Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ। এই কাস্টম থিম গুলা mtz ফরমেটে থাকে। তাই যারা এই ফাইল ইনস্টল করতে পারেন না তারা এই টিউটোরিয়াল ফলো করেন।

Download

Miui Theme Editor

Steps

১.প্রথমে এপ্লিকেশন টি ওপেন করুন এবং ব্রাউজ এ ক্লিক করে আপনার ফোল্ডার লোকেশন থেকে পছন্দের mtz ফর্মেট এর ফাইলটি খুঁজে বের করুন।
২. তারপর স্টার্ট ক্লিক করে Next –> Finish –> Install দিন।

৩. সবকিছু হয়ে গেলে আপনার থিম স্টোরে গিয়ে দেখুন আপনার থিমটির ২ টি পার্ট তৈরি হয়েছে এবং একটি নিচে লেখা আছে Apply Me.
৪. এই থিমটি ইনস্টল করুন এবং সবকিছু পারফেক্টলি চলবে। বাকি অন্য যে অংশটি থাকবে থিম এর তা ডিলেট করতে যাবেন না।

আজ এই পর্যন্তই সামনে বেশ কিছু কাস্টম থিম নিয়ে পোস্ট করব তাই এর ইনস্টলেশন পদ্ধতিটি শেয়ার করলাম।

11 thoughts on "শাওমি Miui রমের মধ্যে কাস্টম থিম ইনস্টল করুন একদম সহজে (mtz ফরমেট)"

  1. samiul islam Contributor says:
    Eta korte ki mobile root hoa lage
    1. YASIR-YCS Author Post Creator says:
      Na
  2. Sajid Ch Author says:
    আমার mtz file সিলেক্ট হয়না। mtz file টা ক্লিক করলে সোজা ঐ ফোল্ডারে ঢুকে যায়
    1. YASIR-YCS Author Post Creator says:
      Telegram E ss den amake
  3. Sujon Tanchangya Contributor says:
    Aei theme gula amio try korsi,same method e but sometimes valo moton kaj korena,force stop hoye abar system er theme e niye ase.
    Oitar kono solution den parle, thanks…
    Nice post
    1. YASIR-YCS Author Post Creator says:
      Miui কত?
  4. Sujon Tanchangya Contributor says:
    Miui 12 official
    1. YASIR-YCS Author Post Creator says:
      @YasirYcs telegram kncok den
  5. Md Milon Contributor says:
    Shob kichu perfect. But notification shade e theme change hoynai. Poco X2 amar phone
    1. YasirYcs Author Post Creator says:
      Restart die dekhen
  6. Hm Shaha alom Contributor says:
    itel vison 1pro te hbe?

Leave a Reply