আসসালামু আলাইকুম।
অনেক দিন পরে আজ পোস্ট করছি। আসলে পরিক্ষা চলছিল, তাই অনলাইনে তেমন সময় দেওয়া হচ্ছিলো না।
কোভিড-১৯ এর কারণে কয়েকটা পরিক্ষা হওয়ার পরেই শুরু হলো লকডাউন। তাই এখন বাসায়। কিছুদিন থেকে ভাবছিলাম যে একটা পোস্ট করার দরকার। কিন্তু তেমন সময় হচ্ছিলোনা। আজ একটু সময় পেলাম। তাই পোস্ট টি লিখলাম।
এবার মূল কথাতে আসি।
এই পোস্ট টি মূলত একটা অ্যাপ সম্পর্কে। লাইভ টিভি অ্যাপ। প্লে স্টোরে আপনি অনেক রকমেরই টিভি অ্যাপ পাবেন, কিন্তু আমার দেখা মতে এটাই সেরা টিভি অ্যাপ।
ডাউনলোড লিংক
অ্যাপ টা কে বানিয়েছেন আমি জানি না। তবে যে বানিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
অ্যাপ টি bdix এর সার্ভার নিয়ে বানানো। তাই যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য অনেক ভালো। কারণ এই অ্যাপ ব্যবহার করার জন্য Google Global Cache (GGC) ব্যান্ডউথের প্রয়োজন হয়।
যাইহোক,
অ্যাপ টা ইন্সটল করার সময় Extract Password চাইলে 75932565 এটা দিবেন।
নিচে এই অ্যাপ টির কিছু স্ক্রিনশট দিলাম। দেখুন। তাহলে বুঝতে পারবেন কত গুলো চ্যানেল আছে এই অ্যাপ এ।
আরেকটা কথা-
এই অ্যাপ এর ভিতরে একটা চ্যানেলের জন্য একাধিক সার্ভার আছে। তাই একটা সার্ভারে স্ট্রিমিং না হলে অন্য সার্ভারে ট্রাই করতে পারবেন।
।
যাইহোক,
আজ আর লিখছি না।
এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।
এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।
আশাকরি বুঝতে পারবেন।
যদি মনে করেন তো এ সম্পর্কিত নিচের লিংকের ভিডিও টা দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।
আমার একটা মনিটাইজ চালু ইউটিউব চ্যানেল বিক্রয় করতে চাই।
চ্যানেল নামঃ Tuk Tak
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
3.5k+ Subscribe এর জন্য ধন্যবাদ
মানুষ যানতে পারে তাই বলে আপনি কাউকে বলতে পারেন না তাহলে আমি ডিলিট করি আপনি পোষ্ট করেন।
আপনারে কি বাল ফালাইতে অথোর বানাইছে?
মানুষ যানতে পারে তাই বলে আপনি কাউকে বলতে পারেন না তাহলে আমি ডিলিট করি আপনি পোষ্ট করেন।
আপনারে কি বাল ফালাইতে অথোর বানাইছে?
তখন সেই চ্যানেল স্ট্রিম করতে সমস্যা হতে পারে।
কিন্তু পরে দেখবেন ঠিক হয়ে গেছে
আমি smart tv তে চালাই অনেক সমস্যা হয়
আবার কিছু সময় কোনো add ছাড়াই চ্যানেলের পর চ্যানেল দেখা যায়।