#TrickBDCompetition
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি এতদিন ভালো ছিলাম না। কারণ, গত ১৩ দিন আমার পরীক্ষা চলছিল। এলার্ম দিয়েও সকাল সকাল জেগে উঠতে পারতাম না, ঘুমের মধ্যেই এলার্ম অফ করে দিতাম। তো আজ আমার বড় ভাইয়া একটা এলার্ম অ্যাপের কথা বললেন যেটা ১০০% কার্যকরী। এই পোস্টে আপনাদের সাথে ঐ অ্যাপের ফুল রিভিউ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক।
অ্যাপের নাম: Alarmy
সাইজ: ২০এমবি প্রায়।
প্লেস্টোর লিঙ্ক: এখানে ক্লিক করুন
ধরে নিলাম আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন। ওপেন করে নিচের মতো আসলে I’d love to find out! এ ক্লিক করুন।
পরবর্তী পেজে আসার পর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি সময়মতো ঘুম থেকে উঠেন কি না। আমি Never সিলেক্ট করেছি। আপনি যদি মাঝে মাঝে ঠিকমতো উঠেন তাহলে Sometimes সিলেক্ট করতে পারেন।
এই পেজে আপনি এলার্ম অফ করতে হলে কোন ধরণের মিশন পাস করতে চান তা সিলেক্ট করুন। আমি Yes, I need a challenging one সিলেক্ট করলাম।
এই পেজে আপনাকে এলার্মের লাউডনেস সিলেক্ট করতে বলবে। আমি সাজেস্ট করবো Fairly loud সিলেক্ট করার জন্য।
এবার নিচের মতো পেজ আসলে SET ALARM এ ক্লিক করুন।
নিচের পেজে আপনি এলার্ম টাইম, রিপিট, এলার্ম টোন, টোন ভলিউম, ব্রাইব্রেশন অন/অফ, স্নোজ টাইম সিলেক্ট করে নিবেন।
নিচে দেখানো অ্যারোতে ক্লিক করে আপনি মিশন পরিবর্তন করতে পারবেন।
সবকিছু ঠিকঠাক সেট করা হয়ে গেলে Ok তে ক্লিক করে এলার্ম সেভ করে নিন।
এলার্মের সময় হলে অ্যালার্ম বাজবে। আর Snooze, Dismiss অপশন আসবে।
Dismiss ক্লিক করলে নিচের মতো তিনটি ম্যাথ আসলে সল্ভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সল্ভ না করবেন ততক্ষণ পর্যন্ত এলার্ম অফ হবে না। তাই আপনি ঘুমোতেও পারবেন না। আর ম্যাথগুলো করতে আপনার ২/৩ মিনিট সময় লাগবে, আর এর মধ্যেই আপনার ঘুম চলে যাবে।
তবে মিশন টাইম লিমিট আপনি Settings>>Mission থেকে পরিবর্তন করতে পারবেন।
আরো কিছু টুকিটাকি আপনি অ্যাপ ডাউনলোড করলেই বুঝতে পারবেন। তো আপনার যদি অ্যালার্মে ঘুম না ভাঙে তাহলে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করবেন।
বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখে নিন:
আজকের মতো এতটুকু। পরবর্তী পোস্টে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন।
9 thoughts on "আপনার কি এলার্মে ঘুম ভাঙে না? তাহলে এই অ্যাপটি আপনার জন্য।"