আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।


মুভি দেখার সময় আমরা মাঝেমধ্যে অনেকেই একটা সমস্যায় পড়ি সেটা হলো মুভির ডায়লগের সাথে সাবটাইটেল মিলে না।হয়তো ৩-৪ সেকেন্ড আগে পরে লেখা আসে, এমনকি অনেক সময় ৯-১০ সেকেন্ডও আগে পরে লেখা আসে।


আজকের পোষ্টে আপনাদের দেখাবো এই সমস্যাকে কিভাবে ঠিক করা যাবে!


এই সমস্যা সমাধানের জন্য আপনার Easy subtitle নামে একটি এপ এর দরকার পরবে।

প্রথমত নিচে দেওয়া যে কোন মাধ্যম থেকে Easy subtitle অ্যাপটি Download করে নিন।

★ Play Store থেকে Easy Subtitle App টি ডাউনলোড করতে Play Store এ যেয়ে Easy subtitle লিখে Search করুন।
অথবা,
Click Here To Download Easy Subtitle App (Alternative Link)

এখন চলুন দেখি কি ভাবে Easy Subtitle App দিয়ে Subtitle মিলাবেন।

প্রথমে আপনার মুভির ১ম ডায়লগের সাথে সাবটাইটেলের ১ম ডায়লগের লেখাটা কতো সেকেন্ড আগে পরে তা দেখে নিবেন এবং মুভির শেষ ডায়লগের সাথে সাবটাইটেলের শেষ ডায়লগের লেখাটা কতো সেকেন্ড আগে পরে সেটাও দেখে নিবেন(এমনিতে শুধুমাত্র ১ম ডায়লগটি দেখলেও হয়)

প্রথমত অ্যাপে ঢুকে সেই ফোল্ডারে যান,যেখানে সাবটাইটেলটি রেখেছেন।

কাংখিত সাবটাইটেলটি সিলেক্ট করুন।

সিলেক্ট করার পর ঠিক ওপরের ডান সাইডে 3 line/option sign এ গিয়ে SMART SYNC এ ক্লিক করুন।

এখন সেখানে First subtitle এবং Last subtitle নামে ২টা অপশন আসবে।

এখন ধরুন,মুভিতে ১ম ডায়লগ বলছে ১৭ সেকেন্ডে কিন্তু সাবটাইটেলের ১ম ডায়লগের লেখাটা এসেছে ২২ সেকেন্ডে।তাহলে এখানে ৫ সেকেন্ড পরে সাবটাইটেলের লেখাটা আসছে না?

তাহলে ওই অ্যাপের First subtitle অপশনে যে টাইম দেওয়া থাকবে(আগে থেকেই ২২ সেকেন্ড দেওয়া থাকবে) তা থেকে ৫ সেকেন্ড কমালে যতো হয় ততো সেকেন্ড লেখবেন অর্থাৎ ১৭ লেখবেন।একই ভাবে Last subtitle এ যতো সেকেন্ড দেওয়া থাকবে তা ইডিট করে ৫ সেকেন্ড কমিয়ে দিলে যতো হয় ততো লেখবেন।

তারপর Apply এ ক্লিক করুন এবং ওপরে ডানে সেইভ করার চিহ্ন থাকবে ওটা ক্লিক করলে সেভ হয়ে যাবে।


অনেক ক্ষেত্রে সাবটাইটেলের শুরুতে সাবটাইটেল নির্মাতার নাম আসে, তার সম্বন্ধে আরো কিছু আসে,তো সেখানে আপনারা একটু মাথা খাটিয়ে সময়টা First subtitle, Last subtitle লেখবেন।

এভাবে করলে, ইনশাল্লাহ সাব মিলে যাবে।

6 thoughts on "Video এর সাথে যদি Subtitle না মিলে, আগে পিছে হয়, তবে কিভাবে Easy subtitle App দিয়ে তা SYNC করবেন। (With Download Link)"

    1. Silent Killer Author Post Creator says:
      Thanks
  1. Shakib Contributor says:
    Helpful Thanks Man‼️
  2. Mahfuj Chowdhury Contributor says:
    Mx player thakle eto pera neyar dorkar nai, inbuilt synchronization system er maddhomei fix kora jay.ar probably onnanno popular video player gula tew ei system add kora thake
  3. S Contributor says:
    Good post??
  4. Jamil Contributor says:
    Take love?

Leave a Reply