আমার দেখা পাফিন (Puffin) একটি সেরা ব্রাউজার। যদিও বর্তমানে গুগল ক্রোম ব্রাওজার সবথেকে জনপ্রিয়। কিন্তু আমার কাছে পাফিন (Puffin) ব্রাউজার সবথেকে বেস্ট। আমি অনেক ব্রাউজার ব্যবহার করেছি এবং সবশেষে পাফিন (Puffin) আমার কাছে সবথেকে ভালো লেগেছে এবং এই ভালো জিনিসটিই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।পাফিন ব্রাউজার শিউপিন শেন প্রতিষ্ঠিত আমেরিকান মোবাইল প্রযুক্তি সংস্থা ক্লাউডমোসা দ্বারা বিকাশ করা একটি ওয়েব ব্রাউজার। পাফিন ব্রাউজারটি প্রাথমিকভাবে ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।  এটি সামগ্রী প্রক্রিয়াকরণের জন্য এনক্রিপ্ট করা ক্লাউড সার্ভার ব্যবহার করে ।

Download the Browser

https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffinFree&hl=en&gl=US

আমি ২০১৮ থেকে এই ব্রাউজারটি ব্যবহার করি, একজন বড় ভাই এই ব্রাউজারটি সম্পর্কে আমাকে জানিয়েছিলো তখন থেকে এটি আমি ব্যবহার করি৷ এবং এখন আমি এই ব্রাউজারের ভক্ত। পাফিন (Puffin) ব্রাউজারটি আপনি Android, IOS, Windows, macOS, এর জন্য ডাউনলোড করতে পারবেন। পাফিন (Puffin) একটি পেইড ব্রাউজার তবে এটির একটি ফ্রী ভার্সন ও আছে। চাইলে আপনি সেটি ব্যবহার করতে পারেন। পেইড ভার্সনে সুবিধা একটু বেশি।

এই ব্রাউজারটির সবথেকে ভালো দিক এটি আমার মনে হয় পৃথিবীর সবথেকে দ্রুতগতির একটি ব্রাউজার। আপনি এটি ব্যবহার করলেই এর স্পিড কতোটা বেশি তা বুঝতে পারবেন। তাছাড়া পাফিন (Puffin) ব্রাউজারে আছে নিজস্ব এডস ব্লক সিস্টেম যেকোনো ওয়েবসাইট এডস বন্ধ রেখে ব্রাউজ করতে পারবেন। তবে এই সুবিধাটি শুধুমাত্র পাফিন প্রো (Puffin Pro) তে পাওয়া যাবে। তারপর এটিতে আছে মাউস সিস্টেম, আপনি পাফিন (Puffin) ব্রাউজারের ট্রিকপ্যাডের মাধ্যমে মাউস দিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া আছে ডেক্সটপ ভিউ এর সুবিধা।

এবার আসি অন্য বিষয় গুলোতে। নানান বন্ধ ওয়েবসাইট যেগুলোতে বাংলাদেশ থেকে ঢোকা যায় না একমাত্র পাফিন (Puffin) দিয়েই কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই এসব ওয়েবসাইটে ঢোকা যায়। সারা বাংলাদেশে ফেসবুক ডাউন মানুষ নানান ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছে অথচ পাফিন (Puffin) ব্রাউজারে কোনো প্রকার ভিপিএন ছাড়াই চলছে দ্রুতগতির ফেসবুক।

মূল কথা পাফিন (Puffin) একটি মাথা নষ্ট করা অস্থির একটি ব্রাউজার। এই ব্রাউজারটি ফ্রীলান্সারদের ও অনেক উপকারে আসবে। আগে ব্যবহার করুন তারপর আমার লেখা বিশ্বাস করুন।  আর আপনি যদি পাফিন (Puffin) ব্রাউজার আগে থেকে ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

17 thoughts on "আমার দেখা সেরা একটি ব্রাউজার । সকল ব্রাউজারের থেকে ফাস্ট"

  1. H. M. Mozammal Hoque Contributor says:
    Vai.
    Puffin paid app ta free te paowa jabe?
    Paowa gele tar link ta den
  2. Prince? ?? Contributor says:
    আপনার নেটের উপরেই সব ব্রাউজার স্পিড নির্বর করে। আপনার নেট স্লো হলে এই ব্রাউজারটাও স্লে হয়ে যাবে ১০০০০%
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      হুম তবে এই ব্রাউজারটা আপনার নেটের থেকে বেশি স্পিড দিবে গ্যারান্টি । সকল ব্রাউজারের থেকে এটা আলাদা
    2. Prince? ?? Contributor says:
      জ্বি সকল ব্রাউজার থেকে আলাদ। 2015 সাল থেকে ব্যবহার করি
  3. Prince? ?? Contributor says:
    জ্বি সকল ব্রাউজার থেকে আলাদ। ২০১৫ সাল থেকে ব্যবহার করি
  4. Prince? ?? Contributor says:
    জ্বি
  5. STI Lover Author says:
    Ki likhcen?
    এই ব্রাউজারটির সবথেকে ভালো দিক এটি আমার মনে হয়
    পৃথিবীর সবথেকে দ্রুতগতির একটি
    ব্রাউজার।
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      hm
  6. roy Contributor says:
    আগে একবার ডাউনলোড করেছিলাম
  7. SHUHANUR RAHMAN Contributor says:
    ??post na aro kichu..
  8. The Matrix Contributor says:
    Brave sobcheye fast browser and security best
    1. STI Lover Author says:
      download speed ki rokom?
      opera minir moto hobe?
  9. Rejaul Karim Akash Contributor says:
    আমি প্রো ভার্সন ব্যাবহার করি কোনো এডের জামেলা নাই।
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Good
  10. Haque Battery Contributor says:
    majhe majhe atke jay. smoothly kaj hoyna

Leave a Reply