আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আজকে আমি এমন একটি অ্যাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি,

যার মাধ্যমে আপনারা আমাদের গ্যালাক্সির প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং

এটি আপনার অবস্থান থেকে আকাশের যেকোন গ্রহ,উপগ্রহ সহ সব কিছু কোনটা এই সময় কোথায় আছে অথবা আপনার পছন্দের তারিখে বা সময়ে কোথায় কি থাকবে তা দেখিয়ে দেবে।

চলুন আর বেশি কথা না বলে মুল টপিকে যাওয়া যাক।

App Name:- Solar System Scope

Size:-77 mb

Ratings:- 4.6

Download Link:-

Solar System Scope

এখন চলুন অ্যপটি সম্পর্কে কিছু কথা জেনে নেয়ঃ

1.এটি গ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণের জন্য সবচেয়ে বাস্তবসম্মত একটি এপ!

2.এটি সর্বাধিক বর্ণনামূলক একটি এপ।

3.অ্যপটিতে রয়েছে ১৯ টি ভাষা রয়েছে।

4.এই অ্যাপটির প্রতিটি গণনা নাসা দ্বারা প্রকাশিত অরবিটাল প্যারামিটার দ্বারা করা হয়।

5.এই অ্যাপটি সব বয়সের মানুষ খুব সহজেই ব্যাবহার করতে সক্ষম।

6.এমনকি আপনি এই অ্যাপটির মাধ্যমে রাতের আকাশে তারাদের অবস্থান এবং কোন তারার কি নাম সেসব আপনি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

6.এছাড়াও আপনি অ্যাপটির সাহায্যে প্রতিটি গ্রহ,উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তো চলুন পোষ্ট শেষ করার আগে এতোক্ষণ যে এপ নিয়ে কথা হলো তার কিছু ছবি দেখে নেয়ঃ




সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

Leave a Reply