আপনার সাথে কি কখনো এমন হয়েছে, আপনি একটা শব্দ বা লাইন বের করার জন্য বইয়ের সব পৃষ্ঠা উল্টিয়েই যাচ্ছেন কিন্তু আপনার কাংখিত শব্দটি কোনমতেই খুঁজে পাচ্ছেন না।
এই ধরুন আপনি একটা বইতে কোন একটা লাইন দেখেলেন কিন্তু ওই লাইনটা পরবর্তীতে আপনি আপনার বন্ধুকে বা কাউকে দেখাতে গেলেন কিন্তু বইয়ের পৃষ্ঠা নাম্বারটা আপনার মনে নেই। তখন আপনি কি করবেন?
নিচের App টি আপনাদের সমস্যার সমাধান করে দিবে
( ⚠️ যারা এখানে কমেন্ট করতে পারবেন না তারা Telegram এ যোগাযোগ করতে পারেন৷ এই সম্পর্কে বিস্তারিত পোস্টের নিচে পাবেন )
এই App টিতে আপনি যে কোন শব্দ/লাইন সেট করে দিয়ে, আপনার মোবাইল ক্যামেরার সামনে বইটিকে নিয়ে আসলে App টি নিজে নিজেই ওই শব্দ বা লাইন গুলোকে Underline করে দিবে।
কিছু উদাহরণ দেখে নিন
অ্যাপটির বৈশিষ্ট্য
- আপনি কোন রকম এড দেখতে পাবেন না এটি সম্পূর্ণ ফ্রি তবে আপনি চাইলে ডেভলপারকে ডোনেশন করতে পারেন
- এছাড়া অ্যাপটি ব্যবহার করা একদমই সহজ। এতে বেশি অপশন নেই
- Accuracy অনেক বেশি। আপনি যে কোন শব্দ লিখলেই সাথে সাথে বের করে ফেলতে পারে। আমি নিজেও ব্যবহার করে দেখেছি।
- শুধুমাত্র ইংরেজি অক্ষর support করে।
শেষ কথা
অনেক সময় বই থেকে প্রয়োজনীয় শব্দ খুঁজে বের করতে বা লাইন খুঁজে বের করতে আমাদেরকে অনেক সময় নষ্ট করতে হয়। এই অ্যাপটি ব্যবহার করলে আমরা সেই সময় গুলোকে বাঁচাতে পারবো। তবে এখন পর্যন্ত এখানে বাংলা সাপোর্ট করে না, সেটা একটা দুঃখের বিষয়। তবে আশা করি ভবিষ্যতে বাংলা ভাষার জন্যও এরকম App তৈরি হবে।
ততদিন পর্যন্ত সবাই ভাল ও সুস্থ থাকবেন। পোস্ট আপনাদের কেমন লেগেছে আর কোন কোন ধরনের অ্যাপ আপনাদের প্রয়োজন এই সকল কিছু, আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব।
⚠️ পোস্ট সম্পর্কে অথবা অন্য কিছু জানতে আপনি সরাসরি আমার Channel @mrASFiতে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনি বিভিন্ন File/Apk চ্যানেল থেকেই সরাসরি Download করতে পারবেন৷ সকল Post update ও চ্যানেলেই পেয়ে যাবেন…?
7 thoughts on "[Apps Review] Find it- বই থেকে যেকোন লেখাকে সহজেই খুঁজে বের করুন।"