আজকে যে ভিপিএন নিয়ে কথা বলতে যাচ্ছি প্রধান দুইটি বিষেশ ফিচারস হলো সুপার ফাস্ট এবং স্পেশাল ভাবে পাব্জির জন্য বানানো হয়েছে, আরও বড় কথা হলো এটি খুব সদ্য রিলিজ পাওয়া ভিপিএন যার কারনে আপনি যেকোন সার্ভারে পাবেন হাই স্প্রিড, আর যারা PUBG ওয়ালা আসেন তাদের জন্য কথাই নাই। তবে কথা হচ্ছে ভিপিএন নিয়ে আর কি কথা বলা যায়?
এখন পর্যন্ত আমার থেকে ৬টারও বেশি ভিপিএন নিয়ে পোস্ট হয়েছে তাই ভিপিএন কি এনিয়ে আর কি বলব? তারপরেও বলতে হয়, ভিপিএন মূলত আপনার ইন্টারনেট এর পরিচয় গোপন রাখার কাজ করে থাকে, সেই সাথে আপনার প্রোটেকশন ও দিয়ে থাকে তবে ভিপিএন ভেদে এদের ফিচারস ও গুনগত মান এর পার্থক্য হয়ে থাকে। তাই আজ দেখা যাক এই ভিপিএন এর কি কি গুনাবলি আসে।
এই ভিপিএন এর ফ্রি ভার্সন গুগল প্লেতে ১লাখ বার ডাউনলোড হয়েছে এবং এর ভিতরে ৩০০ টাকা থেকে ইন এপ পারচেস আসে কিন্তু আমি আপনাদের সাথে প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি তাই টাকা কথা ভুলে যান। এটি এপস এর ১.৯.৫২ ভার্সন চলেছে আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানে লেটেস্ট ভার্সন। এবার চলুন দেখি কি কি ফিচারস আসে এই ভিপিএনটিতে
সাধারন ফিচারস সমূহুঃ
- সারা বিশ্ব জুরে এদের ১৩৪০ সার্ভার আসে তাই সার্ভার নিয়ে চিন্তার কিছু নাই আর ২০+ দেশ কভার করে ফেলেছে
- এই ভিপি এর সব চেয়ে বেশি ভালো বা বেস্ট ফিচারস হলো PUBG খেলার জন্য বানানো হয়েছে, যে কারনে আপনি পাবেন আল্ট্রা ফাস্ট স্প্রিড
- সব প্রকার নেটওয়ার্কে ব্যবহার করা যাবে
- স্ট্রাইক নো লোগ পলিসি
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- আনলিমিটেড সার্ভার
- নো রেজিশট্রেশন
- বেস্ট ফিচারস হলো আল্ট্রা হাই স্প্রিড
- স্ট্রাইক নো লগ পলিসি (এরা আপনার ভিপিএন ব্যবহার এর কোন তথ্য রাখেন না)
- ফাস্ট সার্ভার কানেক্ট
প্রিমিয়াম ও মুড ভার্সনে কি রয়েছেঃ
- আনলিমিটেড স্প্রিড লিমিট
- সকল প্রকার প্রিমিয়াম ফিচারস আনলোক করা
- সকল প্রকার বিজ্ঞাপন রিমুভ করা আসে
- ৬৪বিট ও ৩২বিট সব স্মার্টফোনে ব্যবহার করা যাবে
- ফাস্ট সার্ভার কানেক্ট
ডাউনলোড করুন
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
সৌজন্যঃ MKsOrb.Com
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু। টাটা
আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।
10 thoughts on "[Shuttle VPN Pro Mod] PUBG জন্য বেস্ট ভিপিএন ৩০০টাকার এই সুপার ফাস্ট ভিপিএনটির প্রিমিয়াম ভার্সন নিয়ে নিন একদম ফ্রিতে সাথে রিভিও [14MB]"