আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।এটি ট্রিকবিডি তে আমার প্রথম পোস্ট।তাই কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 


তো চলুন শুরু করা যাক।

আজ আমি নিয়ে এসেছি XOS 10 লাঞ্চার।যারা Infinix মোবাইল ইউজ করেন তারা জানেন যে XOS লাঞ্চার টা আসলেই সুন্দর।তো কিছু কিছু ফোনে এই প্লে-স্টোরে XOS 7 পর্যন্ত আপডেট এসেছে।কারো হয়তো XOS 8 অব্দি এসেছে।কিন্তু আমি নিয়ে এসেছি XOS 10 এর ব্যাকআপ ফাইল।যেটা কিনা আপনাকে দিবে একদম প্রিমিয়াম লুক।

XOS 10 লাঞ্চারটি যেকোনো ফোনে ইনস্টল করতে পারবেন।

নিচে কিছু স্ক্রীনশট
Home Screenshot

হোম স্ক্রীন

অ্যাপস


ফোল্ডার।(ইন অ্যাপ ফোল্ডার স্ক্রলিং ফিচার রয়েছে)

ফোল্ডার এর সাইজ এমন বড় করতে চাইলে প্রথমে হোম স্ক্রীন এর যেকোনো ফাঁকা জায়গায় লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।তারপর নিচের স্ক্রীনশট এর মত আসলে Menu এ যান।

তারপর Appearence settings এ যান।

তারপর Home Screen Style এ যান।

তারপর Large Folder করে দিন।

এখানে ? ক্লিক করে ডাউনলোড করে নিন XOS 10 লাঞ্চার।

ওয়েদার এর এমন widget পেতে চাইলে প্লে স্টোর থেকে Weather অ্যাপ টি আপডেট করে নিন।যদি আপডেট না এসে থাকে তবে আমি নিচের ? লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল নিন।

Widget অ্যাড করতে আবারও লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।

তারপর Widgets এ যান।

তারপর নিচে ডান দিকে স্ক্রল করে শেষে গেলে দেখতে পাবেন Weather। ক্লিক করুন।

তারপর আপনার ইচ্ছা মত যেকোনো একটি Widget সিলেক্ট করে নিন।

এছাড়াও রয়েছে আরো অনেক ফিচারস।

১.Gesture Settings

২. Freezer

৩.Hide Apps(২ আঙ্গুল দিয়ে উপর দিকে টানলে অপশনটি পাবেন।

৪.Zero Screen

৫.Blur

৬ .Scrooling Effect

আরো অনেক কিছু।যেগুলো আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

 


আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।

6 thoughts on "নিয়ে নিন XOS 10 লাঞ্চার।এবং আপনার ফোনকে দিন প্রিমিয়াম লুক।(ইনফিনিক্স ইউজাররা অবশ্যই দেখবেন।)"

  1. Avatar photo H. M. Mozammal Hoque Contributor says:
    Eta to 8.5.14 Version
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ভার্সন 8.5.14.কিন্তু XOS 10। ইনস্টল করে দেখুন।ধন্যবাদ।
    2. Avatar photo H. M. Mozammal Hoque Contributor says:
      Install Hoyna
    3. mrfarhanisrak Levi Author Post Creator says:
      হয়না?
  2. saiful Contributor says:
    Vai amar ager tai valo chilo………ata delete korbo kivabe
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Play Store – Manage Apps & Device – Manage – XOS Launcher ক্লিক করে তারপর আনইনস্টল করে দিন।হয়ে যাবে।

Leave a Reply