সকল ব্লগারের প্রত্যাশিত blogger অ্যাপ নিয়ে এলো নতুন আপডেট! ব্লগার গুগলের অন্যতম জনপ্রিয় একটি   অ্যাপলিকেশন।যেখানে লেখালেখি করে অর্থ আয় করা যায়।শুধু তাই নয়।এটা বিনামূল্যে,ফিচার, সিকিউরিটির কথা আপনার অবশ্য জানাই আছে।
অনলাইনে ইনকাম করার শখ অনেকেরই।অনলাইন জীবনের প্রথমে ভুল লোকের নির্দেশে অধিকাংশ লোকই প্রতারিত হয়ে থাকেন। যেখানে ব্লগার একটি বিশ্বাসযোগ্য প্লাটফর্ম।
গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করার পর থেকে অবিশ্বাস্যভাবে বাংলাদেশে ব্লগারের সংখ্যা বাড়ছে।
তো যাই হোক,মূল কথায় আশা যাক।যারা ইন্টারনেট ক্রয় করে ব্লগার চালায় এবং সময় বাচাতে চায় তারা ব্লগার অ্যাপ ব্যবহার করে থাকে।যদিও এতদিন ব্লগার অ্যাপ ছিলো কিন্তু এতে ইউজারেরা তুষ্ট ছিলো না।
তার বড় কারন অ্যাপ আপগ্রেড।গুগলের অন্যান্য অ্যাপের মতো এই অ্যাপটি আপডেট হতো না।প্লে-স্টোরে বিভিন্ন লোক-জন ব্লগার আপগ্রেড চেয়ে রিভিউ করেছিলো কিন্তু কাজ হয়নি।
আমি নিজেও রিভিউ করেছিলাম।সম্পতি গুগল ব্লগার অ্যাপটিকে আপগ্রেড করেছে।
নতুন এই ব্লগার অ্যাপটি ১০ মেগাবাইট এর মতো হবে হয়তো।এই আপগ্রেড এ কিছু পরিবর্তন এসেছে অ্যাপটিতে।চাইলে নিচের লিংক থেকে ব্লগার অ্যাপ টি আপডেট করে নিতে পারেন।


নিচে কিছু স্কিনশট দিয়ে দিচ্ছি দেখে নিন।
ব্লগার নিয়ে আমি অনেক আর্টিকেল লিখেছি ব্লগ-সাইটে চাইলে দেখে আসতে পারেন।
হয়তো আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে।ব্লগার সমন্ধে যেকোনো প্রশ্ন  আমাকে করতে পারেন।আমি আপনার প্রশ্নের যথাসম্ভব উত্তর দেয়ার চেস্টা করবো।

10 thoughts on "ব্লগার অ্যাপ নিয়ে এলো নতুন আপডেট!"

  1. ব্লগারের এপসে এখনো কাজ শেষ হয়নি।
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      প্রমাণ দিয়ে কথা বলুন
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    nice income Kora Jai Vai bloger theke!?
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      হ্যা ভাই ইনকাম করা যায়।ভালো জনপ্রিয় করে তুলতে পারলে ক্যারিয়ার গড়াও সম্ভব
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      প্রমান দিয়ে কথা বলুন
  3. অ্যাপের কি আপডেট হলো সেটাই তো বললেন না ?
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      নান্দনিক রুপ ছাড়া কিছুই আপডেট হয়নি
  4. Avatar photo Soyon Contributor says:
    Amar Bolg A Categorise Dekhai Na,,,
    Povlem Ki Hote Pare
    #Help
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      ক্যাটাগরি গেজেট যোগ করুন তা না হলে টেম্পলেট এ সমস্যা থাকতে পারে।

Leave a Reply