Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ। এই কাস্টম থিম গুলা mtz ফরমেটে থাকে। তাই যারা এই ফাইল ইনস্টল করতে পারেন না তারা এই টিউটোরিয়াল ফলো করেন।
Download
Steps
১.প্রথমে এপ্লিকেশন টি ওপেন করুন এবং ব্রাউজ এ ক্লিক করে আপনার ফোল্ডার লোকেশন থেকে পছন্দের mtz ফর্মেট এর ফাইলটি খুঁজে বের করুন।
২. তারপর স্টার্ট ক্লিক করে Next –> Finish –> Install দিন।
৩. সবকিছু হয়ে গেলে আপনার থিম স্টোরে গিয়ে দেখুন আপনার থিমটির ২ টি পার্ট তৈরি হয়েছে এবং একটি নিচে লেখা আছে Apply Me.
৪. এই থিমটি ইনস্টল করুন এবং সবকিছু পারফেক্টলি চলবে। বাকি অন্য যে অংশটি থাকবে থিম এর তা ডিলেট করতে যাবেন না।
আজ এই পর্যন্তই সামনে বেশ কিছু কাস্টম থিম নিয়ে পোস্ট করব তাই এর ইনস্টলেশন পদ্ধতিটি শেয়ার করলাম।
Oitar kono solution den parle, thanks…
Nice post