আসসালামুআআলাইকুম!
কেমন আছেন ট্রিকবিডি বাসি!
জানি তো, ভাল না। কেননা, সারা বিশ্বের যে পরিস্তিতি তাতে কি আর ভাল থাকা যায়।
আচ্ছা যাইহোক, আপনাদের জন্যে শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট।
আজ আমি একটা এন্ড্রোয়িড অ্যাপ রিভিউ দিব।

অ্যাপ নামঃ ফ্রি ম্যাসেজ সেন্ডার
সাইজঃ ৭ এমবি
ভার্সনঃ ৩.০
ডাউনলোড লিংঃ গুগুল ড্রাইভ
অ্যাপ এর কাজ-
এই অ্যাপ দিয়ে আপনি ইচ্ছেমত
ফ্রি ম্যাসেজ করতে পারবেন।
সেটাও আবার ৪৪৪৫০০০০০, ০১৭xxxx, কিংবা 016xxxx এরকম নাম্বার থেকে ম্যাসেজ যাবে।
মোট কথা আপনার নাম্বার গোপন থাকবে।
অ্যাপ নির্মাতা এমবিবিডি টিম জানান,
অ্যাপ টি খুবই মজার আর ব্যবহারকারীদের আকর্ষণীয় অ্যাপ।
কেননা, অ্যাপ এর ফিচার গুলো খুবই মজার আর ইউজফুল।

একটি ম্যাসেজ পাঠাতে ১০ পয়েন্ট লাগে।
আর রেজিস্টার বোনাস ১০০ পয়েন্ট + রেফার বোনাস ৪০০ মোট ৫০০ পয়েন্ট ফ্রি।
আবার প্রত্যেকদিন নতুন ৫টি ধাধার সঠিক উত্তর দিলে ৫০০-১০০০ পয়েন্ট ফ্রি।
এছাড়াও পুরোনো ধাধার উত্তর দিলে প্রতি ধাধার জন্যে ১০ পয়েন্ট ফ্রি।
সাথে আছে, নানা ধরনের অফার আর ভাউচার কোড।
অ্যাপ রেজিস্টার করে পয়েন্ট অপশন থেকে ‘রেফার & বোনাস’ এ গিয়ে করোনাভাইরাস এর একটা অফার দেখতে পাবেন। ভাউচার কোড corona0 লিখলেই ৮০ পয়েন্ট ফ্রি।
আবার রেফার বোনাস পেতে ১১ নাম্বার ভাউভারে new500 লিখলেই ৪০০ পয়েন্ট ফ্রি।

চলুন জেনে নিই, কিভাবে অ্যাপ ব্যবহার করতে হয়।

প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুন।
তারপর চালিয়ে যান এ ক্লিক করে লগিন অথবা রেজিস্টার করুন।

*রেজিস্টার
আপনার নাম্বার দিয়ে চালিয়ে যান এ ক্লিক করুন। তাহলে আপনার নাম্বারে একটা কোড আসবে!


সেইকোড দিন ম্যাসেজ কোডের ঘরে।

রেফার ঘরে 01850375809
রেফার নাম্বার দিন।
তাহলে আপনি পাবেন ৫০০ পয়েন্ট এর ভাউচার কোড, আর আমি পাব ৫০০ পয়েন্টের ভাউচার কোড।
আমার রেফার নাম্বার যদি দিতে না চান, তাহলে 01234 এটি লিখলেও হবে।
সেক্ষেত্রে আপনি কেবল ১০০ পয়েন্ট পাবেন, নতুন ব্যবহারকারী হিসেবে।
আপনার পাসওয়ার্ড ৬ সংখ্যা কিংবা অক্ষরের হতে পারে।
নাম বাংলাতে লিখলেই ভাল হয়।
অত:পর রেজিস্টার করুন।

এখন বামপাশ থেকে ডিস্পেলে টেনে আনুন, তাহলে পয়েন্ট লেখা দেখতে পাবেন।

আর পয়েন্ট ক্যাটাগরি তে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত পয়েন্ট দেখতে পাবেন।


*সেন্ড ম্যাসেজ
সেন্ড ম্যাসেজ এ ক্লিক করলে একটা পেজ আসবে।
যেখানে লেখা থাকবে-
[রিসিভার নাম্বার]
যার কাছে ম্যাসেজটি পাঠাবেন তার নাম্বার লিখুন।
8801 এভাবে নাম্বার লিখবেন।
[বার্তা বা ম্যাসেজ]
আপনার ম্যাসেজ টি লিখুন
৩০০ স্বব্দের মধ্যে।
বিঃদ্রঃ রাজনীতি, ধর্ম, লটারি, হুমকি, এবং অশ্লীল ম্যাসেজ পাঠানো থেকে দয়া করে বিরত থাকুন।

*বোনাস সমূহ
পয়েন্ট ক্যাটাগরি তেই পাবেন এই ফিচারটি।




এই পেজে প্রবেশ করলে নানা ধরনের, অফার আপনি দেখতে পাবেন।
এই অফারগুলি ভাউচার কোডের মাধ্যমে নিতে পারবেন।
যেকোনো অফার শুধুমাত্র একবার’ই নিতে পারবেন।
করোনা ভাইরাসের শোক অফার।
এটির জন্যে ৮০ পয়েন্ট ফ্রি।
এর ভাউচার কোড হলোঃ corona0

অর্থাৎ corona0 লিখলেই আপনি ৮০ পয়েন্ট ফ্রি পাবেন।

এ ছাড়া আরো অফার পাবেন, যা কিনা আপনি যদি এভাইলিবল হন তাহলে আপনাকে ম্যাসেজের মাধ্যমে অথবা নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

*পয়েন্ট বাড়ানো
পয়েন্ট বাড়ানোর অনেক মাধ্যম আছে।
রেফার করে, ধাধা খেলে অথবা ভাউচার কোডের মাধ্যমে।
তবে অ্যাপ টি যেহেতু ধাধার তাই ধাধাগুলোতেই গুরুত্ব বেশি দেয়া হয়েছে।

*আজকের ধাধা



এখানে প্রত্যেকদিন নতুন ৫টি ধাধা যোগ হয়। সঠিক উত্তর দিতে পারলে সর্বচ্চো ১০০০ পর্যন্ত পয়েন্ট ফ্রি।
*সকল ধাধা, সেরা ধাধা
এই ক্যাটাগরির যেকোনো একটি ধাধার সঠিক উত্তর দিলে ১০ পয়েন্ট ফ্রি।
যেকোনো ধাধায় লং প্রেশ করলে তা পছন্দের ধাধা হিসেবে সেভ হবে।

*ধাধা পাঠান
আপনার জানা ধাধাটিও আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা সেটি আপনার নামসহ প্রকাশ করব।

*সমস্যা জানান
আপনাদের সকল সমস্যাগুলো আমাদের জানিয়ে দিন।

*লাইভ চ্যাট
সরাসরি ডেভেলপার এর সাথে চ্যাটিং করতে পারবেন।

*বিজ্ঞপ্তি বার্তা
এটি নোটিফিকেশন পেজ। এখানে সব ধরনের তথ্য দেয়া হয়।

*আপডেট
পরবর্তী ভার্সন আসলে এখানে তা দেখতে পাবেন।

একটা ম্যাসেজ ডেলিভারি হতে সর্বচ্চ ১০ সেকেন্ড সময় লাগতে পারে।

ওনাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়িন দিন

যেকোনো সমস্যা হলে কমেন্ট করুন।

12 thoughts on "এসেগেলো ফ্রি ম্যাসেজ সেন্ডার অ্যাপ। বাংলাদেশের নাম্বার ওয়ান ফ্রি ম্যাসেজ পাঠানোর অ্যাপ"

  1. Avatar photo Tanvirislam Contributor says:
    পয়েন্টস ত লাগে ফ্রি হলে আবার পয়েন্ট লাগবে কেন মানুষকে মিথ্যা কথা বলেন কেন সেই তো কাজ করি পয়েন্ট আয় করতে হবে
  2. Avatar photo rayhanriad24 Contributor says:
    এর থেকে BD GO SMS অনেক ভালো।। প্রতি এসএমএস মাত্র ২ পয়েন্ট।। প্রতিদিন ৭০ পয়েন্ট + ভিডিও দেখে৫-১০ পয়েন্ট + স্পিনে ১০- ৫ পয়েন্ট
    1. Avatar photo Md Kamal Hossen Contributor says:
      BD Go Sms er Link hobe bro??
  3. Avatar photo krw.mmkkjahed Subscriber says:
    volume up button hidden trick আমি ১০০০০% সিওর সবার এই trick টি ভালো লাগবে .। https://youtu.be/NEF_ZOO119E
    1. Avatar photo Naim Sdq Author says:
      স্প্যাম করা বন্ধ করুন, Subscriber করে দেওয়া হবে।
    2. Avatar photo YASIR-YCS Author says:
      আপনি এডমিন?
  4. Avatar photo Rasel_Linksys Contributor says:
    Poor Quality?
  5. applicationbd.com Contributor says:
    osthir post bro
  6. Avatar photo krw.mmkkjahed Subscriber says:
    কি করে দেওয়া হবে lol subsriber haha.
  7. JOYGID ROY Contributor says:
    হারামি?

Leave a Reply