বিসমিল্লাহির রাহ মানির রাহীম

আসসলামুয়ালাইম।

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকে ও নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক।

বিস্তারিতঃ

আজ আমি আপনাদের কাছে মোবাইল সিকিউরিটির অন্যতম জনপ্রিয় এন্টিভাইরাস AVG Antivirus 2019 নিয়ে আলোচনা করবো ।আপনারা জানের বর্তমানে ইন্টারনেট জগতে লক্ষ লক্ষ মেলওয়্যার গুরে বেড়ায়।যা যেকোনো সময় আমাদের মোবাইলে প্রবেশ করে গুরুত্বপুর্ন ফাইলগুলো নিমেষে নষ্ট করে দিতে পারে। এর থেকে পরিত্রান পেতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় মোবাইল সিকিউরিটি এপস AVG Antivirus Pro নিয়ে। তো চলুন এপসটি বিস্তারিত দেখে নেওয়া যাক।

প্রিমিয়াম ভারসনটির মূল্যঃ $11.99/ ১০১০ টাকা

প্রিমিয়াম ভার্সনের সুবিধাঃ

  • রিয়েল-টাইমে অ্যাপ্লিকেশন,

    গেমস, সেটিংস এবং ফাইল স্ক্যান করা

    ডিভাইস গতি বুস্টপাওয়ার সেভার অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার

    লক PIN, pattern, or fingerprint ফোন লোকেটর এবং ট্র্যাকার সুবিধা ।

  • ভিপিএন স্ক্যান

    ওয়াই ফাই নেটওয়ার্ক ও ওয়াই ফাই ডাউনলোড এবং আপলোড স্প্রিড চেক করে

  • Real রিয়েল-টাইমে অ্যাপ্লিকেশন, সেটিংস, ফাইল, মিডিয়া, কল এবং পাঠ্য বার্তা (এসএমএস) স্ক্যান করতে পারে।

  • গুগল ম্যাপের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনটি সন্ধান / সনাক্তকরণ সক্ষম হবেন ™

    আপনার গোপনীয়তা রক্ষা করতে আপনার ফোনটিকে লক করতে সাহায়্য করবে।

  • Tasks এমন কাজগুলিকে ডিলিট করে যা আপনার ফোনকে ধীর গতি হতে রক্ষা করে।

  • নিরাপদে এবং সুরক্ষিতভাবে ওয়েব ব্রাউজ করতে সাহায্য করে

  • ব্যাটারি, সঞ্চয়স্থান এবং ডেটা প্যাকেজ ব্যবহার নিরীক্ষণ করতে পারবেন।

  • অনাকাংখিত কল এবং পাঠ্য বার্তা (এসএমএস) ফিল্টার ও ব্লক করুন

কর্মক্ষমতা গুলো জেনে নিন:

  1. Tasks আপনার ডিভাইসকে ধীর করতে বা হিম করতে পারে এমন কাজগুলি এবং প্রক্রিয়াগুলিকে ডিলিট করবে।

    Battery ব্যাটারি খরচ নিরীক্ষণ করবে, ব্যাটারি স্তরের বিজ্ঞপ্তিগুলি সেট করতে পারবেন এবং পাওয়ার সাশ্রয় সক্ষম করতে পারবেন।

  2. ট্র্যাফিক নিরীক্ষণ করতে পারবেন। অর্থাৎ আপনি যখন আপনার মাসিক ডেটা পরিকল্পনার সীমা পৌঁছানোর কাছাকাছি পৌঁছবেন অ্যাপলিকেশনটি আপনাকে বিজ্ঞপ্তি দিবে সেটা পেয়ে আপনার 3G / 4G মোবাইল ডেটা প্ল্যানের ব্যবহারের উপর নজর রাখতে পারবেন।

  3. অ্যাপ্লিকেশন এবং গেমগুলি আনইনস্টল করা বা অভ্যন্তরীণ ডিভাইস মেমরি এবং এসডি কার্ডের মধ্যে স্থানান্তরিত করা অভ্যন্তরীণ এবং এসডি কার্ড স্টোরেজ স্পেসটি অনুকূলে রাখতে পারবেন।

অ্যান্টি-চুরি ও ফোন অবস্থান:

এই বিষয়টি খুবই গুরুত্বপুর্ন।এটা সুবিধা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।কারন AVG রিমোট ম্যানেজমেন্ট কনসোল বা পাঠ্য বার্তা (এসএমএস) এতে ব্যবহার করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনটি সনাক্ত করতে পারবেন এবং google মানচিত্রের মাধ্যমে আপনার ফোনটি খুঁজে পেতে সহায়তা করবে।
এছাড়া আপনার ফোনটি লক করে দিতে পারবেন এবং লোকেটার আপনাকে খুঁজে পাওয়ার জন্য বা সহায়তা করার জন্য একটি লক স্ক্রিন বার্তা সেট করে দিতে পারবেন। এই যেমন:(ভাই আমার ফোনটি হারিয়ে গেছে।দয়া করে এই নাম্বারে কল করুন etc etc)
আরো সুবিধা রয়েছে সেটা হলো যদি ফোনটি নীরব মোডে থাকে তাহলে রিং (চিৎকার) করাতে পারবেন।আপনার ফোন এবং এসডি কার্ডের সামগ্রী মুছুন দিতে পারবেন।★ ক্যামেরার ট্র্যাপ: আপনার ফোনটি আনলক করার চেষ্টা করার সময় 3 টি ভুল পাসওয়ার্ড প্রবেশ করে এমন যে কোনও ব্যক্তির একটি ছবি বিচক্ষণতার সাথে আপনাকে ইমেল করে★ সিম লক: যখনই কেউ আপনার সিম কার্ড প্রতিস্থাপন করে তখনই আপনার ফোনটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।এই এপসটির অসাধারন সব সুবিধা গুলো আমাকে অবাক করে দেয়।
আজ থেকে আপনারা ও সুবিধা গুলো উপভোগ করতে থাকুন ।

দাড়ান আগে ডাউনলোড করে নিন তারপর উপভোগ করুন । এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এবার কিছু স্ক্রিনসট দেখুনঃ

 







আশা করি বিস্তারিত ধারনা পেয়ে গেছেন। টিউনটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং অনুপ্রেরণামুলক একটা মন্তব্য দিয়ে যাবেন।

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক

TechBD25.com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১৫ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৫০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★

সৌজন্যেঃ TechBD25.com


One thought on "[®জ্ঞানের আলো® পর্ব-5] নিয়ে নিন মোবাইল সিকিউরিটির অন্যতম জনপ্রিয় AVG Antivirus 2019 এপস এর Premium Version টি একদম ফ্রিতে।আর মোবাইলকে রাখুন সুপারফাষ্ট"

  1. Asadul220 says:
    যে কোন অ্যাপ্লিকেশন এর প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে পারবেন এই ভিডিও দেখলেhttps://youtu.be/L0Bglt9RheA

Leave a Reply