আজ যে এপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা সবারই চেনা, তার পরেও যারা নতুন আসেন তাদের জন্য সামান্য কুশল বিনিময় করতে হয়।  আপনার যদি একই মোবাইলে দুইটি এপস (ফেসবুক, ইন্সটাগ্রাম, ক্লাশ অফ ক্ল্যান, পাবজি) চালাতে চান তাহলে এই এপস এর বিকল্পনেই, আসলে বিক্লপ নেই বললে ভুল হবে আরও অনেক এমন এপস আসে, যারা আপনাকে একই মোবাইলে একাধিক এপস ব্যবহার এর সুজুগ করে দিবে তবে তাদের ভিতরে এই Parallel Space বেস্ট বলা চলে আমার মতে।

আপনি ইচ্ছা করলে একের অধিক ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, আরও যত হাবিজাবি আসে সব গুলোর একের অধিক একাউন্ট করতে পারবেন এই এপস দ্বারা অনায়াসে, সো যাদের এই রকম ব্যবস্থার দরকার তারা এই এপস ব্যবহার করতে পারেন, আর সাথে আমি ৩টি প্রো ভার্সন নিয়ে এসেছি  লাইট ভার্সন, ৬৪বিট ভার্সন এবং নরমাল ভার্সন।  আপনার যেটা ভাল লাগে সেইটা ব্যবহার করতে পারেন।

কি কি ফিচারস আসে এই এপসঃ

  • আপনি প্রতিটি প্লাটফর্মের জন্য নির্দিস্ট মেমোরি র‍্যাম নিধারন করে দিতে পারবেন
  • স্মুথ পার্ফমেন্স
  • প্রাইভেট এবং পাবলিক ভার্সন
  • ইচ্ছা মত কাস্টোমাইজ করতে পারবেন
  • আর কিছু মনে আসছে না, ব্যবহার করে আমাকে জানান

প্রিমিয়াম, মুড, লাইট ফিচারাসঃ

  • সকল প্রকার বিজ্ঞাপন রিমুভ করা হয়েছে
  • সকল প্রকার প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে
  • ৬৪বিট এন্ড্রয়েডের জন্য ব্যবহার করার ব্যবস্থা করা আসে
  • ইন এপ পারচেস আনলোক করা আসে

ডাউনলোড করুন

প্রো ভার্সন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download


লাইট ভার্সন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download


৬৪বিট ভার্সন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।

6 thoughts on "[Parallel Space Pro MOD & Lite] ব্যবহার করুন ডাবল এপস এবং একাউন্ট এক মোবাইলে Parallel Space ৮০০টাকার প্রিমিয়াম ভার্সন নিয়ে নিন ফ্রিতে"

  1. Abdullah Al Faruque Author says:
    রুটেড অ্যান্ড্রয়েডে কি প্যারালাল স্পেসে বিকাশ অ্যাপ ইউজ করা যাবে?!..
    1. Masum Khan Author Post Creator says:
      Yes
  2. Konta beshi valo hobe.
    Pro ?
    Naki 64 bit?
    1. Masum Khan Author Post Creator says:
      Apnar mobile ar configuration kemon? Jodi valo hoi to Pro ta recommend korbo
  3. MD Nazim Author says:
    আপনি এগুলো কি আজে বাজে লিংক দেন ব্রো! আপনি ঘুগল ড্রাইবের লিংক দিলে সমস্যা কি??
    কি লিংক কত গুলো দিয়ে রাখছেন একটা থেকেও ডাওনলোড করা যাই না!!
    1. Masum Khan Author Post Creator says:
      Vai ami porsi ak bipode ai karone ai file hoster upload dite hosse, tara amake premium membership diase, vai ar duita file upload kore pore ato nice akta file hoster file upload korbo, dekhle nachben, sorry for this inconveniences

Leave a Reply