আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভালো আছি । তো আজকে চলে আসলাম একটি নতুন ট্রিক নিয়ে । ট্রিকটি হচ্ছে এরকম যে আপনি যদি ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার বিপ বা এরকম কোন অ্যাপ ব্যবহার করে থাকেন‌ তাহলে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তবুও কল আসা বন্ধ করে রাখতে পারবেন । শুধুমাত্র এই অ্যাপগুলো নয় আপনি চাইলে আপনার ইন্টারনেট কানেকশন অন থাকলেও আপনার ইচ্ছামতো যেকোনো অ্যাপকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারেন শুধুমাত্র একটি ক্লিকে । অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এই কল বন্ধ করা এটা তো আমরা নোটিফিকেশন বন্ধ করেও করতে পারি কিন্তু বলে রাখি যে নোটিফিকেশন বার বার অন অফ করা একটি সময় সাপেক্ষ কাজ তাই কিভাবে অ্যাপের মাধ্যমে খুব সহজে করবেন তা দেখাবো আজকের এই পোস্টে এর জন্য আপনাকে একটি অ্যাপস ইন্সটল করতে হবে তার জন্য চলে যাব না গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন

netguard টাইপ করলে যে রেজাল্ট আসবে সেখান থেকে ইন্সটল করে নিবন ।

ইন্সটল হয়ে গেলে এখানেই অ্যাপ ওপেন করবেন । ওপেন করলে এখানে আপনার কাছে পারমিশন চাইবে এখানে I agree তবে ক্লিক করবেন ।

এরপর এইখানে দেখতে পাবেন অনেকগুলো ওকে লেখা আছে সবগুলোতে ক্লিক করবেন ।

এরপর যদি ডান দিকের কোনায় উপরে দেখেন তাহলে থ্রি ডট পাবেন সেখানে ক্লিক করবেন ।

এখানে একটি অপশন পাবেন Lockdown Traffic নামে সেটি অন করে দেবেন ।

এরপর এখানে একবার রিফ্রেস করবেন ।

রিফ্রেশ করলে দেখতে পারবেন তালার মতো একটি অপশন এসেছে আর তার পাশে যদি দেখেন তাহলে একটি ওয়াইফাই এর আইকন এবং অন্যটি মোবাইল নেটওয়ার্ক এর আইকন ।

আপনি এখানে যে অ্যাপটি ইন্টারনেট কানেকশন অন থাকা অবস্থায় চালাতে চান সেই অ্যাপটির সিলেক্ট করতে হবে । আপনি  সার্চ করতে পারেন

যেমন এখানে আমি ইউটিউব সার্চ করলাম কারণ শুধুমাত্র ইউটিউব কে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখবো । এখানে v এর মতো অপশনটিতে ক্লিক করবেন ।

তো এখানে অপশনটিতে ক্লিক করার পর একটি অপশন দেখতে পারবেন conditions নামে সেখানে allow in Lockdown mode তে টিক দিবেন ।

ওটাতে ক্লিক করার পর ব্যাক করে রিফ্রেশ করবেন

এখন এখানে তালার মত অপশনটি নেই মানে এটাকে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখতে পারবো ।

এরপর এখানে যে অপশন টি দেখতে পাচ্ছেন সেটা অন করে দেবেন ।

অন করলে কিছু পারমিশন চাইবে এলাও করবেন ।

এরপর এখানে এরকম একটি মেসেজ আসবে এখানে don’t show again এ ক্লিক করে cancel এ ক্লিক করবেন ।

এখানে আমি ইউটিউব vanced কে Lockdown mode এ allow করি নি তাই এটা চলছে না ।

এখন আসা যাক ডিসকানেক্ট বা সব অ্যাপকে সচল করবেন কিভাবে ? এর জন্য আপনাকে অ্যাপটিতে ঢুকে এটাকে অফ করে দিতে হবে ।

এর পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে ভিডিওটি দেখতে পারেন ।

আমার চ্যানেলে পাবেন আপনি এইরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস্ এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে

এখানে ক্লিক করুন

পোস্টটি লাইক এবং শেয়ার করুন।

আমার আরো পোস্ট দেখুন এখান‌ থেকে

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

17 thoughts on "ইন্টারনেট কানেকশন অন থাকলেও বন্ধ করে রাখুন ইমু, হোয়াটসঅ্যাপ, বিপ এর কল আসা বা যেকোনো অ্যাপকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন রাখুন ১ ক্লিকে ।"

  1. Avatar photo BD TECH Author Post Creator says:
    পোস্টটি সম্পর্কে আপনার মতামত দিন
  2. Avatar photo Tanveen Juwel Contributor says:
    google play service app gula off rakhbo kivabe???
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      কোন কোন‌ অ্যাপ এর কথা বলছেন নাম দিলে জানানোর চেষ্টা করব
  3. Tasan Contributor says:
    good post
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Thanks
  4. Avatar photo Md Salman Khan Contributor says:
    Eto kisu na koreleo eta kora jay…
    Simply data eye use kore eta kora jy….
    Tchara jei app k restricted kore rakhbo seta to r hbna…..etao app info theke kora jy…..
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Ok
  5. S Contributor says:
    Valo post
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      Thanks
  6. Avatar photo Saimum Raihan Author says:
    এভাবে এক্সটার্নাল এপ্লিকেশন ব্যবহার না করে ফোকাজ মুড ব্যবহার করলেই তো হয় ??
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      সব মোবাইল এ ফোকাস মুড নেই
  7. Avatar photo atikraz Contributor says:
    এটা ফোনের সেটিং থেকেই করা যায় ।
    আলাদা কোন এপসের দরকার হয় না ।
    বাই দ্যা ওয়ে নাইস পোস্ট
    1. Avatar photo BD TECH Author Post Creator says:
      ওয়েলকাম । সব মোবাইল এ নেই তাই শেয়ার করলাম

Leave a Reply