আমি রিফাত আবার আপনাদের কাছে নিয়ে এলাম একটি দারুন জিনিস নিয়ে।
তা হলো Rubik’s Cube এর সমাধান।
আমরা সবাইই জানি Rubik’s Cube সমাধান করা আমরা যারা না জানি তাদের কাছে খুবই কষ্টের ব্যাপার। যা আসলেই সত্য।হ্যা আমাদের মতো মানুষের জন্য আমি একটি অ্যাপ পেলাম।যা আমাদের খুব উপকার করবে।আসলেই আমি তা ব্যবহার করেছি এবং সঠিক সমাধান পেয়েছি।তাই আমি আপবাদের কাছে অ্যাপটি সেয়ার করলাম।তাহলে চলুন আসল টিউনে চলে আসি।

প্রথমে Play Store এ যেয়ে CubeX লিখে Search করুন এবং প্রথমের অ্যাপটি ইন্সটল করে নিন।

এরপর দেখতে পাবেন অ্যাপ এ manual এবং ক্যামেরার আপশন আছে।যা দিয়ে আপনি আপনার কিউবের কালার এর পজিশন খুব ভালোভাবে লাগাতে পারবেন।

তারপর Solve বাটনে ক্লিক করলে অ্যাপটি দেখিয়ে দিবে সবচেয়ে কম কত মুভে আপনি কিউবটি সমাধান করতে পারবেন।

এবং সবশেষে ৩ডি এর মাধ্যমে আপনাকে কিউব সমাধান করার সিস্টেম দেখিয়ে দিবে।যা আপনি খুব সহজেই করে সমাধান করে নিতে পারবেন।
আজকের টিউন এখানেই শেষ।

4 thoughts on "Rubik’s Cube সমাধান করুন সূত্র না জেনে তাও আবার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।"

  1. Sadikur Rahman Author says:
    Oitato Softwore deya kora .. ami nije amnite korko kibhabe?
    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      এর জন্য আপনাকে কিছু রুল জানতে হবে।
      টিউটোরিয়াল আনব সামনে।
    2. Re_imroj Contributor says:
      এটার জন্য আপনাকে কয়েকটা সূত্র জানতে হবে তাহলে আপনি নিজেই মিলাতে পারবেন। প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

Leave a Reply