আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আপনারা অনেকেই হয়তো Swap – No Root অ্যাপের কথা জানেন , অনেকে হয়তো ব্যবহার‌ও করছেন।

তবুও যারা জানে না তাদের জন্য এই পোষ্ট।

নিয়ে নিন Swap – No Root Premium Version ?

Swap – No Root হলো এমনি একটি অ্যাপ যেটা দিয়ে আপনি আপনার ফোনের RAM বাড়াতে পারবেন, কোনো রুট করা ছাড়াই। কিন্তু আপনি যতখানি রেম বাড়াবেন ততখানি জায়গা আপনার ফোন মেমোরি মানে রম থেকে ব্যবহার করা হবে। ফোন মেমোরির জায়গা কম হলে বেশি রেম বাড়ানোর চেষ্টা করবেন না।

মনে করুন, আপনার ফোনের 1/8 GB RAM এবং ROM এক্ষেত্রে আপনি যদি ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে রেম বাড়াতে Swap – No Root অ্যাপ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোন আগের থেকে একটু ভালো পারফরমেন্স করবে। তবে এটা ভাববেন না যে এটার মাধ্যমে আপনার ফোন আইফোন হয়ে যাবে ! এটার কেবল আপনার ফোনের রেম কে কিছুটা বাড়াতে পারবে। (আমি প্রায় ৪ মাস ধরে এই অ্যাপ ব্যবহার করি।)

অনেকেই আছেন যারা প্লে স্টোরের Swap – No Root ব্যবহার করেন। কিন্তু সমস্যা হলো প্লে স্টোরের Swap – No Root অ্যাপ এ রেম বাড়াতে হলে আপনাকে ক্রেডিট জমাতে হবে, আর ক্রেডিট জমাতে হলে আপনাকে অ্যাডস বা বিজ্ঞাপন দেখতে হবে।

তবে এই অ্যাপের প্রিমিয়াম ভার্সনে এসব ঝামেলা নেই।

এবার বিস্তারিতঃ

প্রথমে আপনি সুয়্যাপ নো রুট অ্যাপ চালু করুন। তারপর I AGREE তে ক্লিক করুন। (অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু করতে হবে, এমবি না থাকলেও হবে।)

এখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই রেম লিখুন।
যেমন : ৫১২ এমবি
১ জিবি রেম বাড়াতে চাইলে 1024 এমবি লিখে CREATE SWAP এ ক্লিক করুন।

কাজ শুরু করার জন্য অনুমতি চাইবে আপনি OK করবেন।

রেম তৈরি করা শুরু হয়ে যাবে, আপনি ১ মিনিটের মতো অপেক্ষা করুন।

দেখুন আপনার ভার্চুয়াল রেম তৈরি হয়ে গেছে।

দেখুন ফোন মেমোরির জায়গা ব্যবহার করে রেম তৈরি হয়েছে।

এবার ডাউনলোড করুন এই অ্যাপ।

Download Swap No Root Premium

Article Note: আপনি যদি র‍্যাম নিয়ে আরো কিছু বিস্তারিত জানতে চান যেমন, RAM কি ? RAM এর কাজ কি ? তাহলে পাশের নীল লেখাতে ক্লিক করে জেনে নিতে পারেন।

আশা করি এই পোষ্ট আপনাদের একটু হলেও উপকারে আসবে। ?
আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন ধন্যবাদ ! আল্লাহ হাফেজ !

13 thoughts on "আপনার ফোনের RAM বাড়িয়ে নিন। কোনো রুট ছাড়াই ! (2022)"

  1. MD FAYSAL Contributor says:
    Good post bro??
  2. Ragib Hasan Abid Author says:
    তেমন একটা কাজের না
  3. Tawfik18 Contributor says:
    Vaia amar phn 2/32…ekhon eivabe 3gb ba 4gb ram baraile ki kono prb hbe? Amar phone e ekhono 20gb rom faka ase..
  4. Taskin Tamim Contributor says:
    ai gula kuno kaj ar na
  5. ℳ? ℛ???? ℳ?? Subscriber says:
    ভুয়া অ্যাপ যেটি নামেই কোনো কাজের না।
  6. অসাধারন পোষ্ট
  7. Tasik047 Contributor says:
    Try korsi onek agey kono performance Boost hoy nai shudhu storage nosto! Faltu App
  8. Md. Hridoy Khan Contributor says:
    Vai apnar sate importane kota ache. Apnar fb id linkta diben. Amarta fb.com/md.hridoy9495
    1. Sohag21 Author Post Creator says:
      fb.com/sjs.sohag
  9. Hasibur R Contributor says:
    ১৯৭১ এর বেচে যাওয়া বুদ্ধিজীবী ?
    1. Sohag21 Author Post Creator says:
      trickbd te ata niye aro post ache vai. oder to kichu bollen na. ?
  10. Nishat Contributor says:
    Kaj kore na vai esob fake. Root cara swap impossible. Ar bortoman juger kisu phone e ei virual ram disse, eta emni te root cara somvov na.

Leave a Reply