:
    জিপি সিমের ব্যালেন্স কিভাবে চ্যাক করে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েন।
  4. ABUBOKOR Contributor says:
    কিভাবে টাইপিং করতে হয় এ নিয়ে একটা পোস্ট দিয়েন।
  5. Sohel Rana Contributor says:
    er cheye kivabe phone receive korte hoy bolle valo hoto…
  6. Noman BD Contributor says:
    Android Phone কিভাবে অন – অফ করতে হয় তা নিয়ে একটি পোস্ট লিখেন জলদি।
  7. Rejuan Hosain Contributor says:
    এন্ড্রয়েড কিনা চেনার জন্য একটা পোস্ট দিয়েন।
  8. Khairul Islam✅ Author says:
    ভাই এগুলো হয়ত সবাই জানে।।

Leave a Reply