হ্যাই সবাই কেমন আছেন।আজ আপনাদের মাজে নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি। যেটি ব্যবহারের ফলে আপনার মন কে অনেক আনন্দ দিবে। আমাদের প্রাই সকলেরি মনে মনে একটি চিন্তাই গুরে ইসস আমরা যদি আমাদের হাতের ফোনটির সেটিংস গুলা নিজের ইচ্ছা মতো সাজাইতে পারতাম নিজের ইচ্ছে মতো স্টাইল করতে পারতাম কালার করতে পারতাম.. হ্যা এটা করা সম্ভব. সে জন্য আপনাকে এন্ডুয়েড সম্পর্কে ভালো ভাবে জানতে হবে তারপর ফোনটি রোট করে ফোনের সকল কিছু নিজের আয়েত্তে আনতে পারবেন। তো আজ রোট এর সম্পর্কে কিছু বলবো না কারন রোটের সাথে এই পোষ্ট এর সাথে কোন সম্পর্ক নেই  । তো আজ আপনাদের মাজে যে ভিষয়টি নিয়ে কথা বলবো এবং পোরা প্রসেসটা দেখিয়ে দিবো সেটি হচ্ছে আপনি আপনার ফোনের নোটিফিকেশন এর কালার চেন্জ করে ব্যবহার করতে পারবেন। সত্যিই এটি অনেক মজার আমি নিজেও এটি ব্যবহার করি। বেশি কথা না বলে চলেন শুরু করি। প্রথমে নিচের থেকে এ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করেন।

Download

এবার এ্যাপটির ভিতরে প্রবেশ করেন।

এরকম একটি ইন্টারফেস আসলে Accessibility তে ক্লিক করেন।

এবার এটাকে অন করে দিন।

এখন পাওয়ার সেড অপশনটাকে অন করে দিন

এখন নোটিফিকেশন এ ক্লিক করেন।

এখন Power Shade এটা Allow করে দিন।

এখন আবার  Accessible এ ক্লিক করেন।

এখন Power Shade এ ক্লিক করেন।

এখন এটাকে অন করে দিন।

এখন Setting এ ক্লিক করেন।

এখন Colors এ ক্লিক করেন।

এখন এরকম একটি বক্স আসবে এখানে নোটিফিকেশন এর সব কিছু কালার করতে পারবেন। যেটা আপনারা একটু ট্রাই করলেই পারবেন।ব্যাস আপনার কাজ শেষ আশা করি এই পোরা বিষটি বোঝতে পারছেন তারপরেও যদি কোন সমস্যা হয় কমেন্ট এ জানান

ওয়ার্ডপ্রেস এবং ব্লাগার টেমপ্লেট ডাউনলোড করার জন্য নিচের সাইটটির নোটিফিকেশন অন করে দিন।আর থিম গুলো ফ্রিতেই ডাউনলোড করেন

   AllWp3.Com

আপনাদের যদি ওয়ার্প্রেসের কোন থিম প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেওয়ার চেষ্টা করবো।

Mehedi Hasan

 

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আজ বিদাই নিচ্ছি দেখা হবে নতুন কোন পোষ্টে সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন

আসসালামু আলাইকুম

11 thoughts on "এখন আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলটি নিজের ইচ্ছা মতো কালার করতে পারবেন।"

  1. Avatar photo Ruman30 Contributor says:
    আমি কিছু বুঝলাম না দুইদিন পোস্ট করলাম আমার পোস্ট কোনভাবেই পাবলিশ করা হচ্ছে না কেন একটু জানতে পারি
  2. Avatar photo Ruman30 Contributor says:
    সব কিছু নিয়ম মেনে কাজ করছি তবুও পোস্ট পাবলিস্ট করা হলো না কেন
    1. Avatar photo Mehedi Hasan Author Post Creator says:
      আপনি তো অথর হোন নাই…
    2. Avatar photo Ruman30 Contributor says:
      মানে বুঝলাম না
  3. Avatar photo RS ABUBOKOR Contributor says:
    আরে বোকা প্রানী এ নিয়ে আগেও পোস্ট করা আছে
    1. + Contributor says:
      পোস্টটি ভালই হয়েছে,যদি এর আগে কোন পোস্ট থেকেও থাকে তারপরও একজন অথরকে এভাবে হেয় করা ঠিক হয়নি, আশাকরি সাপোর্ট টিমের নজরে পড়বে বিষয়টি।
  4. Avatar photo Sk Shakib Author says:
    Poster kisui bujlam na

Leave a Reply