আসসালামু ওয়ালাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন।

রাতের সুন্দর আকাশ দেখতে পছন্দ করেন না এমন লোক খুজে পাওয়া কষ্টের।

কেমন হবে যদি আপনি যে কাউকে বলতে পারেন কোন তারাটার নাম কি,কোন সেটেলাইট এখন কোথায় আছে!আগামি কাল আকাশের কোন পাশে কি দেখা যাবে অথবা কেমন দেখতে হবে কাল রাতে আকাশ!

জি বন্ধুরা! আজ আপনাদের জন্য এমনই একটি এপ নিয়ে হাজির হয়েছি।

এটি আপনার স্থান থেকে আকাশের মানচিত্র করে কোন গ্রহ,উপগ্রহ, সহো সব কিছু কোন টা এই সময় কোথায় আছে অথবা আপনার পছন্দের তারিখে বা সময়ে কোথায় কি থাকবে তা দেখিয়ে দেবে।

চলুন তা হলে প্রথমে ডাউনলোড করে নেই এপটি:

APP Name : Stellarium Mobile Plus (Star Map)
APP Size : 64 MB
Download Link :

APP টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


এখন চলুন এপটি সম্পর্কে কিছু কথা জেনে নেয়ঃ


?এটি গ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণের জন্য সবচেয়ে বাস্তবসম্মত একটি এপ!

?এটিতে রয়েছে নাইট মোড সহো আরো অনেক সুবিধা।

?আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ কৃত্রিম উপগ্রহ ট্র্যাক করা যাবে এই এপ এর মাধ্যমে ।

?এটি একটি প্ল্যানেটারিয়াম অ্যাপ্লিকেশন যা তারকাদের দিকে তাকালে আপনি কী দেখেন ঠিক তা দেখাবে।

?আকাশে ফোনটি দেখিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার উপরে আকাশে রিয়েল টাইমে তারা, নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, উপগ্রহ (যেমন আইএসএস) এবং অন্যান্য গভীর আকাশের বিষয়গুলি সনাক্ত করতে পারবেন!

?এই অ্যাওয়ার্ড-বিজয়ী জ্যোতির্বিজ্ঞানের অ্যাপ্লিকেশনটি সহজে ব্যবহারের ইন্টারফেস রয়েছে যা এটিকে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য সেরা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি করে তোলে যা রাতের আকাশ অন্বেষণ করতে খুবই সাহায্য করবে।

?যে কোনও তারিখ, সময় এবং অবস্থানের জন্য তারা এবং গ্রহগুলির একটি নিখুঁত রাতের আকাশের সিমুলেশন দেখা যাবে এই এপ এ।

?তারা, নীহারিকা, গ্যালাক্সি, তারার ক্লাস্টার এবং অন্যান্য গভীর আকাশের বস্তুর বিশাল সংকলনে ডুব দিয়ে জ্ঞানের সাগরে পৌঁছাতে পারবেন এটির মাধ্যমে।

?সমস্ত পরিচিত তারা,সমস্ত পরিচিত গ্রহ, প্রাকৃতিক উপগ্রহ এবং ধূমকেতু এবং অন্যান্য অনেক ছোট ছোট সৌরজগতের বস্তু ( গ্রহাণু) এবং সর্বাধিক পরিচিত গভীর আকাশের অবজেক্টগুলি (2 মিলিয়ন নীহারিকা) এবং মিল্কিও ওয়ে, ডিপ স্কাই অবজেক্টস বা গ্রহের উপরিভাগের উচ্চ রেজোলিউশনের চিত্রগুলি কোন সীমা ছাড়াই জুম করে দেখা যাবে এই এপ এ।

এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা।

তো চলুন পোষ্ট শেষ করার আগে এতোক্ষণ যে এপ নিয়ে কথা হলো তার কিছু ছবি দেখে নেয়ঃ







ভালো থাকবেন,ট্রিকবিডির সাথে থাকবেন।

ধন্যবাদ।

13 thoughts on "এখন নিজেই হয়ে যান জ্যোতির্বিজ্ঞানী। 850 টাকার একটি App দিয়ে দেখে নিন রাতের আকাশের তারা, নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, উপগ্রহ কোন টা কোথায় আছে এবং ভবিষ্যতে কোথায় থাকবে।(FREE)"

  1. Mahim Author says:
    নাসা আপনাকে খুজতেছে
    1. Mk Khan Contributor Post Creator says:
      (জানি ভাই,কিন্তু টা*কার জন্য যেতে পারছি না।প্লিজ ভাই বইলেন রিকশা ভাড়া টা পাঠিয়ে, দিতে।)
      ধন্যবাদ মন্তব্য করার জন্য।
    1. Mk Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ মন্তব্য করার জন্য।
  2. mrrana2 Contributor says:
    অনেক অনেক ধন্যবাদ । অনেকদিন যাবত এপটি খুজতেছি।একজন আমাকে এই এপের কথা বলেছিল ।কিন্তু তার এপের নাম জানা ছিল না।
    1. Mk Khan Contributor Post Creator says:
      ট্রিকবিডির সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
  3. atikraz Contributor says:
    ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
    আর এপ রিভিউটাও ভালো ছিলো।
    আশা এভাবে সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়েযাবেন।
    1. atikraz Contributor says:
      আশাকরি*
    2. Mk Khan Contributor Post Creator says:
      আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
  4. Arfin Jakariya Contributor says:
    কিভাবে exact location সেট করব ভাউ,,,, random আসে

Leave a Reply