আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও ইডিটিং এর সেরা একটি এন্ড্রোয়েড অ্যাপের আন-অফিসিয়াল ভার্সন ফ্রিতে। যাই হোক মুল বিষয় দিকে যাই।

VideoShow হচ্ছে একটি ভিডিও ইডিটিং সফটওয়্যার । যেটা খুবই ছোট, সিম্পল, ইজি এবং লাইটওয়েট একটি সফটওয়্যার । খুব সহযেই আপনি আপনার ভিডিও তৈরী করে সেটা ইডিট করে ফেলতে পারবেন এর মাধমে । যারা সুন্দর ভাবে ভিডিও ইডিট করতে পারেন না, তারা খুব সহযেই এই VideoShow অ্যাপটি ব্যবহার করে খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি ভিডিও তৈরী করে ফেলতে পারবেন ।


এই অ্যাপটির ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুটোই আছে। কিন্তু আপনি ফ্রি ভার্সনের তুলনায় পেইড ভার্সনে বেশি সুবিধা পাবেন। আপনি পেইড ভার্সনটি ব্যবহার করতে চাইলে সেটা আপনাকে কিনে নিতে হবে। কিন্তু আমি আজকে আপনাকে পেইড ভার্সনটি সম্পূর্ন ফ্রিতে দিয়ে দিবো। এই অ্যাপটি 2013 সালে সর্বপ্রথম প্লে স্টোরে পাবলিশ করা হয়। এখন পর্যন্ত অ্যাপটি 100 মিলিয়নের বেশি বার মানুষ ডাউনলোড করেছে প্লে স্টোর থেকে। বর্তমানে প্লে স্টোরে অ্যাপটির রেটিং 4.6★

VideoShow অ্যাপটি আপনি যেকোনো ভিডিও ইডিট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওকে করে তুলতে পারবের আগের থেকে আরো আকর্ষণীয়।  সো চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আছে এই অ্যাপটিতে।


প্রধান ফিচারসঃ

  • প্রিমিয়াম পিকচার
  • ইমপোর্ট মিউজিক এবং ফ্রন্ট
  • Support exporting 1080p video
  • অনলাইনে প্রজেক্ট সেব করা যাবে।
  • ভয়েস রেকোর্ড করা যাবে।
  • সাপোর্ট 4K ভিডিও
  • ফ্রি ফটোর লাইব্রেরি
  • সরাসরি পাবলিশ করা যাবে নেটে।
  • 20 FX Effects in one video

মোড ফিচারসঃ

  • ফুল ভার্সন আনলোকড
  • সকল অ্যাডস রিমুব
  • নো ওয়াটারমার্ক

তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও VideoShow অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে আপনি অনেক উপকৃত হবেন । আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।


ডাউনলোড করুন

ডাউনলোড ফ্রম (ড্রাইব): Download Now

প্রিমিয়াম সোর্সঃ VideoShow Paid Version For Android


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিলো অ্যাপটি ইনস্টল করার পদ্ধতি

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।


Follow Us


3 thoughts on "[?VideoShow Pro 8.6?] ব্যবহার করুন এন্ড্রয়েডের সেরা ভিডিও ইডিটিং এপস এর প্রিমিয়াম ও মুড ভার্সন ফ্রিতে আর তৈরি করুন ওয়াটারমার্কবিহিন প্রফেশনাল মানের ভিডিও"

Leave a Reply