আসসালামু আলাইকুম।
তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আমার আজকের আলোচনার বিষয় হলো Volume Styles অ্যাপ।
আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা তাদের ফোনের ডিফল্ট লুক চেঞ্জ করার জন্য অনেক ধরনের লাঞ্চার ইউজ করে থাকি।লাঞ্চার আমাদের ফোনের হোম স্ক্রীন কাস্টোমাইজ করার অনেক অপশন দিয়ে থাকে।তাছাড়াও আমরা আরো অনেক অ্যাপস ব্যবহার করে থাকি ফোন কাষ্টমাইজ করার জন্য।তেমনি একটি অ্যাপস নিয়ে আজকের আমার আলোচনা।
Volume Styles অ্যাপ টি ব্যবহার করে আপনি আপনার ফোনের ডিফল্ট ভলিউম স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন অনেক সুন্দর কিছু স্টাইল।চাইলে দিতে পারেন যেকোনো ব্র্যান্ড এর ফোনের ডিফল্ট কিছু স্টাইল।নিজেও নিজের মনের মত করে স্টাইল বানিয়ে নিতে পারবে।আবার রয়েছে কমিউনিটি স্টাইলস।অনেকে অনেক ধরনের স্টাইল বানিয়ে সেগুলো সেখানে আপলোড করে থাকে।আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে টা এপ্লাই করে ব্যবহার করতে পারেন।নিচে দেখুন কিছু স্টাইল এর স্ক্রীনশট।
অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।
তারপর অ্যাপস টি ওপেন করুন।
এখন আপনার ইচ্ছে মত যে স্টাইলটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে নিন।আমি আইওএস এর স্টাইল সিলেক্ট করলাম।
তারপর Start এ ক্লিক করুন।
তারপর Accessibility Service এ ক্লিক করুন।
তারপর আপনাকে সেটিংস এ নিয়ে যাবে।সেখান থেকে Volume styles এ ক্লিক করুন।
তারপর এটি অন করে দিন।
তারপর পারমিশন চাইবে।Allow করে দিবেন।
এখন দেখুন আমার ফোনের ডিফল্ট স্টাইল চেঞ্জ হয়ে আইওএস এর ভলিউম স্টাইল হয়ে গেছে।
আপনি চাইলে Community Styles এ ক্লিক করে আপনার পছন্দ মত একটি স্টাইল সিলেক্ট করে নিতে পারেন।
আমি একটি স্টাইল সিলেক্ট করলাম,এখন Apply এ ক্লিক করলাম।
তারপর দেখুন আমার আইওএস স্টাইলটি চেঞ্জ হয়ে নতুন এই স্টাইলটি এসে গেছে।যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। কুল লাগতেছে।
আপনি চাইলে নিজে একটি স্টাইল বানাতে পারেন।এজন্যে সিম্পলি Create Style এ ক্লিক করুন।তারপর আপনার ইচ্ছে মত সব কিছু কাস্টোমাইজ করে একটি স্টাইল বানাতে পারবেন।
আপনি অন্যান্য স্টাইলগুলো মডিফাই করতে পারবেন কাস্টোমাইজ এবং অ্যাডভান্সড অপশন থেকে।
আজকের মত এতটুকুই।আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে।কোনো প্রকার ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।আল্লাহ হাফেজ।
আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।
Just sudhu app theke vibration mode kre rakha jaay na..
Hy silent na hy general ai 2ta mode e ase.