গুগল খুব জনপ্রিয় এবং বিশ্বের অনেক বড় একটি প্রতিষ্ঠান। বর্তমান যুগের মানুষ কম বেশি সকলোই গুগলের সঙ্গে পরিচিত। 
গুগল হলো একটি অনলাইন সার্চ ইঞ্জিন, তবে সার্চ ইঞ্জিনের পাশাপাশি গুগলের রয়েছে নানান ধরণের পোডাক্ট। 

গুগলের প্রত্যেকটা জিনিসি সকলের কাছে অনেক প্রিয়, বর্তমানে বিশ্বের #১ রেংকে থাকা সাইট #Google। 
তাছাড়া শুধু সাইটই নয় গুগলের রয়েছে অসাধারণ কিছু এপস, যেগুলো প্রত্যাহিক জীবনে চলতে ফিরতে মানুষকে নানাভাবে সাহায্য করে,
উদাহরণ সরূপঃ #Google Map #Youtube #Gmail

একটু চেয়ে দেখলেই জানতে পারবো যে, আমাদের জীবনে গুগলেরও অনেকটা প্রভাব রয়েছে।  একজন সন্তান বাবা-মা কে যতোটা বিশ্বাস করে, বর্তমান যুগের মানুষ ঠিক সেরকমই গুগলকেও বিশ্বাস করে। 

আজকে আমি আপনাদেরকে যেই এপসটির কথা বলব, সেটা হলো Bolo এপস।  এপসটি সবচেয়ে বাচ্চাদের কাজে লাগবে বেশি, বাচ্চারা অনেক সময় পড়ালেখায় মন বসাতে পারে না, তবে গুগল এপস অনেকটা সহজ। 

এপসটিতে রয়েছে অসাধারণ কিছু সুবিধা, আসুন জেনে নেই সুবিধা গুলো কি কি? 

১! দিয়ার সঙ্গে পড়তে পারবেন। 
=>দিয়া হলো এপসটির টিউটর একজন মানুষকে একজন শিক্ষকের মতো সাহায্য করবে এই দিয়া মেয়েটি। 
২! বাংলা, ইংরেজি যেকোনো ভাষাতে পড়তে পারবেন। 
=>এপটিতে রয়েছে কিছু ভাষা যেকোনো বই কে এসব ভাষায় অনুবাদ করে পড়া যাবে। 
৩! এই এপসটি অফলাইনে কোনো নেট ছাড়া ব্যবহার করতে পারবেন। 
=>শুধু মাত্র কয়েকটা বই ডাউনলোড করে রেখে দিবেন, পরবর্তীতে কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই এপসটি ব্যবহার করতে পারবেন। 
৪! বাচ্চাদের উৎসাহ করার জন্য রয়েছে গিফট স্টার। 
=>বাচ্চারা যেনো পড়তে আরো ভালোবাসে তাই এপসটিতে আছে অনেক গুলো উপহার। 
৫! অসাধারণ গল্পের বই এবং গেম। 
=>এপসটিতে রয়েছে অসাধারণ মহাদার গল্পের বই, তাছাড়া বাচ্চাদের আরো আনন্দ দিতে আছে গেম। 

এবার আসুন গেমটির কিছু স্ক্রিনসট দেখিঃ




পড়ুন দিয়ার সঙ্গে। একজন শিক্ষক। 



অনেক গুলো ভাষায় শিখুন জানুন। 



যেই লাইনটি পারবেন সেটা সবুজ হয়ে যাবে, যেটা পারবেন না দিয়া সাহায্য করবে। 



প্রতিদিনই নিত্য নতুন গল্পের বই। 



রয়েছে স্টার গিফট। 



পড়ার সঙ্গে সঙ্গে আছে গেম। 



রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। 

স্ক্রিনশট দেখে কি রকম মনে হলো? 
=>হয় তো ভালো। 

ভালো হওয়ারই কথা গুগলের জিনিস সব সময় ভালোই হয়, এপসটি একদম নতুন এরকম বলব না এপসটি প্রায় ৮মাস আগের পুরোনো। 
আসলে আমি হঠাৎ একদিন গুগলের এডস এ এপসটি দেখি, দেখে সাথে সাথে ডাউনলোড করি, আমার অনেক ভালো লাগে এপসটি তাই রিভিউ করলাম,

স্ক্রিনশট দেখে না বুঝলে সরাসরি ভিডিওটি দেখুন,
Bolo: Learn with google in bolo Reviews :


এপসটির বিষয় বলে দিলাম, এপসটির স্ক্রিনশট দেখিয়ে দিলাম, এমনকি এপসটির একটি রিভিউ ভিডিও দিলাম,
আশা করি এপসটি ভালো লাগবে,

এবার আসুন এপসটির বিষয় জানিঃ

Name : Bolo: Learn to read with Google
Support : Android
File Type : APK
Release : Nov,04,2019
Version : 0.5.277445714 release_armeabi_v7a
Offered By : Google LLC
Size : 42.39 MB

তাহলে আর জানা জানির কিছু নেই সরাসরি ডাউনলোড করে নেই আসুন,



ধন্যবাদঃ

Website, WordPress, Blogger, Adsense, Android Tips, Website Tips
নানান বিষয়ের সাহায্য পেতে এখনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিদিন নতুন কিছু করুন। 



সৌজন্যেঃ TwiceBD.Com




































11 thoughts on "Bolo: Learn to read with Google | New apps reviews."

    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
  1. mizanur1 Contributor says:
    ভাই, আমি কোনো VPN Connected না। তারপরও Play store থেকে এপ্স টা install করতে গেলে লেখা আসে “This Item isn’t available in your county.”
    এখন কি করবো??
    1. Fahim Contributor says:
      noton google account khulen..
    2. Md Baijit Bustami Author Post Creator says:
      Eta apnar login kora gmail er somossa may’be.
      Onno account login korun.
      Othoba location on kore download korun.
    3. mizanur1 Contributor says:
      @Md Baijit Bustami Ok
  2. SR Riyad Contributor says:
    tnx for ur info….
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Wellcome.
  3. Rifat Boss Contributor says:
    আমার নিজের নামে উদ্যোক্তা সিমটি করতে চাই কি করতে হবে জানালে ভালো হতো, 01672626714
    আমার পার্সোনাল নাম্বার

Leave a Reply