ফোনের স্ক্রিনে অনেক রকম এড আসে যা খুব বিরক্তিকর। আবার অনেক সময় দেখা যায় নেট অন করলেই অটোমেটিক অনেক কিছু ডাউনলোড হয়ে যায়। এর কারণ হল আপনি যে তৃতীয় পক্ষের ফ্রি অ্যাপ গুলো ব্যবহার করেন ঐসব অ্যাপ থেকে এড শো করে। আপনি যদি এড থেকে সাধারণভাবে মুক্তি পেতে চান তাহলে আপনাকে পেইড অ্যাপ ব্যবহার করতে হবে। কিন্তু এতে আমাদের টাকার প্রয়োজন। তাই আজ আপনাদের জন্য Adguard Primium অ্যাপ নিয়ে আসলাম। এই অ্যাপ আপনাকে সকল এড থেকে মুক্তি দিবে।

রুট, নন রুট

যারা ফোন রুট করতে জানে বা রুট করে ব্যবহার করে তারা এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক পদ্ধতি ব্যবহার করে কিন্তু যারা রুট ইউজার না তাদের কিছু করার থাকে না। হয়ত অনেক অ্যাপ পাওয়া যায় কিন্তু তা সঠিকভাবে কাজ করে না।
তাই রুট ও নন রুট ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। এটি খুব শক্তিশালী ad blocker যে কোন ধরনের এড ব্লক করতে সক্ষম।

সুবিধা

  •  এর মধ্যে রয়েছে ইন্টারনেট Firewall  ফলে আপনার অনুমতি ছাড়া কোন অ্যাপ ডাটা ব্যাবহার করতে পারবে না।
  • আপনার প্রয়োজন অনুসারে ফিল্টারিং করতে পারবেন।
  • রয়েছে এড blacklist/whitelist
  •  সিকিউর ব্রাউজ।
  • ট্র্যাকিং ব্লক।
  • প্রিমিয়াম ভার্সন নানা সুবিধা রয়েছে যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন।এটি প্রিমিয়াম ভার্সন মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে আপনাকে ডলার খরচ করতে হবে। তাই আপনাদের জন্য ফ্রিতে নিয়ে আসলাম।

Adguard 3.3.60 Premium (Nightly) ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।

কিভাবে ব্যবহার করবেন?

ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড ফাইল লোকেশান থেকে অ্যাপ্লিকেশান ইন্সটল করুণ। আপনাদের  ScreenShot দেখানো হয়েছে।

এরপর নীচে দেখানো অপশনে ক্লিক করুণ।

https এ ক্লিক করুণ। on করুণ।

 

আপডেট চেক করে নিন। এই অ্যাপ্লিকেশান যে নতুন আপডেট করা তা বুঝতে পারবেন। এরপর Extensions অন করে নিন।

সেটিং থেকে সবকিছু চেক করে নিন।

এখন এড আপনাকে আর বিরক্ত করতে পারবেনা। এছাড়াও আপনি সবকিছু মনিটর করতে পারবেন।

অনেকে আমাকে রিকুয়েস্ট করেছে যে এড ব্লক নিয়ে টিউন করতে, তাই যারা জানেনা তাদের জন্য এই টিউন। যারা নতুন ব্যবহারকারী বা আজ মোবাইল ব্যবহার করা শুরু করেছেন তাদের হয়ত সমস্যা হতে পারে তাই আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি।

ডাউনলোড করতে সমস্যা হলে নীচের লিংক থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড

অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।

অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ  অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।

লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।

ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।

বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।

শেষ কথা

অনেকে কমেন্ট করে বলেন যে, এই সম্পর্কে জানি/ এটা কোন টিউন/ পারলে নতুন কিছু দেন/ কি পোস্ট করেছেন। হয়ত আপনারা আমার বড় ভাই বা ছোট ভাই হতে পারেন। আপনি যা জানেন হয়ত অন্যজন তা জানেনা। আমার টিউন হয়ত একজনের উপকারে আসতে পারে। সেটা চিন্তা করবেব। নিজে যখন জানেন তাহলে অন্যকে জানার সুযোগ করে দিন।

ভাল লাগলে চ্যানেলটি দেখে আসতে পারেন। Subscribe করুণ।

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

 

 

 

14 thoughts on "Adguard 3.3.60 Premium (Nighty) আপডেট ভার্সন নিনে নিন। বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য।"

  1. MD FAYSAL Contributor says:
    YouTube add Bondo hobe??
  2. MD FAYSAL Contributor says:
    YouTube add Bondo hobe??
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      হা হবে
  3. MD Nazim Author says:
    এটা কেমন লিংক ব্রো?? এই লিংক থেকেতো এপ্স ডাওনলোড করা যাই না!!
    ঘুগল ড্রাইবের লিংক দেন!!
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      ব্রো একটু কষ্ট করে বলবেন কি আপনি কোন ব্রউজার দিয়ে ডাউনলোড করার চেষ্টা করেছেন?
  4. MD Nazim Author says:
    UB ব্রাউজার
  5. MD Nazim Author says:
    UC ব্রাউজার দিয়ে
  6. MD Nazim Author says:
    ইউসি ব্রাউজার
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      chrome use korun dekben kaj korbe.
  7. MD Nazim Author says:
    সব সময় ঘুগল ড্রাইব লিংক দিবেন তাহলে সবার ডাওনলোড করতে শুবিধা হবে!!
  8. Shawon Mojumdar Contributor says:
    Rabbi vai apnar sathe kichu kotha chilo. apnar fb id link den vai
  9. shimul Contributor says:
    Apps er ads bondho hobe

Leave a Reply