‌‌‌‌‌আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ওয়া বারাকাতুহ্।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাহমাতে ভালো আছেন।

আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম, আপনাদের পরিচিত Opera Mini ব্রাউজার যার সাহায্যে আপনারা খুব সহজেই ফেসবুক, টুইটার অথবা যেকোনো সাইটের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

? তাহলে, চলুন শুরা করা যাক, প্রথমে যাদের অপেরা মিনি ডাউনলোড করা নেই, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আর যাদের ডাউনলোড করা আছে তারা আপডেট করে নিন।

? এরপর, ব্রাউজারটি অপেন করে নিন।

? আমি আপনাদেরকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে ফেসবুকে ক্লিক করে লগ ইন করে নিন।

? এখন যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই পেজে যান।

? ভিডিওটি প্লে করুন।

? এখন দেখুন, এখানে Download অপশনও আছে। Download এ ক্লিক করুন।

? দেখুন কেমন স্পিডে ডাউনলোড হচ্ছে!

? আবার এখানে ক্লিক করে আপনারা ওই পেজের যেকোনো ভিডিও ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

অন্যান্য সকল সাইটেও ঠিক এভাবে ভিডিও প্লে করে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।

বি: দ্র: ইউটিউব থেকে এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন না।

✍ ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আশা করি, সকলকে ধন্যবাদ।

12 thoughts on "এখন অপেরা মিনির মাধ্যমে ফেসবুক টুইটার সহ যেকোনো সাইটের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।"

    1. Mizu Author Post Creator says:
      Thanks.
  1. Rs Abubokor Contributor says:
    লাইফে ফাস্ট টাইম অপেরা মিনি ইন্সটল করলেন মনে হয়
    1. Mizu Author Post Creator says:
      Vai, Ami 2016 Year Theke Opera Mini Use Kri, Ei Featureta Notun, Age Silona. Apni Smvbto Age Theke Janen, Tbe Jara Janena Tader Jnno Ei Post. Ami Notun, Tai Vul Hotei Pare, Maf Krben.
    1. Mizu Author Post Creator says:
      Link Din Pls,
  2. ik Sakib Contributor says:
    Nice post bro…
    1. Mizu Author Post Creator says:
      Thanks Bro..
  3. Firstlike Contributor says:
    nice brother

Leave a Reply