ডুকুমেন্ট স্কানার দিয়ে যে কোন ফাইল স্কান করে ইডিট করুন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ৷
আমরা সবাই জানি স্কানার দিয়ে কি কাজ করে ৷ নতুন করে স্কানার এর কাজ দরকার নাই ৷ তবে মোবাইল দিয়ে কি ভাবে ফাইল স্কানার করবেন, ইডিট করবেন, শেয়ার করবেন তা দেখাবো 100% ৷
খুব সহজ কাজ ৷
(নোটঃ এই পোস্ট দুই পার্টে বিভক্ত প্রথম পার্ট আজ জানবো ২য় পার পরের পোস্ট এ জানবো ৷)
♙ ১মে এপসটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন
♟তারপর ওপেন করুন
♙ তারপর সরাসরি স্কান করতে ক্যামেরা সিলেক্ট করুন ৷
♟ অথবা গ্যালারি থেকে পিক দিয়ে স্কান করতে নিচের মতো গ্যালারি সিলেক্ট করুন
♙ তারপর যে ফাইল স্কান করতে চান সেটি সিলেক্ট করুন ৷
♟ এরপর ক্রোপ করুন
♙তারপর OCR Click করুন
♟ এখন ভাষা সিলেক্ট করুন
নোটঃ ইংলিশ ছাড়া অন্য কোন ভাষা স্কান করতে নেট চালু থাকতে হবে ৷
নেট চালু না থাকলে নিচের মত দেখাবে
♙ এবার হয়ে গেল স্কান ৷
♟ ?উপরের পিকটি ভালো করে লক্ষ করুন ইডিট,কপি,শেয়ার কিভাবে করবেন তা উলেখ্য করা আছে ৷☝
♟ তাহলে বন্ধুরা আজ আমরা দেখলাম ও জানলাম কি করে মোবাইল দিয়ে ফাইল স্কান করে ৷
যদি কোন কিছু মিসিং হয়ে যায় তাহলে দয়াকরে কমেন্টস করুন ৷
কি নিয়ে আপনারা জানতে ইচ্ছুক কা কমেন্টস এ লিখুন আমার সাধ্যমতো উওর দিবো ৷ উওর যদি বড় হয় তাহলে কন্টেন্ট তৈরী করে পাবলিশ করবো ইনশাল্লাহ্ ৷
ধন্যবাদ ৷
One thought on "কি ভাবে মোবাইল দিয়ে ফাইল স্কান করে ইডিট করবেন ৷ (পার্ট-01)"