আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আপনি হয়তো অনেক ধরনের লক দেখেছেন। Pin, Pattern, Password, Passcode, Fingerprint, Face Unlock, Voice Unlock, ইত্যাদি।
আপনি এই যুগে আপনার স্মার্টফোনে কোনো লক ব্যবহার করবেন না, তা কি করে হয় ? আজ আমি আপনাকে কিছুটা Advanced, Interesting লকের কথা বলবো, যা আপনার ফোনকে সুরক্ষা তো দিবেই সাথে অন্য কেউ আপনার ফোন আনলক করতে গেলে অবাক হয়ে যাবে, সে বুঝতেই পারবে না যে কিভাবে আনলক করতে হবে।
এই লক সিস্টেম আপনার কাছে খুব সহজ হবে, কিন্তু অন্যদের কাছে না বুঝতে পারলে কঠিন।
এই লকের জন্য প্লে স্টোর থেকে একটা ছোট অ্যাপ ইন্সটল করতে হবে। যার নাম:
Picture Password – Lock Screen & Notification




★ফটো
★বাছাই করা একটা সংখ্যার নাম্বার
★ফটোর মধ্যে নাম্বারের অবস্থান
এই তিনটা কাজ করতে হবে, প্রথমবার।










এই অ্যাপটা আপনার একবার হলেও ব্যবহার করে দেখা দরকার। অ্যাপটা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

8.1