হাই গাইজ ইমরান হেয়ার ,
স্বাগতম আপনাকে আমার নতুন পোস্টে!
কি করছেন কেমন আছেন এগুলা জানতে চাইলাম না, তবে আশা করছি সকলেই সুস্থ এবং ভাল আছেন!

পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই আপনি পোস্ট দেখার জন্য ছুটে চলে আসছেন, বিষয়টি জানতে পেরে ভালো লাগলো যে আপনি নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখছেন!

প্রতিদিন প্রযুক্তি জগতে বিভিন্ন আপডেট ঘটছে কিছুক্ষণ আগে যেটা ভাইরাল সেটা দেখা যাচ্ছে দুইদিন পরে আবার এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর এই ডিজিটাল যুগে ভিন্ন ধরনের সেবা ও ডিজিটাল হয়ে উঠছে!

আর এটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ও লক্ষ্য করা যাচ্ছে, এখন আপনি চাইলেই নিজের ঘরে বসেই! যদি আপনার রুমে নেটওয়ার্ক থাকে আর কি? তাহলে আপনার নিজের স্বাস্থ্যের দিকেও অনলাইনের মাধ্যমে খেয়াল রাখতে পারবেন!

আর এই কাজে আপনাকে সহযোগিতা করতে পারে “টুইটআপ” নামে একটি চমৎকার মোবাইল অ্যাপ!
আর এই টুইটআপ মূলত অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান,
উদাহরণস্বরূপ- হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল শপ, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক এবং ডাক্তারের সাথে সংযুক্ত করে।

তারা মূলত উপরের ওই ৬ ধরনের স্বাস্থ্য সেবা আপনাকে প্রদান করে থাকে , ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, সারাদেশে ঔষধ হোম ডেলিভারি, টেস্ট রিপোর্ট, ডায়াগনোসিস এবং চেকআপ, ব্লাড ব্যাংক, জরুরি অ্যাম্বুলেন্স। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ব্যবহারকারীরা।

এই অ্যাপের আরেকটি সুন্দর সুবিধা হচ্ছে, আপনার কাছে থাকা যেকোনো প্রেসক্রিপশন আপলোড দিয়ে ঔষধ আপনার বাড়িতে ডেলিভারি নেওয়া যাবে, আর যে কোন জরুরী মুহুর্তে এই অ্যাপের মাধ্যমে মাত্র ১৫ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স সেবা পাবেন গ্রাহকরা, এবং আপনি ঘরে বসেই রোগীর রিপোর্ট দেখাতে পারবেন ডাক্তারকে!

এই অ্যাপটির মাধ্যমে আরও যে সুবিধাগুলো পাচ্ছেন,
জরুরী প্রয়োজনে রোগির ব্লাড ডোনার এবং ব্লাড ব্যাংকের সঙ্গে সংযোগ করিয়ে দিবে টুইটআপ। তাছাড়া আপনি চাইলে ঘরে বসেই এই মোবাইল অ্যাপে মেডিকেল চেকআপ এবং ডায়াগনোসিস ও করাতে পারবেন খুবই সহজে!

অন্যান্য,
এছাড়াও ই-স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন টিপস এবং ব্লগ এবং ফোন করে চিকিৎসার বিভিন্ন পরামর্শ নেয়ার সুযোগ তো থাকছেই!

অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে থাকা গুগল প্লে স্টোর এর মধ্যে প্রবেশ করতে হবে এবং সার্চ অপশনে টাইপ করতে হবে “Tweetup” সর্বপ্রথম যে একটিভ দেখতে পাবেন ওটা কি আপনাকে ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার্তে ডাউনলোড লিংক এখানে।

অ্যাপটির সাইজ ৭ মেগাবাইটের মত।

আচ্ছা আমরা অ্যাপ এর ভেতরটা একটু স্ক্রিনশট এর মাধ্যমে দেখে আসি।


তো এই ছিল সুন্দর একটি অ্যাপ এ রিভিউ, জানিনা কতটুকু ভালো লেগেছে আপনাদের তবে আশা করব এই পোস্টটি করে আপনাদের একটু হলেও উপকারে আসতে পেরেছি, তাই পোস্টটি যদি আপনার কাছে একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

আর কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন আপনার সুন্দর মতামত, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমি অনেক গুরুত্ব সহকারে দেখে থাকি।


নকিয়া ২২০ 4G বাটন ফোন অর্ডার করুন মাত্র ১৬০০ টাকা দিয়ে স্টক সীমিত অর্ডার করার জন্য কল করুন: +8801903394198

এটা একটি স্পন্সরশীপ বিজ্ঞাপন তাই যা করবেন নিজ দায়িত্বে ধন্যবাদ।

তো আজকের মত এ পর্যন্তই সামনে আপনাদেরকে যেন আরও ভাল কিছু উপহার দিতে পারি তার জন্য সবাই দোয়া করবেন আমাকে, আল্লাহাফেজ।

6 thoughts on "এই অ্যাপটি ফোনের মধ্যে থাকলে স্বাস্থ্যসেবা থাকবে আপনার হাতের মুঠোয়!"

    1. Imran Contributor Post Creator says:
      Thanks bro
  1. MD Shakib Hasan Contributor says:
    করোনা ভাইরাসের হলে কি টেবলেট খেতে হবে তা জানা পারবো কি ভাই ?
    1. Imran Contributor Post Creator says:
      জানিনা,
      তবে তাদেরকে বিষয়টি বলতে পারেন। ?
  2. mdreaz Contributor says:
    মোবাইলটা কি অরিজিনাল
    1. Imran Contributor Post Creator says:
      আপনি যোগাযোগ করে দেখতে পারেন ধন্যবাদ।

Leave a Reply