আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে বিয়ের ভিডিও বানানো যায়।শুধু একটা অ্যাপস এর সাহায্যে করা যায় বেশি কথা বলবো না।
প্রথমে kingmaster অ্যাপসটি ওপেন করবো
Create new তে ক্লিক করবো
এখন ব্যাকগ্রাউন্ড একটা ছবি অ্যাড করতে হবে আমি image এ ক্লিক করলাম
আমি কালো টাই চয়েস করলাম
এখন media তে ক্লিক করে vfx effect video নিয়ে আসবো
Video উপর ক্লিক করলে সাইডে এই রকম দেখতে পাবেন ওখান থেকে chroma key ক্লিক করবো
এখন enable করে দিবো
এখন কালার এ ক্লিক করবো আর হ্যা আপনার vfx কালার যেমন আপনি তেমন করে দিবেন না হলে পরে কাজ করবে না। দেখতে পাচ্ছে আমার টা কেমন হয়ে আছে কারণ আমার vfx কালার Mach হয়নি তাই আমি কালারে ক্লিক করবো
আমার vfx কালার যেহেতু গ্রীন তাই আমি গ্রীন করে ওকে দিবো
দেখতে পাচ্ছে আমার কালার ঠিক করার সাথে সাথে আমার vfx কাজ করছে । এখন আবার layer ক্লিক করবো
আবার media ক্লিক করবো
আপনি আপনার পছন্দের পিক দিবেন আমার কাছে কোন বিয়ের পিক নাই তাই এইটা নিলাম।
ছবি সিলেক্ট করে বামে তিন ডটে ক্লিক করবো
তারপর send backward ক্লিক করবো
এখন ছবিটা পজিশন মতো রাখবো তারপর হাতের বামে চাবির মতো ওই টাই ক্লিক করবো
এখন ভিডিও টা আস্তে আস্তে টানবেন তারপর ছবি আস্তে আস্তে করে vfx এর পজিশন মতো করে হাতের ডানে plus বাটন আছে এখান ক্লিক করবেন ওইটা সেভ হয়ে যাবে এই ভাবে আপনি পুরো vfx সাথে সাথে ছবি পজিশন মতো করে যোগ করে নিবে।
এখনে দেখতে পারছেন আমি তিনবার পজিশন ঠিক করছি।
আর হ্যাঁ vfx গুলো আপনি YouTube, google এ পেয়ে যাবেন।
তো আজ এই পর্যন্তই কারো বুঝতে সমস্যা হলে বলবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো। লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
4 thoughts on "কিভাবে kinemaster দিয়ে wedding ভিডিও বানানো যায় দেখে আসুন।"