আসসালামুআলাইকুম

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি সকলে ভালো আছেন । আর ভালো না হলে কেউ ট্রিকবিডি ভিজিট করতে আসে না।
তো যাই হোক আর কথা না বাড়িয়ে এবার মূল কথায় এগুনো যাক।

আজকে আমি আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম, সেটি হচ্ছে ওপেরামিনি উইথ ভিপিএন। ভিপিএন চেনে না এমন মানুষ মনে হয় বাংলাদেশি নেই। ফ্রী ফায়ার ব্যান্ড হওয়ার পর থেকে এটা একটা কমন অ্যাপস হয়ে গেছে। এখন এটা সবার ফোনেই অ্যাভেলেবল। কিন্তু আজ আমি আপনার সঙ্গে যে অপেরা মিনি উইডথ ভিপিএন নিয়ে কথা বলব সেটা ফ্রি ফায়ার খেলার জন্য না। এটা শুধুমাত্র আপনার ওয়েবসাইটে কাজ করবে। যে ওয়েবসাইটগুলো বাংলাদেশ থেকে ব্লক করা আছে সেগুলো আনব্লক করতে পারবেন। এবং ভিপিএন চালু করলে আপনার ফোনের স্পিড অনেক কমে যায়। এখানে সেটা ভোগ করতে হবে না। এখানে আপনি আপনার ফোনের নেট স্পিড অনেক ভাল পাবেন।

আমরা অনেকেই অনলাইনে অনেক কাজ করি। যা ভিপিএন ছাড়া করা যায় না। তাদের জন্য আজকের এই অ্যাপসটি। এই ওপরামিনি টা তে ভিপিএন সংযুক্ত করা আছে। তাই যারা অনলাইনে কাজ করে তাদের জন্য সুবিধা অনেক। তাদেরকে আর বাড়তি কোন ভিপিএন অ্যাপ ডাউনলোড করতে হবে না।

 

 

প্রথমে নিচের লিঙ্ক থেকে অপেরা মিনি টি ডাউনলোড করে নিন।

https://play.google.com/store/apps/details?id=com.opera.browser
তারপরে দেখুন সবার নিচের ডান সাইডের থ্রি ডট চিহ্ন আছে।
ওখানে ক্লিক করুন এবং দেখুন ভিপিএন নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করে আপনি কানেক্ট করে নিন।
এখন ব্রাউজ করে দেখুন ঠিকঠাক কাজ করছে নাকি। হানডেট পার্সেন্ট ঠিক কাজ করবে। কারণ আমি নিজেই ব্যবহার করি।
তাহলে বন্ধুরা আজ আমি আর কথা বলবো না। আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকদিন।

আসসালামু আলাইকুম

 

13 thoughts on "Opera browser with VPN. android"

  1. Jakir Hossain Contributor says:
    খুব উপকার করলেন ভাই?। অপেরা মিনি আর অপেরা ব্রাউজার যে ভিন্ন জিনিস সেটা জানেন?
  2. ariyansafi Contributor says:
    Youtube vanced এর মতো সেম কিছু থাকলে সেয়ার করেন ভাই
    1. Limon Author Post Creator says:
      YouTube SEO?
    1. ℳ? ℛ???? ℳ?? Subscriber says:
      Spam comment
  3. Black Fire Author says:
    bro are you living under a rock?
  4. Tasik047 Contributor says:
    Brave Browser Best Always?
  5. Opera আগে ব্যাবহার করতাম স্পিড কম তাই আর ব্যবহার করিনা এখন UPX ব্যবহার করি সুপার স্পিড
  6. SOYEB Author says:
    অপেরা মিনি মিনি বইলা চিল্লায়া মরলেন আর শেষে ধরাই দিলেন অপেরার ব্রাউজার! লল!

Leave a Reply