আসসালামু আকাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো।

আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ সেয়ার সাথে করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি বাংলাদেশের সকল শিল্পীর সব অ্যালবা এর গান শুনতে পারবেন। একজন শিল্পীর নতুন থেকে পুরাতন সব গানই এখানে পাবেন।
এবং এখানে পাবেন নতুন নতুন সব পপুলার ভিডিও।
মিউজিক প্রেমিদের জন্য এইটা অনেক ভালো লাগবে আমি আশা করি।
তাহলে চলুন শুরু করা যাক।

App Name: Shadhin Music
App Size: 15 MB
Download: Play Store

 

 

 

এরপর অ্যাপটি ওপেন করুন।

 

নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন
এখানে “নতুন গ্রাহকরা সাইন আপ করুন ” এখানে ক্লিক করুন

 

এই বক্স এ আপনার মোবাইল নাম্বার দিন।

 

এরপর অ্যারোতে ক্লিক করুন

এরপর নিচের অ্যারো বাটনে ক্লিক করুন

এখন আপনার ফোনে একটি ৬ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে ওইটা বসিয়ে দিন। (এইখানে এসএস নিতে ভুলে গেছিলাম তাই এই এসএস টা দিতে পারলাম না)

 

এখানে আপনি একটি পাসওয়ার্ড দিন

 

আপনার অ্যাকাউন্ট করা শেষ এখন অ্যাপের হোম পেজ দেখতে পারবেন।

 

এখন এসএস গুলো দেখুন

 

 

 

 

আশা করি আপনারা বুঝতে পারছেন। মিউজিক প্রেমিদের জন্যে এইটা একটা বেস্ট অ্যাপ হবে।

আমি যথাসম্ভব বুঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট এ জানাবেন। ব্যস্ততার কারনে কমেন্ট এর রিপ্লে একটু দেরিতে হতে পারে।

আবার দেখা হবে নতুন কোনো পোস্টে।

আল্লাহ হাফেজ

13 thoughts on "এবার এক অ্যাপেই বাংলাদেশের যেকোনো শিল্পীর প্রথম থেকে সদ্য রিলিজ হওয়া গান শুনন এক অ্যাপের মধ্যে এবং নতুন নতুন রিলিজ হওয়া সব ভিডিও সবকিছু এক অ্যাপেই"

  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    সকল প্রকার আর্নিং ও প্রমোশনাল পোস্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে.!
    1. Avatar photo Alone Life Author Post Creator says:
      ভাই আমি ত পোস্ট এ বলে দিছি এইটা কোনো আর্নিং পোস্ট না।
      মিউজিক রিলেটেড পোস্ট এইটা।
    2. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
      তবুও এখানে রেফার এর বিষয় আছে.!
    3. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
      আমার মনে হয় পোস্ট টা ডিলিট করলে আপনারি ভালো হবে।
    4. Avatar photo Md Al-Amin Islam Contributor says:
      উনি পোস্টে তো উল্লেখ করেছেন যে এটা কোন আর্নিং পোস্ট না তাহলে তাহলে সমস্যা কি।
    1. Avatar photo Alone Life Author Post Creator says:
      চাইল ইউজ করতে পারেন । না করলেও কোনো প্রব্লেম নাই
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      refer kore earn kora jai setai hocche bitorker bisoy setai bollam ami
      apnar 1st comment ar reply a kora quest ar ans
  2. Anis Contributor says:
    এই এপসটা এমবি ছাড়া ইউস করা যাবে
  3. Avatar photo Ibrahim12 Contributor says:
    Download korle memory te jabe naki App e thakbe
  4. Avatar photo SR Shoruv Author says:
    pro version den…free version kono kazer na

Leave a Reply