আসসালামু আলাইকুম।

অনেক দিন পরে আজ পোস্ট করছি। আসলে পরিক্ষা চলছিল, তাই অনলাইনে তেমন সময় দেওয়া হচ্ছিলো না।

কোভিড-১৯ এর কারণে কয়েকটা পরিক্ষা হওয়ার পরেই শুরু হলো লকডাউন। তাই এখন বাসায়। কিছুদিন থেকে ভাবছিলাম যে একটা পোস্ট করার দরকার। কিন্তু তেমন সময় হচ্ছিলোনা। আজ একটু সময় পেলাম। তাই পোস্ট টি লিখলাম।


এবার মূল কথাতে আসি।

এই পোস্ট টি মূলত একটা অ্যাপ সম্পর্কে। লাইভ টিভি অ্যাপ। প্লে স্টোরে আপনি অনেক রকমেরই টিভি অ্যাপ পাবেন, কিন্তু আমার দেখা মতে এটাই সেরা টিভি অ্যাপ।

ডাউনলোড লিংক

অ্যাপ টা কে বানিয়েছেন আমি জানি না। তবে যে বানিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

অ্যাপ টি bdix এর সার্ভার নিয়ে বানানো। তাই যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য অনেক ভালো। কারণ এই অ্যাপ ব্যবহার করার জন্য Google Global Cache (GGC) ব্যান্ডউথের প্রয়োজন হয়।

 

যাইহোক,

অ্যাপ টা ইন্সটল করার সময় Extract Password চাইলে 75932565 এটা দিবেন।

নিচে এই অ্যাপ টির কিছু স্ক্রিনশট দিলাম। দেখুন। তাহলে বুঝতে পারবেন কত গুলো চ্যানেল আছে এই অ্যাপ এ।

আরেকটা কথা-

এই অ্যাপ এর ভিতরে একটা চ্যানেলের জন্য একাধিক সার্ভার আছে। তাই একটা সার্ভারে স্ট্রিমিং না হলে অন্য সার্ভারে ট্রাই করতে পারবেন।

 




যাইহোক,

আজ আর লিখছি না।

এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।

এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।

আশাকরি বুঝতে পারবেন।

 



যদি মনে করেন তো এ সম্পর্কিত নিচের লিংকের ভিডিও টা দেখতে পারেন।

https://youtu.be/Xpf8dcdKsBQ



ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

আমার একটা মনিটাইজ চালু ইউটিউব চ্যানেল বিক্রয় করতে চাই।

চ্যানেল নামঃ Tuk Tak

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

3.5k+ Subscribe এর জন্য ধন্যবাদ

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

27 thoughts on "[For_Android] লাইভ টিভি দেখার সেরা অ্যাপ। BDIX Server"

    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      thanks
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      তাহলে আপনিই পোস্ট টা করেন ভাই। আমি বরং ডিলিট করে দিই, কেমন?
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      তাহলে আপনিই পোস্ট টা করেন ভাই। আমি বরং ডিলিট করে দিই?
    2. JonyKar2 Contributor says:
      Hmm. Delete koren
  1. reaz101 Contributor says:
    Android tv এর জন্য ভালো এপপ চাই
  2. Avatar photo Zox Loop Author says:
    onek ad problem
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      thanks
  3. Avatar photo Nadim Mahmud Khan Contributor says:
    বলদামু কম করেন।
    মানুষ যানতে পারে তাই বলে আপনি কাউকে বলতে পারেন না তাহলে আমি ডিলিট করি আপনি পোষ্ট করেন।
    আপনারে কি বাল ফালাইতে অথোর বানাইছে?
  4. Avatar photo Nadim Mahmud Khan Contributor says:
    বলদামু কম করেন।
    মানুষ যানতে পারে তাই বলে আপনি কাউকে বলতে পারেন না তাহলে আমি ডিলিট করি আপনি পোষ্ট করেন।
    আপনারে কি বাল ফালাইতে অথোর বানাইছে?
  5. Avatar photo root:// Contributor says:
    নিজের বানানো অ্যাপ
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      na
  6. Avatar photo Sarker Contributor says:
    অনেক ভালো একটা app. অনেক আগে থেকেই ইউজ করি।
  7. কিছু কিছু চ্যানেল চলে না
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      কিছু কিছু সময় সার্ভার পরিবর্তন হয়।
      তখন সেই চ্যানেল স্ট্রিম করতে সমস্যা হতে পারে।
      কিন্তু পরে দেখবেন ঠিক হয়ে গেছে
  8. Avatar photo BSS SUMON ISLAM Contributor says:
    add বেশী হয়ে গেছে ভাই
    আমি smart tv তে চালাই অনেক সমস্যা হয়
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      মাঝে মাঝে Add বেশি দেখায়।
      আবার কিছু সময় কোনো add ছাড়াই চ্যানেলের পর চ্যানেল দেখা যায়।
  9. Hasan1212 Contributor says:
    ভাই ডাউনলোড তো করতে পারতাছি না help plz
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      কোনো সমস্যা হলে আমাকে ইউটিউব অথবা ফেইসবুকে Knock করুন। আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো, ইনশাল্লাহ।
  10. Avatar photo MD SHARIF Contributor says:
    Vai aie apps er mod version thakle den vai add karen dekte problem hoi onek
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আমার কাছে এই অ্যাপ এর MOD নাই ভাই। তবে কখনো পেলে আমি অবশ্যই ট্রিকবিডি, ফেইসবুক অথবা ইউটিউবে জানাবো।
  11. Avatar photo BSS SUMON ISLAM Contributor says:
    letest verson dorkar vai
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      jodi app er letest version relese hoy. tobe app a probes kora matroi apnake letest version ta download korte bolbe. ebong apni sekhan thekei download kore nite parben.

Leave a Reply