বেস্ট অফলাইন স্টেপ কাউন্টার এপ

আজকে আমি আপনাদের সাথে ফিটনেস রিলেটেড একটা এপ শেয়ার করতে যাচ্ছি, যারা সকালে অথবা বিকালে হাটাহাটি করেন আপনারা চাইলে Step Counter এপের মাধ্যমে কয়টা ফুটস্টেপ দিলেন বা কতটুকু হাটলেন তা চেক করতে পারবেন এই এপ দিয়ে তাও কোন প্রকার internet কানেকশন ছাড়াই!

আর সত্যি বলতে স্টেপগুলো কাউন্ট হলে মজা লাগে। আর প্রতিদিন একটা Mission এর মতো 6000 footstep Complete করতে ভালোই লাগে। এই অ্যাপটা ইউজ করার পর থেকে হাটাহাটি বেড়ে গেছে। সকালে হাটতে না পারলে বিকালে হাটি।

এই অ্যাপটা অফলাইনে কিভাবে কাজ করে?

অনেকের কাছেই বিষয়টা অবাক লাগতে পারে, যেখানে Google Fit এর মতো এপ আমাদের map এর মাধ্যমে Track করে তারপর কতটুকু হাটলাম সেটা জানায় সেখানে এই এপ অফলাইনেই কিভাবে এগুলো জানায়?

আসলে এই এপটা আমাদের মুভমেন্ট/মোবাইলের shake এর উপর step কাউন্ট করে আর সেটা থেকেই কত Mile হাটলাম, কতটুকু Calories Burn হলো সেটা নির্ণয় করে থাকে।

এই অ্যাপ থেকে বের হয়ে গেলে কি কাউন্ট করবে?

এই অ্যাপে একবার ঢুকলেই এপটা ব্যাকগ্রাউন্ডে রান হয় তাই আপনি যদি এপ থেকে বেরও হয়ে যান তাহলেও আপনার Step গুলো কাউন্ট করবে। আর মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেলেও Notification Bar থেকে দেখতে পারবেন কতটুকু হাটছেন

হাটা শেষে এপটা যেভাবে Close করবেন

হাটা শেষেও যদি এপটা Background এ চলতে থাকে তখন অনেকেরই বিরক্তিকর লাগতে পারে।

হাটা শেষে আপনারা এপের ভিতরে গিয়ে নিচে মার্ক করা Pause বাটনে ক্লিক করেই এপটা Close করে দিতে পারবেন

Step Counter অ্যাপটা যেভাবে ডাউনলোড করবেন

Download বাটনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিন

এ বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারেন ?

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★পিসিতে NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন যেভাবে(NordVpn Giveaway)?

★★এশিয়ান গেমসে সংযুক্ত করা হচ্ছে পাবজিসহ ৮ টি ই-স্পোর্টসকে অর্থাৎ পাবজি মোবাইল খেলেই বাংলাদেশ অর্জন করতে পারবে স্বর্ণপদক ?

9 thoughts on "নিয়ে নিন FootStep কাউন্ট করার জন্য সেরা অফলাইন অ্যাপ!"

    1. Avatar photo Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks <3
  1. MD Shakil Ahmed Contributor says:
    Topup niye post koren akta
    1. Avatar photo Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      TopUp shop suggest korbo?
      naki topup service kibhabe dey oita niye post dibo
  2. MD Shakil Ahmed Contributor says:
    Sel kena thekhe a-z post korun,
  3. Avatar photo imriyad Contributor says:
    Xiaomi te by default e agula thake. kotokhon ghumaisi, heart beat rate etc sob check kore
    1. Avatar photo Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      হুম আমি সামসু ইউজার ?

Leave a Reply