আসসালামু আলাইকুম,
এই পোস্টে আমি কথা বলবো এমন ২ টি Application এর কথা যার মাধ্যমে আপনারা আপনাদের নোটিফেকশন প্যানেলকে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবেন।
এটা কেন করবেন?
যারা বড় স্ক্রিনের মোবাইল ব্যবহার করেন এবং যখন এক হাতে মোবাইলটি ব্যবহার করেন তখন আপনার বারবার মোবাইলের নোটিফিকেশন প্যানেলে পৌছাতে সমস্যা হতে পারে। অনেক সময় মোবাইল পিছলেও যায়। যারা এক হাতে মোবাইল ব্যবহার করে অভ্যস্ত কিন্তু বড় স্ক্রিনের কারনে বারবার নোটিফিকেশন প্যানেলে পৌছাতে সমস্যা হয় তাদের জন্যে এই ২টি এপ্লিকেশন সাজেস্ট করবো।
তাছাড়া এই দুটি এপ্লিকেশনের মাধ্যমে আপনারা যারা Customization প্রেমী আছেন তাদের কাছেও ভালোলাগবে আশা করছি। কারন এতে মোবাইলে একটি cool look দেওয়া যায়।
আর কথা না বাড়িয়ে চলে যাই আসল টপিকে।
?APP NO-1 : Bottom Quick Settings
?App link : Playstore
এই App টি অনেক Customization settings offer করে। আপনারা আপনাদের নিজের মতো করে App টিকে সাজিয়ে নিতে পারবেন। যেমনঃ
১) নোটিফিকেশন প্যানেলে কোন কোন Tools গুলো আপনার প্রয়োজন সেগুলো Add করে রাখতে পারবেন।
২) আপনি চাইলে নোটিফিকেশন প্যানেলে কোনো url বা কোনো App অথবা কোনো shortcut add করে রাখতে পারবেন।
৩) যাদের ফোন Root করা আছে তাদের জন্যে এক্সট্রা অনেক ফিচার এই এপ্লিকেশনে দেওয়া আছে।
৪) কিছু সুন্দর সুন্দর Theme ও Colour Change করারও Options রয়েছে।
৫) আপনি চাইলে Background blur ও করতে পারবেন।
৬) আপনি চাইলে নিজে নিজে সব Customize করতে পারবেন।
৭) আপনি চাইলে Notch এর মতো করে নিচে Battery percentage, সময়, wifi/data এগুলোর status bar এ enable করতে পারবেন। দেখলে সুন্দর দেখা যায়।
৮) আপনি যখন keyboard ব্যবহার করবেন তখন এটা hide ও করে রাখতে পারবেন
৯) চাইলে নোটিফিকেশন বার যেটা উপরে Default এ আছে সেটাকে Disable করে দিতে পারবেন। তবে এর জন্যে আপনার Device rooted হতে হবে।
১০) আপনি চাইলে icon গুলোকে ৬ ভাবে change করতে পারবেন।
এছাড়াও আরো অনেক ভালো ভালো customization settings আছে এই এপ্লিকেশনটিতে। আপনি এক এক করে নিজে নিজে দেখে নিতে পারেন।
যা যা বললাম সেগুলোর স্ক্রিনশটসঃ
?APP NO-2 : MIUI-FI
?APP Link : Playstore
আগের এপটির মতো একই রকমের হলেও এখানে আপনারা Xiaomi এর নোটিফিকেশনের লুকটা পাবেন।
যাদের Xiaomi এর নোটিফিকেশন প্যানেলটা ভালো লাগে তারা এই App টি try করে দেখতে পারেন।
বলে রাখা ভালো, আগের App টির মতো এই App টিতেও আপনারা প্রচুর customization এর option পাবেন। তাই সেগুলো repeat করে আর বলছি না।
নীচে কিছু স্ক্রিনশটস এর মাধ্যমে দেখানো হলো এপটি কেমনঃ
অবশেষে বলবো, App দুটি আপনাদের পছন্দ হতেও পারে না-ও হতে পারে। কিন্তু একবার হলেও ইন্সটল করে দেখবেন আশা করি।
ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….
3 thoughts on "২টি App এর মাধ্যমে আপনার Notification Panel কে নিচে নিয়ে আসুন (Customization লাভাররা ও যাদের বড় স্ক্রিনের মোবাইল আছে তারা অবশ্যই দেখবেন)"