Download ‘Otripto Atta’, a mysterical horror novel’s android app builded by me.

আসসালামু আলাইকুম।

অন্যান্য সকল ধর্মাবলম্বী ভাইদের জানাই অনেক-অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকে আমি কোনো টেকনোলজিক্যাল বিষয় নিয়ে হাজির হইনি, হাজির হয়েছি আমার তৈরি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করতে। অ্যাপটির নাম- ‘অতৃপ্ত আত্মা’। এটি একটি উপন্যাস নিয়ে তৈরি, যে উপন্যাসটা সংগ্রহ করা হয়েছে একটা ফেসবুক পেজ থেকে। নাম থেকেই অনুধাবন করা যায় যে উপন্যাসটা কি ধরণের। হ্যাঁ, এটি একটি মিস্ট্রিক্যাল হরর জনরা ভিত্তিক উপন্যাস।

উপন্যাসটির রচয়িতা আফজাল হোসেন নামের কোনো এক ভদ্রলোক (আমি চিনি না তাঁকে)। উপন্যাসটা সংগ্রহ করা হয়েছে ‘ভূতের ভয়ানক গল্প’ নামের একটা ফেসবুক পেজ থেকে। সম্ভবত ২০১৭ (সঠিক মনে নেই) সালের দিকে সেখানে মোট সাত পর্বে উপন্যাসটি প্রকাশিত হয়। তখন এটি পড়ে আমার কাছে দারুণ লেগেছিল। আমি উক্ত পেজের এডমিনের কাছে মেসেজ দিয়ে বলেছিলাম যে উপন্যাসগুলো নিয়ে একটা সংকলক অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরী করতে, তারা দুঃখের সহিত তাদের ব্যর্থতা প্রকাশ করে।

তখনকার সময় হতেই আমি কিছুটা অ্যান্ড্রয়েডের ওয়েবভিউ নিয়ে কাজ করতে পারতাম, তো বানিয়ে ফেলেছিলাম উপন্যাসটা নিয়ে একটা ওয়েবভিউ এলিমেন্টের অ্যাপ। কিন্তু নিজের কাছেই ততোটা ভালো লাগছিল না বলে প্রকাশ করিনি। তাই পরে যখন ন্যাটিভ রূপে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডিং শিখলাম, তখন পুনরায় আবার তৈরির ইচ্ছে জাগে এবং যার ফলস্বরূপ কিছুদিন আগে এটি সম্পন্ন করি। এবং সেটি শেয়ার করার নিমিত্তেই আজকের এই আর্টিকেল।

উপন্যাসটির সংক্ষেপ প্রোমোঃ

“”মাত্র চার মাস হলো জাহিদ আর সুমির বিয়ে হয়েছে। ঢাকার একটি ভাড়া বাড়িতে থাকে ওরা। জাহিদের মতো স্বামী পেয়ে সুমি সত্যিই খুশি। কিন্তু সুমি যখনই একা থাকে তখনই তার সাথে ঘটতে থাকে অপার্থিব সব ঘটনা। যার কোনো ব্যাখ্যাই সুমি খুঁজে পায় না। কিন্তু জাহিদের দৃঢ় বিশ্বাস সমস্তই সুমির মানসিক সমস্যা। তাই জাহিদ সুমিকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়।

ডাক্তারের পরামর্শে কি সুমি সুস্থ হতে পারবে?

সুমির কি সত্যিই মানসিক সমস্যা নাকি এর পেছনে আছে অন্য কোন ইতিহাস?

সুমি কি পারবে এর থেকে মুক্তি পেতে?

জানতে হলে আপনাকে পড়তে হবে “অতৃপ্ত আত্মা”।।“”

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বস্থানেই মৌলিকতার খুবই অভাব। কিন্তু এই উপন্যাসটির গল্পপ্রবাহ অন্তত আমার চোখে পুরোপুরি মৌলিক-ই মনে হয়েছে। হরর অনুভূতি প্রদান, রহস্যজনক ঘটনাপ্রবাহ, শেষে দারুণ রকমের একটা টুইস্ট এবং সাথে লেখক আফজাল হোসেন এর গল্প বলার দারুণ ভঙ্গিমা- সবমিলিয়ে এক অসাধারণ মিস্ট্রিক্যাল হরর উপন্যাস। সবার কাছেই ভালো লাগবে আশা করি, তারপরেও সবার মন ও চাহিদা এক নয়। অ্যাপটি ডাউনলোড করতে নিম্মের বাটনে ক্লিক করুন-

প্লে স্টোরে ডেভলপার অ্যাকাউন্ট নেই বলে গুগল ড্রাইভে আপ্লোড দিয়েছি।

এটা নিয়ে PDF ফাইলও বানাতে পারতাম, কিন্তু এখনও অনেক ব্যক্তিই আছেন যে PDF ফাইল কিভাবে ওপেন করতে হয় তা জানেন না। তাই ওপথে আর পা বাড়াইনি।

সতর্কবাণীঃ অ্যাপটিতে AdMob এর ব্যানার ও ভিডিও অ্যাডস যোগ করে দেয়া হয়েছে। তাই ইন্টারনেট কানেকশনসহ প্রবেশ করলে আপনার মোবাইল ডাটা লস হতে পারে। তাই আগেই জানিয়ে রাখছি, পরে আমাকে দোষ দিতে পারবেন নাহ।

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।

18 thoughts on "‘অতৃপ্ত আত্মা’- আমার দ্বারা ডেভলপকৃত একটি হরর মিস্ট্রিক্যাল উপন্যাসের অ্যান্ড্রয়েড অ্যাপ"

  1. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
    1. Avatar photo The Ordinary One Author says:
      একই কমেন্ট বার বার কেন
    2. Avatar photo Md Rasel Hossain Author Post Creator says:
      দুঃখিত, খেয়াল ছিল না!
  2. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
  3. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
  4. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
  5. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
  6. Avatar photo Chowdhuri24 Contributor says:
    akta s shot dite parten
    1. Avatar photo Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
  7. Avatar photo Robiul Rifat Author says:
    স্ক্রিনশট দিলে আরো ভালো হতো?
  8. Avatar photo AL-NOMAN Author says:
    ডিজাইন টা, আরেকটু আর্কষনী করা যেতো।
    তবে,
    ভালো হয়েছে।
    1. Avatar photo Md Rasel Hossain Author Post Creator says:
      অ্যাপটা তো আর প্রফেশনাল লক্ষ্যে বানাইনি, তাই ডিজাইনের পিছনে অতোটা মাথা ঘামাইনি।
      ধন্যবাদ।
  9. Avatar photo AL-NOMAN Author says:
    আপনার ফেইসবুক আইডি দিলে,
    আপনার সাথে যোগাযোগ করতাম,
    প্লে স্টোরে অ্যাপ্স পাবলিশের বিষয়ে..
    আশা করি,
    আমার কথায় সাড়া দিবেন।
    1. Avatar photo Md Rasel Hossain Author Post Creator says:
      পোস্টের সর্বনিম্মে আইডির লিংক আছে, খেয়াল করে দেখুন।
      fb.com/98rasel

Leave a Reply