ট্রিকবিডির সকল ভিজিটরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে অাসলাম রোমান্টিক ভালেবাসার গল্পদিয়ে সাজানো অসাধারণ একটি ভালেবাসার গল্প অ্যাপ্লিকেশন।এই অ্যাপে সব গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে এখানে গল্প শেয়ার করে,
আশা করি এই অ্যাপটির সব গল্পগুলো আপনাদেরও ভালো লাগবে।তাই আর দেরি না করে এখুনি ডাউনলোড করে ফেলুন।
আর হ্যা আমি এই অ্যাপ নিয়ে এর আগেও একটা পোস্ট করেছিলাম আজ আবার আপডেট ভার্শন টা শেয়ার করলাম।
আপনারা অনেকেই আছেন গল্প লিখতে ভালোবাসেন। আপনারা চাইলে আপনার লেখা আমাদের এই অ্যাপে শেয়ার করতে পারেন।
>>>>এক নজরে দেখে নিন এই অ্যাপ্লিকেশন এ কি ধরণের ভালোবাসার গল্প থাকছেঃ
ডাউনলোড করুনঃ
বিদ্রঃ আপনারা চাইলে আপনাদের লেখা ভালোবাসার গল্প এই অ্যাপ শেয়ার করতে পারেন।কিভাবে শেয়ার করবেন বিস্তারিত জানতে তাদের ফেসবুক পেজ এ মেসেজ করুনঃ
সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পোষ্ট নিয়ে।
50TK Free bonus সাথে দিনে ২০০-৩০০ টাকা আয় করার সুযোগ।
স্টুডেন্ট দের জন্য আমার এই ছোট্ট প্রচেস্টা।
রিং আইডি কি?
রিং আইডি একটি প্রতিষ্ঠিত কোম্পানি আগে আপনারা দেখেছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচে স্পন্সর পর্যন্ত করেছে।সুতরাং কোনো ভাওতাবাজি কোম্পানি নয় এটা।
এটি ফেসবুকের মত বাংলাদেশী সোশ্যাল মিডিয়া।এখানে হুবুহু ফেসবুকের মত মেসেজিং, কলিং, লাইভ ভিডিও এমনকি লাইভ টিভি দেখা থেকে শুরু করে টিকেট কাটা, রেজাল্ট দেখা সহ বহু আকর্ষনীয় ফিচার আছে।
রিং আইডির মার্কেটিং এর জন্য বেকার যুবকদের আয়ের সুযোগ করে দিয়েছে।
★কোথায়_পাবেন? কিভাবে এপ্সটি ইন্সটল করবেন:
প্রথমে Play store থেকে link:Join me in ringID for livestream, voice & video calls and more. Use my ringID 12044567 to thank me for referral. Get yours now from: http://www.ringid.com/dl ডাউনলোড করার পর এপ্সটি ওপেন করবেন মাত্র ২২ এম্বি।জীবনে কত এম্বিই তো নস্ট করলেন।
★এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে Send বাটিনে ক্লিক করবেন।
★সিম মোবাইলে থাকলে একাই ভেরিফাই হবে।
★তারপর password দিতে বলবে।
এখানে Skip করবেন।পাসওয়ার্ড লাগেনা বা এটা আপনার ইচ্ছা।
★এরপর কয়েকটি ছবি আসবে এগুলো স্লাইড করে সরাবেন
★ অতঃপর Add Refer নামে একটা box আসবে।
এখানে 12044567 এই সংখ্যাটি দিয়ে Refer Now তে ক্লিক করবেন।
সাথে সাথে আপনি পাবেন ৫০ টাকা আমি পাবো ২০ টাকা।
কোড টি না বসালে কেউ কিছু পাবোনা।কোড না বসিয়ে টাকা না পেলে আমি দ্বায়ী নই।
এই টাকা বিকাশ/রকেটে তুলতে পারবেন।
অথবা ৫০ টাকা রিচার্জ করে নিতে পারবেন
টাকা তুলতে চাইলে Wallet এ ঢুকে ক্যাশ আউট করুন
বসে বসে ফেসবুক চালানোর চাইতে কিছু ফ্রি মানি ভালো নয়কি???
আমি বলি কি হাসি ঠাট্টা না করে একবার চেস্টা করেই দেখুন না?
কিভাবে ইনকাম করবেন? তা একাউন্ট খুললেই চোখের সামনে দেখতে পাবেন এপ এর ভিতর।
সার্কিট, মোটর, পাওয়ার প্লান্ট, ট্রান্সফরমার, জেনারেটর, ছাড়াও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন বিষয় জানতে আগ্রহী হলে আমাদের সাইট ঘুরে আসতে পারেন। কথা দিচ্ছি একবার সাইটে প্রবেশ করলে সাইট থেকে আর বের হতে চাইবেন না। আমাদের সাইট https://edu.electricitybd.com/