আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

ইংরেজীতে কথা বলার বা ইংরেজী শেখার  অনেক অ্যাপ রয়েছে তার মধ্যে আমি অনেক গুলো অ্যাপ ব্যাবহার করেছি কিন্তু এই অ্যাপ টির কিছু মজার ফিচার এর জন্য ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ট্রাই করে দেখতে পারেন ।

মজার ফিচার গুলো হলো

  • নিজের পছন্দ করা দেশ সিলেক্ট করে সেই দেশের ছেল অথবা মেয়ের সাথে কথা বলতে পারবেন ।
  • আপনি চাইলে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের ছেলে অথবা মেয়ের সাথেই কথা বলতে পারেন ।
  • যার সাথে কানেক্ট হবে তার প্রফাইল পিকচার +সে  কোন দেশের এবং নাম কি সেটি দেখা যাবে ।

তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই,

প্রথমে এই লিং থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন

রেলারেল লিং –

প্লে স্টোর লিং – 

তারপর যে কোন একটি দিয়ে সাইনাপ করতে হবে

এই অ্যাপ এর  ফর্ম ফিলাপ করা টি একদম সহজ তাই বিশেষ কিছু জায়গায় আমি বলেছি কি করতে হবে

আমি নাম্বার ব্যাবহার করেছি

কি কি ভাষা পারেন সিলেক্ট করে নিন

talk now এ ক্লিক করুন

কোন পার্মিশন চাইলে Ok অথবা Allow করে দিন

তারপর Continue

অপেক্ষা করুন কিছুক্ষণ

এইবার কথা বলুন

কথা বলা শেষ এ অথবা কল কেটে দিলে ৫ সেকেন্ড পর আবারো অন্য কারো সাথে আপনাকে কানেক্ট করে দিবে ।

আপনি যদি সুধুমাএ ছেলে অথবা মেয়ের সাথে কথা বলতে চান আপনাকে ৪০ ক্রেডিট আর্ন করে সেটি দিয়ে ২০ মিনিট কিনে ২০ মিনিট কথা বলতে পারবেন ।

ক্রেডিট দিবে লাইন আপ + সাইন ইন + মাঝে মাঝে বোনাস দিবে + রেফারেল করে আর্ন করতে পারেন ২০ ক্রেডিট =১ রেফারেল ।

হ্যাকিং টিপস- অ্যাপ টি আনইন্সটল করে নিজের রেফারেল লিং দিয়ে নিজেই আবার ডাউনলোড করে ইন্সটল দিয়ে যে কোন নাম্বার দিয়ে সাইন আপ করলেই পেয়ে যাবেন ২০ ক্রেডিট ।

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ 

ডিফেন্স জব অথবা সরকারি কোন চাকরির বিভিন্ন তথ্য – সাহায্য এবং মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Messages

আল্লাহ হাফেয

One thought on "ইংরেজীতে কথা বলুন আপনার পছন্দ মত দেশে ছেলে অথবা মেয়ের সাথে (বিস্তারিত)"

  1. Limon Sarkar Contributor says:
    Apnar refarel code ta dien?

Leave a Reply