আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! কেমন আছেন ? আশা করি অনেক ভালো আছেন । আমি রিফাত । আজ প্লে স্টোরের সব থেকে বেশি ব্যবহৃত তাফসিরুল কুরআন অ্যাপ নিয়ে আলোচনা করবো । তাছাড়া কেন প্লে স্টোরে ৫০+ কুরআন অ্যাপের মধ্যে টপে আছে তাও দেখে নেবো এই পোস্টটিতে ।
যত ইউজার এই অ্যাপটিতে রিভিউ দিয়েছেন তার ৯৯.৯% ই পজেটিভ রিভিউ । যাতে সবাই অ্যাপটিকে পারফেক্ট বলে আখ্যায়িত করেছেন । তাছাড়া অনেক অল্প সময়ের মধ্যেই এক মিলিয়ন ডাউনলোড হয়েছে ।
আপনিও ব্যাবহার করে দেখতে পারেন ।
প্লে স্টোরে “আল কুরআন” সার্চ দিলেই পেয়ে যাবেন ।

অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বলার আগে জানিয়ে নিই- অ্যাপটিতেই আপনি কুরআন শিক্ষার বই পেয়ে যাবেন । যেখানে খুব সুন্দর করে সবকিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে ।

এখানে অনেক ফিচার রয়েছে যা সব একসাথে সম্পূর্ণ বর্ণনা করা প্রায় অসম্ভব ।
একই অ্যাপে পেয়ে যাবেন নামাজ শিক্ষা বই ।

সালাতের শেষে পড়ার গুরুত্বপূর্ণ সবগুলো দোয়াই রয়েছে এই অ্যাপটিতে ।

এছাড়াও এই অ্যাপে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও দোয়া । আয়তাল কুরসি , সূরা হাশরের শেষ তিন আয়াত , ইসমে আজম , তাওবা এবং এদের বিস্তারিত সব কিছুই রয়েছে এই অ্যাপটিতে ।

আপনি পাবেন যাবতীয় কালিমা সমূহ ।

স্কিনশর্ট গুলো তে সব সরাসরি দেখে নিন

(1)

(2)

(3)

(4)

(5)

এই অ্যাপে প্রতিটি সূরার আলাদা আলাদা ভাবে চার জন বিখ্যাত তাফসির লেখকের তাফসির । এক কথায় সব কিছুই রয়েছে এই অ্যাপটিতে । অত্যন্ত সুন্দর একটি অ্যাপ । যা সত্যি অসাধারণ !
এতো সুন্দর একটি ইসলামিক অ্যাপ আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না । কত অ্যাপস ই তো ইউজ করেন এটিও ডাউনলোড দিতে অনুরোধ করছি । আশা করি অনেক ভাল লাগবে । ইতিমধ্যে কে কে এই অ্যাপটি ব্যবহার করছেন তারা অবশ্যই আপনার মতামতটি জানাবেন । ধন্যবাদ
ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহাফেজ

My Facebook Profile

18 thoughts on "দেখে নিন প্লে স্টোরের সব থেকে সেরা আল কুরআন অ্যাপ ! বাংলা উচ্চারণ , অর্থ , ব্যাখ্যা এবং চারটি বিখ্যাত তাফসির লেখকের তাফসির সহ অসংখ্য ফিচার যুক্ত অ্যাপ !"

  1. imriyad Contributor says:
    ata shera holo kivabe?
    1. Rifat Author Post Creator says:
      R kicu bolar nei ..
    2. imriyad Contributor says:
      er theke better ui er Quran app playstore a ase. completely free
    1. Rifat Author Post Creator says:
      Thank you so much vaiya ..
      ❤️❤️❤️
  2. Md Rumon Mahmud Author says:
    অনেক সুন্দর পোস্ট ভাই
    1. Rifat Author Post Creator says:
      Thanks
    1. Rifat Author Post Creator says:
      Thanks for your valuable comments
    2. Azharul+Islam+ Contributor says:
      আমিও এই অ্যাপটা+ihadis ব্যবহার করি।
      খুবই ভালো অ্যাপ।

      যেহেতু অন্যান্য দোয়াও আছে তাই এই পোস্টের সফটওয়্যার কি ভালোই হবে।

    1. Rifat Author Post Creator says:
      Thanks
  3. Asad Contributor says:
    অনেক আগে থেকে ব্যাবহার করি,এটা আমার দেখা বেস্ট?
    1. Rifat Author Post Creator says:
      Mashallah ? vaijan… Very good…
    1. Rifat Author Post Creator says:
      জ্বী ! দেখেছি । একাও অনেক ভালো ।
      ধন্যবাদ
  4. god servant Contributor says:
    আমি মাল্টিটেক সফটওয়ার এর টা ইউজ করি। আমার কাছে সেটিই সেরা

Leave a Reply