আসসালামু আলাইকুম,

আপনি কি এমন কোনো এপ্লিকেশন খুজছেন যার মাধ্যমে আপনি যেকোনো ছবি থেকে লেখা কপি করতে চান? তবে আমি আপনাকে এই পোস্টে এমনই একটা এপ্লিকেশনের কথা বলবো যার মাধ্যমে আপনি স্ক্যান করে যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন।

আমি Mod version এর লিংক দিচ্ছি। প্লেস্টোর এর ভার্সনে এডস আসে বেশি। তাই mod version টা দেওয়া।

APP NAME : Text Scanner

App link : Gdrive

এপটি সম্পর্কে কিছু কথা বলে রাখিঃ

১) এপটি সবসময় Accurate Result নাও দিতে পারে। তাই সবসময় এমন ছবি choose করবেন যেখানে লিখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়।

২) নিজের বা অন্যের হাতের লিখায় যে লেখাগুলো দেওয়া এইরকমের ছবিগুলো থেকে ভালো result না পাওয়ার সম্ভাবনাই বেশি।তাই আমি বলবো এ ধরনের ছবি দিয়ে স্ক্যান না করতে।

এপ্লিকেশনটি কিভাবে কাজ করে তার কিছু স্ক্রিনশটসঃ

 

যারা বুঝেননি কিভাবে কি করতে হয় তাদের জন্যেঃ

১) এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন
২) Permission Allow করে দিন।
৩) এরপর Camera দিয়ে যেকোনো Text আছে এমন জায়গার ছবি তুলুন অথবা Gallary তে গিয়ে যে ছবিটি থেকে Text Copy করতে চান সে ছবিটি সিলেক্ট করুন। আর স্ক্যান এ ক্লিক করুন
কিছুক্ষন অপেক্ষা করুন।
এরপর দেখবেন আপনার Text এসে পড়েছে। যতটুকু কপি করতে চান ততটুকু সিলেক্ট করে কপি করে নিন।

 

ট্রিকবিডির সাথেই থাকুন।
দেখা হবে ইনশাল্লাহ পরের টপিকে।
ধন্যবাদ।
This Is 4HS4N

Logging Out…

7 thoughts on "যেকোনো ছবি থেকে লেখা কপি করুন এই এপটির মাধ্যমে!"

  1. Nishat Contributor says:
    Google photos E valo er theke
  2. Levi Author says:
    সব লেখা কপি করা পসিবল না।এর চেয়ে গুগল লেন্স ফার বেটার।গুগল লেন্স নিয়ে পোস্ট করেছিলাম।
    1. 4HS4N Author Post Creator says:
      Ami nijei post korte chacchilam google lens niye
      Apni kore felechen tai r korbo na
      R eta onek age likhe rekhechilam
      Tai vablam post ta diye dei
      Anyway thanks for your comment
    1. 4HS4N Author Post Creator says:
      Thanks
  3. Safaeit Hossain Author says:
    Google Lens use kori, native apps tai barti jhamela nei. Bangla, English both bhaloi kaj kore. But post ta bhalo chilo.?
    1. 4HS4N Author Post Creator says:
      Thanks
      Google lens niye post dite cheyechilam kintu ekjon e already diye feleche tai r deini
      R eita onk din age likha chilo amr note e
      Vablam publish kore dei jodi karo upokare ashe tai r ki

Leave a Reply