আজকে একটি লিজিন্ডারি ভিডিও এপস নিয়ে কথা বলতে যাচ্ছি, বলতে গেলে খুব জনপ্রিয় একটি ভিডিও ইডিটর। আমি সাধারনত পিসিতে সব প্রকার ভিডিও ইডিটিং করে থাকি যেই কারনে এই এপস তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এর গুনগান অনেকের কাছে শুনেছি তাই ভাবলাম আজ শেয়ার করে দেই।  আর সেই মতে আজ এই নিয়ে লেখা আশা করি ভালো লাগবে।

ভিভাভিডিও খুব জনপ্রিয়তা পাওয়ার কারন হচ্ছে এর ফিচারস গুলো, তবে বেশির ভাগ ফিচারস গুলো কিনতে বলা হয় যা বাংগালীদের মানহানির ব্যাপার তাই আমরা তা ব্যবহার করা থেকে দূরে থাকি, তবে আমি আজ প্রো ভার্সন শেয়ার করছি তাই আশা করি কারও মানহানি হবে না।  আপনি এই এপসটি দিয়ে বিভিন্ন ল্যায়ারের মাধ্যমে আপনার ভিডিও ইডিট করতে পারবেন যেমনটা পিসিতে এডোব এর প্রিমিয়ার, আফটার ইফেক্টে করা যায়।  আসলে এই এপসটা অনেকটা পিসি ভিডিও ইডিটিং এপস গুলোর মত বিভিন্ন ফিচারস আসে আর সেই কারনে আজ এত জনপ্রিয়।

এই ভিভাভিডিও এর ফ্রি ভার্সন গুগল প্লেতে ১০কোটি বার ডাউনলোড হয়েছে এবং এর ভিতরে ৮০ টাকা থেকে ৫২০০ টাকা পর্যন্ত ইন এপ পারচেস আসে কিন্তু আমি আপনাদের সাথে প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি তাই টাকা কথা ভুলে যান।  এটি এপস এর ৭.১১.৫ ভার্সন চলেছে আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানে লেটেস্ট ভার্সন।  এবার চলুন দেখি কি কি ফিচারস আসে এই ভিডিও ইডিটর এর

সাধারন ফিচারস সমূহুঃ

  • মাল্টি লেয়ার এর মাধ্যমে আপনার ভিডিও ইফেক্ট দিতে পারবেন
  • এই এপস আপনি ফ্রি ভিডিও ও মিউজিক পাবেন যা আপনার ইডিটিং লাগতে পারে
  • সঠিক ট্রিমিং
  • ইডিটিং এর সাথে সাথে প্রিভিও দেখতে পারবেন
  • অডিও ফিলটার সাথে ভয়েজ চ্যাঞ্জার
  • Blur, mosaic ইফেক্ট
  • Animation এবং styles
  • ভলিউওম ইনভল্প
  • একই সাথে আপনি এই এপস দিয়ে ভিডিও ইডিটিং এর কাজও করতে পারবেন

প্রিমিয়াম ভার্সনে কি রয়েছেঃ

  • নো ওয়াটারমার্ক
  • বিজ্ঞাপন রিমুভ করা আসে
  • আনলিমিটেড ভিডিও এর সাইজ করতে পারবেন
  • হাই কোয়ালিটি HD রেজুলেশনে আপনার ভিডিওটি সেভ বা এক্সপোর্ট করতে পারবেন
  • সকল প্রকার ইফেক্টস আনলোক করা আসে

মুড ভার্সনে কি রয়েছেঃ

  • ভিআইপি ভার্সন আনলোক করা আসে

ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

গুগল প্লে স্টোর ১ঃ Google Play

গুগল প্লে স্টোর ২ঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।

9 thoughts on "[VivaVideo PRO Video Editor HD] ৫২০০টাকার প্রিমিয়াম ভিডিও ইডিটরটি একদম ফ্রিতে না কোন ওয়াটামার্ক, সাথে HD ভিডিও এক্সপোর্ট"

    1. Masum Khan Author Post Creator says:
      Thank you so much
  1. The Ordinary One Author says:
    ট্রিকবিডিতে পোস্ট ভালো হলে মানুষ আর ধন্যবাদ জানাইনা ।খারাপ হলে আপনার গোষ্ঠি উদ্ধার করে দিত
    1. Masum Khan Author Post Creator says:
      কথা শতভাগ সত্য, কুকুর কামড়ালে আমরা কি তাই বলে কুকুর কে কামড়ে দিব? ধন্যবাদ অসাধারণ একটি মন্তব্য এর জন্য
  2. Anas Contributor says:
    ভালো পোস্ট ভাই
    1. Masum Khan Author Post Creator says:
      ধন্যবাদ মন্তব্য করার জন্য।
  3. MD_Tuofiq Contributor says:
    acmarket আসছে
    1. Masum Khan Author Post Creator says:
      Bujhlam na
  4. Fnc+Faruk Contributor says:
    ডাউনলোড করতে পারি না কেনো

Leave a Reply