“আসসালামু আলাইকুম “
কেমন আছেন সবাই,, আশা করি সবাই ভালো আছেন।
আজ UEFA Champions League PSG vs BYERN এর ফাইনাল ম্যাচ।
যা আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে।
বিশ্লেষণ
১. প্রথমবারের মতো উচল ছোঁয়ার শেষ ধাপে পিএসজি
২. পিএসজির সামনে প্রথমবার ট্রেবল জিতার সুযোগ; বিপরীতে, বায়ার্ণের সামনে ২য় বারের মতো ট্রেবল জয়ের সুযোগ
৩. ইউরোপা কাপ/উচল এ ৪১ তম দল হিসেবে ফাইনাল খেলবে পিএসজি
৪. ইউরোপা কাপে/উচলে প্রথমবার ফাইনালে আসা শেষ ৬ দল সবাই হেরেছে, প্রথমবার ফাইনাল খেলে শেষ জিতেছিলো বরুশিয়া ডর্টমুন্ড ১৯৯৭ সালে যেখানে প্রতিপক্ষ ছিলো জুভেন্টাস!
.
৫. দুই-দল নবমবারের মতো একে অন্যকে মোকাবেলা করতে যাচ্ছেন এবং সব ম্যাচগুলোই উচলে মোকাবেলা হয়েছে। যেখানে পূর্ববর্তী ৮ দেখায় ৫ জয় পিএসজির এবং ৩ জয় বায়ার্ণের
.
৬. গ্ৰুপ পর্বে ৬ ম্যাচে ৬ জয় সহ ১৮ পয়েন্ট অর্জন করে ‘বি গ্ৰুপ’ চ্যাম্পিয়ন বায়ার্ন; বিপরীতে ৬ ম্যাচে ৫ জয়, ১ ড্র সহ ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্ৰুপ চ্যাম্পিয়ন পিএসজি
৭. রাউন্ড-১৬ তে; বরুশিয়া ডর্টমুন্ড’কে বিদায় করে কোয়ার্টারে (২-৩ এগ্ৰিগেট); কোয়ার্টারে আটালান্টা’কে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-২ ব্যবধানে হারিয়ে সেমিতে; সেমিতে চমক জাগানো দল লিপজিক’কে ০-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পিএসজি;
বিপরীতে চেলসিকে বিদায় করে কোয়ার্টারে (এগ্ৰিগেট ১-৭), কোয়ার্টারে বার্সা’কে ২-৮ গোলে ধরাশায়ী করে সেমিতে, সেমিতে লিওনকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বায়ার্ণ
৮. পুরো আসর জুড়ে ১০ ম্যাচ খেলে বায়ার্ণ জিতেছে সব ম্যাচ এবং গোল করেছে ৪২ টা!
.
✍️ম্যাচে ফিরবেন পিএসজি’র প্রধান গোলরক্ষক নাভাস; সাথে মিডে ফিরছেন ভেরেত্তি, সম্পূর্ণ শক্তি নিয়ে নামছে ফাইনালে; অন্যদিকে, পুরো আসরে অপ্রতিরোধ্য বায়ার্ণ, সব দলকেই নাকানিচুবানি খাইয়েছেন তাঁরা!!
✍️বড় ম্যাচ, ফাইনাল! শক্তির বিচারে কেউই ছোটো নয়, দিন যাদের হবে তাঁরাই চ্যাম্পিয়ন হবে
.
.
✍️আমার রেজাল্ট পিএসজি’র পক্ষে; রেজাল্ট ৯০ মিনিট (সম্ভাবনা বেশি), ১২০ মিনিট কিংবা টাইব্রেক যেভাবেই আসুক, ট্রপি ছোঁয়াই প্রত্যাশা
ইমেজের টাইম ইন্ডিয়ান
আপনারা অনেকে আছে যারা এই ম্যাচটি নিয়ে বসে আছেন। এবং কিভাবে খেলা দেখবেন তা নিয়ে মাথা ব্যাথা শুরু করে দিয়েন।
তাদের জন্য আমি নিয়ে এসেছি সমাধান। যারা Android ফোন ব্যবহার করেন তারা গুগল playstore থেকে Toffe apps ইন্সটল করে নিন।
তাহলে এই ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন ফ্রিতে সাথে পাবেন ৫০০Mb বোনাস। বোনাস পেতে বাংলালিংক সিম দিয়ে Toffee apps এ রেজিষ্ট্রেশন করার সময় এই 11198418 রেফার্ড কোড ব্যবহার করবেন। তো ৫০০mb পাবেন । তাছাড়া বায়োস্কোপ এ এই ম্যাচটি উপভোগ করা যাবে। তবে সেটা vip দের জন্য।
এছাড়া আছে সনি লাইভ যা মধ্যে ও আপনাকে টাকা দিয়ে।
তাই আপনাদের কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য খেলা দেখার ব্যবস্থা করেছি এই ট্রিকবিডিত ভিতরেই।
আপনার খেলা দেখতে পারবেন ট্রিকবিডিতেই।
তাছাড়াও আমার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন খেলাটি সনি লাইভের এর সাহায্যে। । Visit
Durbinlive TV
ওয়েবসাইট প্রবেশ করলেই দেখতে পারবেন আপনার জন্য কয়েকটি ক্যাটাগরি আছে। সেখান থেকে আপনার মন মত একটা সিলেক্ট করে খেলা দেখতে পারবন। আমি বলবো ওয়েবসাইট এর ভিতরে সনি লাইভ যে নামে যে চ্যানেল আছে সেখান থেকে দেখার জন্য। এতে পুরো মজা উপভোগ করতে পারবেন আজকের ফাইনাল এর।
ট্রিকবিডিতে আইফ্রেম সাপূর্টকরেছে না। তাই ট্রিকবিডিতে চ্যানেলটা দেখাতে পারলাম না।
পোস্ট টা ছোট হলে আপনাদের কাজে লাগবে।
6 thoughts on "চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি যেভাবে দেখবেন আপনার ফোন ও PC তে।"