পৃথিবীতে  যতগুলো কাজ আছে যেগুলোর বর্তমানে চাহিদা আছে এবং ভবিষ্যতেও আরো অনেক বেশি থাকবে তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে প্রোগ্রামিং।
সম্ভবত এটিই একমাত্র কাজ, যেটি যেখানে সেখানে বসেই করা যায় এবং যে কারো দ্বারা করা সম্ভব। অনেকে শখের বশে আবার অনেকে পেশা হিসেবে প্রোগ্রামিংকে সিলেক্ট করে। কিন্তু কথা হচ্ছে যে,যেভাবেই হোক না কেন আগে তো কাজটা জানতে হবে! কাজ না জানলে তো করা যাবেনা। কাজ করার জন্য আমরা অনেক বই পড়ে কাজটি শিখে থাকি। আবার অনেকে বিভিন্ন এপস এবং ওয়েবসাইটের ও সহায়তা নিই।
অ্যাপ ডাউনলোড করে আমরা বেশিরভাগ সময় ঠকে যাই। ঠিক তদ্রুপ ভাবে প্রোগ্রামিং শিখার জন্য অনেকগুলো অ্যাপ রয়েছে,যেগুলো অতটা উন্নত মানের নয়। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা6টি বেসিক  ভাষা শিখে নিতে পারবেন। তাহলে চলুন দেরী না করে আমরা এপসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

banglay programming

এর মাধ্যমে শিখতে পারবেন:
Languages:

– C
– HTML
– CSS
– PHP
– SQL
– Python

অ্যাপ ডেভলপার এই অ্যাপটিতে ভাষা গুলো বুঝানোর পাশাপাশি এডিট করার সুবিধা রেখেছেন কোড গুলা কে। এতে আপনার এক্সপেরিয়েন্স আরো অনেক বেড়ে যাবে। নিচের স্ক্রিনশট গুলো দেখেন;



আপনি একবার চেষ্টা করেই দেখুন। ইনশাআল্লাহ পেরে যাবেন আপনি ও।
এপস লিঙ্ক

প্রোগ্রামিং শিখতে এবং এর  এর কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ধৈর্য ছাড়া কখনো প্রোগ্রামিং  করতে পারবেন না।

তাই সবসময়ই ধৈর্যের সাথেই থাকবেন

ফেসবুকে আমি

                             আল্লাহ্ হাফেজ

2 thoughts on "প্রোগ্রামিংয়ে আগ্রহী?তাহলে এই ছোট সফটওয়্যারটির মাধ্যমে শিখে ফেলুন সহজ ৬টি ভাষা।"

Leave a Reply