আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেখাবো। বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ। এযুগে কম্পিউটার চালাতে পারে না এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে অনেকেরই হয়তো কম্পিউটার নেই। যাদের কম্পিউটার আছে তারা তো কম্পিউটারেই ফটোশপের সকল কাজ করে থাকেন। কিন্তু যাদের কম্পিউটার নেই তারা ফটোশপের সেই মজাটা নিতে পারেন না। তাই সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আজকের আমার এই ট্রিক্স।
আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বেন।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
মূলত আমার এই ট্রিকসটি একটি সফটওয়্যার কে নিয়ে যেটা প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন। যদি সার্চ দিতে না চান তাহলে নিচের লিঙ্ক থেকে প্রথমেই নামিয়ে নিন। খুবই কম সাইজের সফটওয়্যার।
Download Now(Play Store)
বিঃদ্রঃ অ্যাপসটি চালাইতে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন।
এবার ওপেন করুন নিচের মত,,,,
এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে,,,, এখন Open Photo Editor এ ক্লিক করুন,,,,
দেখবেন আপনার ফটোশপের মত ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখন আপনি যদি নতুন কোন প্রজেক্ট চালু করতে চান অথবা নতুন কোনো প্রজেক্ট এডিট করতে চান তাহলে New Project এ ক্লিক করুন।
আর যদি আপনার মোবাইলে থাকা কোনো ছবি বা কোন PSD ফাইল অথবা যেকোনো ধরনের ফাইল যেটা ফটোশপে এডিট করা যায় সেটি Open করতে From your Computer সিলেক্ট করুন।
সেখান থেকে আপনার কাংখিত ফাইলটি আপলোড করলে এডিট করার অপশন খুজে পাবেন নিচের মত।
এখন ইচ্ছা মতো এডিট করুন Adobe Photoshop এর মত। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাডোব ফটোশপ এর মজা নিন।
বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
Fb: http://www.fb.com/mklover420