আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালই আছেন।

আজ আমি বাংলাদেশিদের তৈরি এমন একটি অ্যাপ দেখাবো যেগুলো তে আপনি চমকে যেতে বাধ্য হবেন। এমন একটি চমৎকার আর অসাধারণ অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যা প্রথমবার আমি নিজেও নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি।

অ্যাপ টি আসলেই পুরাই oasm আমি অ্যাপ গুলোর রিভিউ করতে বাধ্য হলাম।

Shapla


আজকে যেই অসাধারণ অ্যাপ টি সেটি হচ্ছে shapla. এটি একটি নিউজ অ্যাপ। তবে কোনো সাধারণ নিউজ অ্যাপ নয়। এবং দেশের অন্যান্য নিউজ অ্যাপএর মত ও নয়। এটি হচ্ছে আমার দেখা সেরা নিউজ অ্যাপ গুলোর মধ্যে একটি। এর যেই ফিচার গুলো আছে সেগুলো সাধারনত বাংলাদেশি কোনো নিউজ অ্যাপ এ দেখতে পাওয়া যায়না। এটি সম্পূর্ণ অ্যাড ফ্রি।

তাছাড়া অ্যাপে ঢুকলেই প্রথমে ওই দিনের টপ নিউজ গুলো show করে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই অ্যাপ এর ইউজার ইন্টারফেস টি। খুবই কুল। তাছাড়া এই অ্যাপ এ আপনি নিউজ যে কারো কাছেই শেয়ার করতে পারেন । আপনি যদি আপনার বন্ধু কে কোনো একটি নিউজ এই অ্যাপ থেকে শেয়ার করেন কিন্তু তার ফোন এ যদি এই অ্যাপ টি ইন্সটল করা না ও থাকে তার পরেও সে আপনার নিউজ টা পড়তে পারবে এই অ্যাপ এর ব্রাউজার ভার্সন বা ওয়েব ভার্সন এর মাধ্যমে।

তাছাড়া এই অ্যাপ এ যেকোনো নিউজ এ লাইক করতে পারবেন। লাইক এর জন্যেও রয়েছে শক্তশালী অ্যালগরিদম। অর্থাৎ আপনি যেই ধরনের নিউজ গুলো বেশি পছন্দ করছেন। সেই ধরনের নিউজ গুলো আপনার সামনে বেশি বেশি আসবে। আপনার যদি নিউজ পড়ার অভ্যাস নাও থাকে তার পরেও একবার দেখে নিতে পারেন। আশা করি অ্যাপ টি আপনার ভালো লাগবে।

অ্যাপ টি ডাউনলোড করতে এই লিংক এ ক্লিক করুন: app link

আশা করি আপনারা প্রত্যেকেই অ্যাপ টি ডাউনলোড করে একবার হলেও ব্যাবহার করে আমাকে জানাবেন আসলেই অ্যাপ টি কেমন হয়েছে।

আজ এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আর ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।

আর আপনাদের আইসিটি বিষয়ক যেকেনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে ইমেইল এ জানিয়ে দিন marufkhan1215@gmail.com

5 thoughts on "আপনার পছন্দ হবেই। এমন একটি বিডি নিউজ অ্যাপ দেখেনিন"

  1. ???? ✅ Contributor says:
    অ্যাপটির ক্লিন ডিজাইন বেশ ভালো লেগেছে
    1. marufvai Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ
  2. Avatar photo imriyad Contributor says:
    Bangla News by w2news ta best & add free. bookmark o kora jaay page
    1. marufvai Author Post Creator says:
      ইনশাআল্লাহ। আপনি যেহেতু বলেছেন। আমি এটার ও রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো।
    2. Avatar photo imriyad Contributor says:
      dhonnobad

Leave a Reply