আবারও অনেকে রিকুস্টে আবার এন্ড্রয়েডের ভিপিএন নিয়ে লিখতে যাচ্ছি, আজ যে ভিপিএন নিয়ে লিখতে যাচ্ছি তা খুব পুরোন না, তবে ভালো পপুপার। এই নতুন অবস্তাতে ৫০ লাখ এর বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লেতে তাই বলা যায় এটি একটি ট্রেন্ডি ভিপিএন।  আর আমাকে স্পেশাল ভাবে ম্যাসেজ ও করা হয়েছে, যেন এই ভিপিএন এর ভিআইপি ভার্সন নিয়ে পোস্ট করি, তাই যথারিতি আজ তাই নিয়ে হাজির হয়েছি।

বাংলাদেশের এন্ড্রয়েড ব্যবহারকারীগন কেন এত ভিপিএন ব্যবহার করার প্রতি আগ্রহ তা নিয়ে আমি একটু চিন্তায় পরে গিয়েছিলাম, পরে একটা ছোট খাট এনালাইসিস এর উপর দিয়ে যেতে হয় আমাকে এই রহস্য বের করার জন্য, আর পরে জানতে পারলাম আসল কাহিনি।  তবে সেই বিষয় নিয়ে আমি বিন্দু মাত্র কথা বলতে পারবনা।  কারন ভিপিএন এর মূল লক্ষ্য থাকে তার ব্যবহারকারির পরিচয় গোপন রারা সেখানে আমি কিভাবে ফাস করি?

যাই হক, ভিপিএন কি তা নিয়ে কি আরও কিছু বলতে হবে? এক কথা বলতে বারবার বলতে কেমন লাগে বলুন? তারপরেও কিছু বলতে হয়।  ভিপিএন মূলত আপনার ইন্টারনেট এর পরিচয় গোপন রাখার কাজ করে থাকে, সেই সাথে আপনার প্রোটেকশন ও দিয়ে থাকে তবে ভিপিএন ভেদে এদের ফিচারস ও গুনগত মান এর পার্থক্য হয়ে থাকে।  তাই আজ দেখা যাক এই ভিপিএন এর কি কি গুনাবলি আসে।

কি কি ফিচারস আসে এই ভিপিএন এরঃ

  • পৃথিবীর সব মহাদেশ কভার করে ফেলেসে (এশিয়া, ইউরোপ, আমেরিকা, মিডিল ইস্ট) এন্টার্টিকা হলেও কারাপ হত না
  • আল্টা ফাস্ট ভিপিএন সার্ভিস ফর ইউওর এন্ড্রয়েড
  • যেকোন বন্ধ সাইট এর দ্বারা ব্যবহার করা যাবে
  • এক ক্লিকে কান্ট্রি পরিবর্তন
  • এদের প্রধান শর্ত হচ্ছে ফাস্টার সার্ভিস দেওয়া (ভিআইপিতে)
  • আর যা আসে তা নাহয় ব্যবহার করে দেখবেন

প্রিমিয়াম ও ভিআইপিঃ

  • সর্বমোট ৪০০০ টাকার ফিচারস আনলোক করা আসে
  • ভিআইপি ফিচারস আনলোক করা আসে
  • বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে
  • সকল প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে

ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।

13 thoughts on "[?Android Pro 1.6?] UFO Vpn Premium & VIP ব্যবহার করুন এই ৪০০০টাকার ভিপিএন এর সব প্রিমিয়াম ফিচারস ফ্রিতে ডাউনলোড করুন ভিআইপি ভার্সন"

    1. Masum Khan Author Post Creator says:
      Bujhlam na
    1. Masum Khan Author Post Creator says:
      Ji vai
    1. Masum Khan Author Post Creator says:
      Vai amar akta pencil battery lagbe
  1. Bijoy Contributor says:
    eta kn sim e kaj korbe bro…?
    1. Masum Khan Author Post Creator says:
      je kono tai
    1. Masum Khan Author Post Creator says:
      thanks bro
  2. Rasel Mth Contributor says:
    Bangladesh server ase?
  3. Rasel Mth Contributor says:
    Amar be er lagbe parle ekta den help hoibo

Leave a Reply