আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা কমবেশি সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। এমনিতেও এখনকার ফোনগুলো স্মার্ট, কিন্তু তবুও ভেবে দেখুন তো ফোনের ব্যাটারিতে অতিরিক্ত চার্জ হলে ব্যাটারির ওপর কিরুপ প্রভাব পড়বে ?

আবার মনে করুন আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, আর এদিকে আপনার ফোনে অতিরিক্ত চার্জ হয়ে যাচ্ছে, কখন ফোনে ১০০% চার্জ হয়ে গেছে সেটা আপনি অন্য কোনো ব্যস্ততার কারণে বুঝতে পারলেন না।

আবার আমার মতো অনেকেই আছেন যারা রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে ফোনে চার্জ হয়ে গেলে অটোমেটিক ফোন চার্জ নেয়া বন্ধ করে দেয়। কিন্তু ব্যাকগ্ৰাউন্ড চলা অ্যাপের কারণে ১% চার্জ কমে ৯৯% হলেই ফোন আবার চার্জ নেয়া শুরু করে, এবং এটা প্রতিবারই হবে।

এতে অবশ্যই আপনার ফোন এবং ব্যাটারির ক্ষতি করে। কিন্তু যদি আপনি আপনার ফোনে ১০০% চার্জ হয়ে গেলেই ফোন আপনাকে বলে দেয় তখন নিশ্চয়ই আপনি আপনার ফোন চার্জ থেকে বের করবেন। হ্যাঁ ফোনে পুরো চার্জ হয়ে গেছে ফোন নিজে আপনাকে জানাবে।

তো এইজন্য আপনাকে শুধুমাত্র ১ এমবির একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের নাম হলো : Battery Alarm

এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত

১০০% চার্জ এবং লো ব্যাটারি সতর্কতা, ভয়েস ব্যাটারি সতর্কতা সহ। কোনো অ্যাডস নেই ! ?

★ব্যাটারি অ্যালার্ম অ্যাপ হলো একটি সাধারণ অ্যাপ যা ব্যাটারি লো বা চার্জ হলে আপনাকে সতর্ক করে। কোনো বিরক্তির অ্যাডস ছাড়া!!!★

ব্যাটারি অ্যালার্ম অ্যাপ্লিকেশনটি ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং ব্যাটারি চার্জ বা একটি নির্দিষ্ট পারসেন্ট পর্যন্ত ডিসচার্জ হলে আপনাকে সতর্ক করতে ব্যবহৃত হয়।

সেটিংস সহজ এবং অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের পরে অবিলম্বে কাজ করার জন্য ব্যবহার উপযোগী।

ব্যাটারি অ্যালার্ম সম্পূর্ণ বিনামূল্যে এবং বিজ্ঞাপন ছাড়া।

★ বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না।

★ আপনার ফোন থেকে তথ্য চুরি করে না।

★ ইন্টারনেট, জিপিএস, জিএসএম ব্যবহার করে না।

আপনি আপনার ফোনে সতর্কতা ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। (অ্যাপটি ফোন সেটিংস অ্যাক্সেস করে না) গুরুত্বপূর্ণ!!!

অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 এবং নতুন ভার্সনের ফোনের জন্য
কিছু ফোন সেট আপ করতে হবে (Xiaomi, Huawei, Oppo, Poco, Oneplus, Vivo)

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল

1. সম্প্রতি ব্যবহৃত অ্যাপগুলিতে অ্যাপ লক করুন।

2. ব্যাটারি অ্যালার্ম অ্যাপ্লিকেশনের জন্য ব্যাটারি অপ্টিমাইজেশান বন্ধ করুন৷

3. নিজে থেকেই শুরু করার অনুমতি দিন।

ভালো লাগলে অ্যাপটা ডাউনলোড করুন।

Download Battery Alarm

জানি পোস্ট ছোট হয়েছে কিন্তু এই অ্যাপ সম্পর্কে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী যা পেরেছি আপনাদের বললাম। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, ট্রিকবিডি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

8 thoughts on "আর নয় অতিরিক্ত চার্জ ! সঠিক সময়ে ফোনের যত্ন নিন। ফোনের ব্যাটারিতে আর অতিরিক্ত চার্জ হবেনা।(বিস্তারিত পোষ্টে)"

    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Welcome
  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    Old post but nice
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thank you ?
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Thank you ?
  2. Avatar photo AMRITAMSU Contributor says:
    Useful Post.
    Thanks
    __/\__
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ?

Leave a Reply